নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আহা , রিয়াল ভ্যালেন্টিন -------

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৫





ঘটনা‌টি ১৪ বছর আ‌গের। হঠাৎ এক‌দিন রওশন‌কে দে‌খে মুগ্ধ হন সো‌হেল। খোঁজ নি‌য়ে জান‌তে পা‌রেন মে‌য়ে‌টি হাঁট‌তে পা‌রেন না। জানার পর সো‌হে‌লের মুগ্ধতা আ‌রো বেড়ে যায় রওশ‌নের প্রতি। শুরু হয় প্রেম। প্রেমের বিষয়‌টি জে‌নে স্বজনরা রওশন‌কে ব‌লে‌ছিল প্রেম শেষ হ‌য়ে গে‌লেই পা‌লি‌য়ে যা‌বে ছে‌লে‌টি। স্বজন‌দের এ ভাবনাটা যে অমূলক ছিল তা কিন্তু নয়। কার‌ণ চারপা‌শে ঠুন‌কো বিষ‌য়ে তারা শেষ হ‌য়ে যে‌তে দে‌খে‌ছে অ‌নেক মজবুত সম্পর্কও। সেইসব অ‌ভিজ্ঞতা থে‌কেই রওশন‌কে স‌াবধান ক‌রেছি‌লেন তারা। কিন্তু শেষ পর্যন্ত স্বজন‌দের ভাবনার উ‌ল্টোটা ঘ‌টে‌ছে। প্রেমিকা রওশন‌কে বি‌য়ে ক‌রে‌ছে সো‌হেল। ১৪ বছ‌র ধ‌রে তারা মুগ্ধতার স‌ঙ্গে সংসা‌র কর‌ছে।তা‌দের ঘ‌রে এখন ফুটফুটে এক‌টি মে‌য়ে। ১৪ বছর ধ‌রে স্বামী সোহে‌লের পিঠের সঙ্গী রওশ‌ন। স্বামীই তার প্রধান বাহন। যে‌কো‌নো জায়গায় স্বামীর পি‌ঠে উ‌ঠে চ‌লে যায় রওশন। এ সমা‌জে বহু বুক ভরা ভা‌লোবাসা নি‌শি‌ষেই শে‌ষ হ‌তে দে‌খে‌ছি আমরা। কিন্তু ১৪ বছর হ‌লো পিঠ ভরা ভা‌লোবাসায় ক্লান্ত হ‌তে দে‌খি‌নি এক পুরুষ‌কে। স্ত্রী হি‌সে‌বে রওশ‌নের ম‌তো ভাগ‌্যবান এবং স্বামী হি‌সে‌বে সো‌হে‌লের ম‌তো ভরসার পুরুষ এ সমা‌জে এখন নেই বল‌লেই চ‌লে। আজীবন ভা‌লো থাকুক ওরা।

ঢাকা পোস্ট থেকে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:


আপনি আসল ভালোবাসার একটা খবর দিলেন, পরিবারটির জন্য শুভকামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



এই পরিবার কোথায় থাকেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: ঢাকা পোস্ট এ লিখেছে ময়মনসিংহ ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০১

জোবাইর বলেছেন: প্রকৃত প্রেমিক-প্রেমিকার জন্য কোনো নির্দিষ্ট দিনে ভালোবাসা দিবস পালনের প্রয়োজন নেই। এদের জীবনে প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: একটা বিশেষ দিন থাকলে ক্ষতি কি । ব্যাস্ত জীবনে একদিন না হয় ব্যায় করলেন বিশেষ ভাবে ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

এম এ হানিফ বলেছেন: সত্যিকারের ভালোবাসা কখনো পথ হারায় না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই --------------------

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৩

মনিরা সুলতানা বলেছেন: আশা জাগানীয়া গল্প!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: কি ত্যাগ , কি ভালোবাসা !

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩১

সোবুজ বলেছেন: এক জনের প্রতি আরেক জনের কর্তব্য বোধই ভালবাসা।একটু সহানুভূতি একটু দায়িত্ব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১

সাগর শরীফ বলেছেন: সুন্দর! ভাল থাকুক তাদের ভালবাসা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: তাই হোক তবে

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৬

সাইবার সোহেল বলেছেন: এই খবরটি আজকে যমুনা টিভি প্রচার করেছে। সেখান থেকেই লোকটির নিজ মুখে জানলাম যে, ১০টাকার নোটের মধ্যে লোকটি মহিলাটির নম্বর পেয়েছিলেন। সেখান থেকেই আলাপ তার থেকে পরিণয় ও বিয়ে। তিনি তার চাকরীও ছেড়েছেন এবং একটি টং দোকান দিয়েছেন যাতে তিনি তাঁর স্ত্রীকে আরও বেশী সময় দিতে পারেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: আমি ঢাকা পোস্ট থেকে পেয়েছি । ধন্যবাদ না জানা ঘটনা প্রকাশের জন্য ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৫

নেওয়াজ আলি বলেছেন: আপনি কেমন করে কাটালেন এই দিনটা। শুভেচ্ছা আপনাকে

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: ঘুমাইয়া , পিঠা খাইয়া কাটাইছি ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: জয়তু ভালবাসা।

এমন মানুষ ও ভালবাসা এখনো টিকে আছে বলেই দুনিয়া এখনো এত সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম আসলেও তাই । মহিলা খুব সুশ্রী হে হে হে

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখে চোখে পানি এসে গেল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: বিজয়ী পুরুষ ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: বেচে থাকুক তাদের প্রেম

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: টিকে গেছে মনে হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.