নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভাড়াটে সৈন্যের বাজার

০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:১৯



উভয়েই ভাড়াটে সৈন্য খুজছে বিবিধ জায়গায় । রাশিয়া এজেন্ট লাগিয়েছে সিরিয়ায় আর ইউক্রেন অবশ্য বলেনি তবে বাদামি গায়ের রঙের সেনা দেখা গেছে । আমরা এবার দেখব ভাড়াটে সৈন্য কিভাবে একে অপরকে পরাজিত করে। ব্রাজিল ও তার আশপাশ থেকে ভাল পেশাদার স্নাইপার শুটার আনছে রাশিয়া । আর লিবিয়া , আলজেরিয়া , তিউনিশিয়া এবং আফ্রিকার পুরো সেনা বাজার তো রয়েই গেছে । ইউক্রেনের সেনা দম্পতি বর্ডারেই উন্মুক্ত আকাশের নিচে বিয়ে সেরে নিল । ভাড়াটে সৈন্যের যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং ওয়ার মেশিন চালু থাকবে । এখনই মন্তব্য নয় তবে ইউক্রেন আরেকটি ইরাক এবং রাশিয়া আরেক পিস লিবিয়া যে হবে তা নিশ্চিত । মস্কোতে যুদ্ধ বিরোধী সমাবেশ বেশ শক্ত । ইউক্রেনের দেড় মিলিয়ন শরণার্থী বর্ডার ক্রস করে পোল্যান্ড সহ আশপাশের দেশে ঢুকেছে । ট্র্যাম্প মার্কিনীদের বুদ্ধি দিয়েছে চীনের পতাকা একে আমেরিকান বিমান রাশিয়ায় বোমা ফেলুক , দারুন বুদ্ধিমান তো ।
আমরা একটা সেনা হাট বসাতে পারি । তেলের মত চড়া দামে বেচা কেনা খারাপ হবে না । এতো ক্যাডার আমাদের দেশে শুধু পোশাক পরিয়ে দিলেই হবে । অস্ত্র সবাই চালাতে পারে । আফগান তালেবান তো বসেই আছে , ভেবে দেখবেন ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৬

সোবুজ বলেছেন: আমেরিকা শিরিয়া থেকে আইএসকে পাঠাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে।

০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৫২

শাহ আজিজ বলেছেন: হতে পারে । ভাড়াটে হিসাবে খাটবে আর নগদে কামাবে , খারাপ কি ।

২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



ন্যাটো ইষ্ট ইউরোপেই পাবে।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: বলা হচ্ছে সিরিয়াই বেস্ট ।

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: যতযাই বলেন, ট্রাম্পের বুদ্ধি ভালো লেগেছে ;)

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: মাথা নষ্ট ।

৪| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০০

এইচ তালুকদার বলেছেন: ভাড়াটে সৈন্য বা মার্সেনারির আন্তজাতিক বাজার মাল্টি বিলিয়ন ডলার এর

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: হুম , গুন্ডা ভাড়া করার মত ব্যাপার ।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি বড় মিয়া হেরে গেলে কি উপায় হবে?

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: কিচ্ছু হবে না , আবার উঠে দাঁড়াবে ।

৬| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১২:১১

গরল বলেছেন: তাদের দেশাত্ববোধ এ আমি অভিভূত, কেউই নিজের দেশের লোক যুদ্ধে মারা যাক এটা চাচ্ছে না।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: এই অভ্যাসটা যুদ্ধবাজ রাষ্ট্রগুলোকে খারাপ দিকে নিয়ে যাবে ।

৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১২:৩১

নাহিদ ২০১৯ বলেছেন: ট্রাম্প পরেরবার আবার আসতেছে আমেরিকার গদিতে

০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: আসুক , কয়েকটা জোকার ফোঁকার না থাকলে মানুষ এনটারটেইনড হবে কি করে ।

৮| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার ট্রাম্প ভাইয়ার চায়না পতাকা ইউজ করার খবরটা প্রথম যেদিন শুনি, এটা ফান মনে করেছিলুম। আপনার পোস্ট পড়ে ইন্টারনেটে সার্চ দিলাম। যা পেলাম :)

The Post reported that Trump told donors that the US should take F-22 jets and "put the Chinese flag on them and bomb the shit out" of Russia.

Trump added: "And then we say, China did it, we didn't do, China did it, and then they start fighting with each other and we sit back and watch."

The crowd laughed at Trump's remarks, the Post reported, citing a recording of the speech.

সূত্র :)

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আমিও নামী পত্রিকায় পড়ে কনফার্ম করে লিখেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.