নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কংগ্রাচুলেশন আফিফ - মিরাজ

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬



মনটা ভেঙ্গে গিয়েছিল ৫- ৪০ রানে । হাটতে বেরুলাম । আজকের আবহাওয়া চমৎকার ছিল । আধা ঘণ্টা পরে এসে আবার টি ভি খুলে দেখি কি সর্বনাশ !! বাংলাদেশ ১৮০ করে ফেলেছে , সাঙ্ঘাতিক ! কারা এরা ? আফিফ আর মিরাজ । নাহ নাম শুনিনি । খুব গর্বিত আমি । আগের রেকর্ড কি ছিল ? বিশ্ব রেকর্ড জুটি এখন আফিফ-মিরাজের। আফগানিস্তানের বিপক্ষে আজ তাঁরা গড়েছেন অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি। এর আগে এ রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস ওকসের। ২০১৬ সালে নটিংহ্যামে শ্রীলঙ্কার বিপক্ষে ওকস-বাটলার করেছিলেন ১৩৮ রান। ওয়ানডেতে যে কোনো ইনিংসে সপ্তম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটিটি বাটলার ও আদিল রশিদের, ২০১৫ সালে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪৫ বা কম রানের মধ্যে ৬ উইকেট হারানোর পরও জয়—এমন ম্যাচে এর আগে সর্বোচ্চ জুটিটি ছিল ৫৫ রানের। সেটিও ১৯৭৫ সালের। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রান তাড়ায় ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া জিতেছিল গ্যারি গিলমোর ও ডগ ওয়াল্টার্সের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে। মিরাজ-আফিফের জুটি আজ ছাড়িয়ে গেল সেটিকেও।

এরাই আগত দিনের ক্রিকেট নায়ক ।

জয়বাংলা ।।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



দেখিয়েন, প্রেসার যেন বেড়ে না যায়!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: নাহ , রিভোট্রিল খাইত , মেজাজ ঠাণ্ডা থাকে । :-/

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: অবিশ্বাস্য সাফল্য!
অভিনন্দন আফিফমিরাজকে।
আপনার স্বপ্ন সফল হোক- "এরাই আগত দিনের ক্রিকেট নায়ক"!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫

শাহ আজিজ বলেছেন: তাই হোক ভাই----------------

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

ঈশ্বরকণা বলেছেন: এরাতো দেখি ঠিকঠাক বল বেছে বেছে মারার বল মেরে, ছাড়ার বল ছেড়ে খেললো ! এদের দুইজনকেই ইসির সদস্য করা হোক আর একজনকে সিইসি করা হোক । তাহলে দেখে শুনে বেছে বেছে পচা আপেলগুলো (ব্যাড পিপল) প্যাভিলিয়নে রেখেই ঝুড়ি (নির্বাচন কমিশন) আগলে দক্ষতার সাথে (নিরপেক্ষতার সাথে) খেলাটা (আগত জাতীয় নির্বাচন) স্বরণীয় করে রাখতে পারবে । কংগ্রাটস আফিফ আর মিরাজ !!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: :P =p~ :P =p~ :P =p~ :P =p~



:`> ছিঃ এভাবে বলতে হয় না ----------------------

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা এক কথায় চমৎকার!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , একটা নাড়া দিয়ে গেছে দুইজন ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১

সোবুজ বলেছেন: ক্রিকেট খেলোয়ারদের মধ্যে ইমরান খান সহ চার পাঁচ জনের নাম জানি।খেলাটাও ভাল বুঝি না।খেলার প্রতি মনোযোগের অভাব। আমাদের খেলোয়াড়রা কিছুদিন পরেই চুপসে যায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: ভাল একজন দর্শকের সাথে বসে খেলা দেখুন , বুঝে যাবেন ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৫

জ্যাকেল বলেছেন: এই একদিন দেখিয়া দিয়াছে, পরে এক নাগাড়ে হতাশ করতে থাকবে। এই হইল সংক্ষেপে বাংলাদেশের ক্রিকেট।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

শাহ আজিজ বলেছেন: খেলোয়াড়দের একটা স্পীড থাকে যা ৩০ এর পর কমতে থাকে । আশা করছি ভাল করবে ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

ফয়সাল রকি বলেছেন: খেলা দেখার সুযোগ পাইনি, মাঝে মধ্যে স্কোর শুনেছি দুয়েকবার। তবে কখনো সাহস করে আশাবাদী হতে পারি নি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

শাহ আজিজ বলেছেন: দমাদ্দম আউট হতে লাগলে হাটতে চলে গেলাম । ফিরে দেখি যাদুকর সব পাল্টে দিয়েছে ।


শেষটুকু খুব টেনশন নিয়ে উপভোগ করেছি।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: এই হলো সমস্যা
আগে সিরিজ শেষ করুক।
(খেলা ওদের পেশা ,ভালোতো করতেই হবে )

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: হুম - আসলেও তাই

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন কারণে খেলা দেখিনি কে জানে। জিতার খেলা দেখলে ভালো লাগে :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩

শাহ আজিজ বলেছেন: কাল খেলার শেষের অংশ খুব উত্তেজনাময় ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.