নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা মুখোপাধ্যায় চলে গেলেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৭



চলে গেলেন আধুনিক বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ মঙ্গলবার ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।গত ২৬ জানুয়ারি সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা। পরের দিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। ঘটনাচক্রে এর দুদিন আগেই রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’, ‘মধুমালতি’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তুমি না হয়’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘যমুনা কিনারে’সহ অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

সোবুজ বলেছেন: তার গান শুনেই বড় হয়েছি।স্কুলের টিফিন টাইমে আধাঘন্টার একটা আধুনিক গানের অনুষ্ঠান হতো আকাশবাণী কলকাতা থেকে।শেষ গানটা গাইতো সন্ধ্যা।সবাই তার পছন্দের গানটার কথা বলতে।যারটা কমন পড়তো সে যেন বিরাট কিছু একটা জয় করলো।এমনি করে কেটেছে আমাদের ছেলে বেলা।আজ তার মৃ্যুতে গভীর শোক প্রকাশ করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: পুজোর সময় মাইকে শুনতাম । ৭১ সালের পুরোটা শুনেছি । ক্যাসেট , ইউটিউব সবসময় চলে । তার অভাব খুব ফিল করব ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: কণ্ঠের কারুকাজে তিনি ছিলেন অনন্যা। মাত্র কয়েকদিনের ব্যবধানে লোকান্তরিত হলেন বাংলা গানের দুই উজ্জ্বল নক্ষত্র।
তাঁর শান্তি কামনায়----

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: দুজনেরি বয়স হয়েছিল , রোগ শোক ছিল । লতা , সন্ধ্যা যা দিয়ে গেছেন তা অপূরণীয় ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



কোটী কোটী বাংগালী উনার অনুপস্হিতে উনার গান শুনবেন হাজার বছর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: এরকম আকর্ষণীয় অদ্ভুত কণ্ঠ আর কারো ছিল না । প্রার্থনা

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তিনি অনেক কাল বেঁচে ছিলেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: কিছুদিন আগে মান্না দে'র সাথে যৌথ গাইলেন । কি চমৎকার কণ্ঠ ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

বিটপি বলেছেন: গায়ক গায়িকারা এত দীর্ঘ জীবন পায় কেন? তারা জনপ্রিয় সব গান তরুণ বয়েসে গায়। এত বয়েস পর্যন্ত বেঁচে দুনিয়ার কি উপকারে আসে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: কি জানি কি উপকার হয় জানিনা তবে অপকার কিছু হতে শুনিনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.