নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

থেমে নেই জীবন

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮



জীবন থেমে থাকে না । পঙ্গু শিশুটিও থামিয়ে দিতে পারেনি চলমান জীবন ।

আগে দোকান ছিল , করোনা সব ভেস্তে দিল ।

দমে যায়নি পরিবারটি । পুরাতন ভ্যান কিনে পিঠার সরঞ্জাম নিয়ে সংগ্রামে নেমে গেল ।

শিশুটি জন্ম পঙ্গু , তাতে বাবা মার ভালবাসার কমতি হয়নি ।

নাহ , কাউকে বিশ্বাস নেই পঙ্গু শিশুটিকে নিয়ে । ভ্যানের একদিকে শুইয়ে

চারটি চুলায় চলছে সন্ধ্যার আগমন । গরীব ক্রেতারা তাদের গাহাক ।

শিশুটিও বুঝে গেছে তার জীবনের গ্রামার । একদম চুলার পাশে মোটেও নিরাপদ নয় , তবুও

সংগ্রাম থেমে নেই ।

মিরপুর-১ আজকের বিকেলে ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনকে প্রসব করে চলাই জীবন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

শাহ আজিজ বলেছেন: আহা , কি আধ্যাত্মিক বচন

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমাকে একজন বলেছেন -
প্রতি সপ্তাহ বা দিন দাম বাড়বেই ,পণ্য আছে সেটাই বড়ো কথা। (এ কারণেই বাড়ে )
তাই সমাধানটি এমন হবে -
নিম্ন্ন বা মধ্যবিত্তরা কম খেলেই হয় [(সহজ সমাধান )মার্ মাথায় কেন ঢুকেনা]

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: মুল্যবৃদ্ধির ব্যাপারে তো লিখিনি !!!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৮

সোবুজ বলেছেন:
যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।
সুকান্ত

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



টিকে থাকবে কোন প্রকারে, এটুকুই

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: আশা করি টিকে থাকুক । এরা সংগ্রামী ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:


বসুন্ধরার মালিক শাহ আলমও একদিন বললো, সে সংগ্রামী ছিলো; শামীম ওসমানও সংগ্রামী; এদের সংগ্রামের ফলে বাংগালী ভিক্ষুক হয়ে যাচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: :P শাহ লোম তো ডাকাইত । নানগঞ্জের কথা আর কইলাম না । :-B

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

সোবুজ বলেছেন: জীবন আসলে এক সংগ্রামেরই নাম।বেঁচে থাকার সংগ্রাম হলো আসল সংগ্রাম।নিম্নবৃত্তের সংগ্রাম হলো বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম।ভুক্তভোগী ছাড়া অন্যে উপলব্ধি করতে পারবেনা।সরকারের এদের দিকে দৃষ্টি দেয়া দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: আমার মনে হয় ভ্যান গাড়ির একটা চমৎকার ডিজাইন করে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে পারে । শহরটাও রঙ্গিন হবে ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৫

স্প্যানকড বলেছেন: আহ ! জীবন।


তোমাকে আমার মানুষ লাগেনি কখনো
মনে হয়েছে দুই পায়ের একটা প্রাণী
যদিও নড়চড়া করতে পারো
খেয়েদেয়ে ব্যালকনিতে এসে
পড়শীর চালে কুলি করতে পারো
তৃপ্তির ঢেকুর তুলতে পারো
দাঁড়িয়ে বকবক করতে পারো
নাক দিয়ে অক্সিজেন টেনে
ধোঁয়া ওড়াতে ওড়াতে দেশের হাল পরিবর্তন করতে পারো
রাত বাড়লে স্ত্রী কিংবা
সুন্দরী বান্ধবীর স্তন চুষে চুষে
বাচ্চার মতন ঝুলে থাকো
যোনীতে শক্ত লিংগ
খুব অনায়াসে চালান করতে করতে
হাঁপিয়ে ঘুমিয়ে পড়ো
আরও কত কি !
কিন্তু তবু তোমাকে আমার
মানুষ মনে হয়নি কোনদিন।

মানুষ হয় অন্য
যার ছায়ায়
কায়াতে
সব কিছুতে সুখ
যার কথায় ভুলে যায় সবাই
এক জনমের দুখ
আরও সহজ করে বললে
মানুষের একটাই রুপ
তোমার মতন নেই মুখোশ !

তোকে বলছিরে বোকাচোদা
হে হে তোকে
জীবন তো ফুরিয়ে এলো
এইবার পাঠশালা খুলে গেলে
ফের ভর্তি হয়ে নিবি
নেতা তো হয়েই আছিস
মানুষ কবে হবি ?

---- স্প্যানকড

১২ ফেব্রুয়ারী ২২।

ভালো থাকবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: বাহ , বাহ -------

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: এরা সংগ্রাম করে টিকে থাকবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: টিকেইত আছে --------------------------

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন সংগ্রাম চলবেই। খেটে খাওয়া মানুষদের ভালোবাসি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

সোহানী বলেছেন: আহারে জীবন.........

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: বেশ কষ্ট লাগছিল ওখানে দাড়িয়ে থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.