নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ওয়ালী, ভয়ঙ্কর এক স্নাইপার

১২ ই মার্চ, ২০২২ রাত ৯:২৮



দ্য মার্কসম্যান
বিশ্বের ভয়ঙ্কর এক স্নাইপার ।বয়স মোটে তার চল্লিশ। আর্ন্তজাতিক মহলে যিনি পরিচিত ‘ওয়ালি’ নামে।
জন্ম কানাডায়। তিনি রয়্যাল কানাডিয়ান ২২ রেজিমেন্টের সদস্য। দুই মাইল দূর থেকে নিশানা তাক করে অব্যর্থ গুলি ছুড়তে দক্ষ সে। এটি সবচেয়ে দূর থেকে চালানো স্নাইপার গুলি হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছে।
এমনকি এক দিনে একাই শত্রুপক্ষের ৪০ সদস্যকে স্নাইপারের গুলিতে খতম করেছিলেন ওয়ালি।আফগানিস্তানে ২০০৯-২০১১ সালের মধ্যে, একটি কানাডিয়ান ইউনিটে যুক্ত ছিল ওয়ালী । 2015 সালে, তিনি ইরাকে এসেছিলেন "আইএসআইএস" এর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তারপর তিনি সিরিয়া যান এবং কুর্দিদের সাথে আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধ করেন। ওয়ালী ঠিক কখন ইউক্রেন পৌঁছেছেন তা জানা যায়নি কিন্তু চারজন রাশান জেনারেল খতম হবার পর বিজ্ঞজনেরা ধারনা করছেন এ কাজ ওয়ালীর । ওয়ালী একই সাথে আরও অনেক স্নাইপার শুটার ট্রেনিং দিয়ে তৈরি করছেন ।

একমাত্র সন্তান আর স্ত্রীকে কানাডায় রেখে চুপিসারে ইউক্রেন পৌঁছে কাজ শুরু করেছেন । পত্রিকাগুলো বলছে ইতিমধ্যে প্রায় ২ লাখ দুর্ধর্ষ যোদ্ধা ইউক্রেন পৌঁছেছেন ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৩

সোবুজ বলেছেন: কানাডা যুদ্ধে অংশগ্রহন করে নাই।তা হলে সে কিভাবে গেল।ব্যক্তিগত উদ্যোগে

১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: ন্যাটোর ছোট ছোট ইউনিট ছিল । সবচে বড় বাহিনী ছিল আমেরিকার ।

২| ১২ ই মার্চ, ২০২২ রাত ১০:১৪

সোবুজ বলেছেন: ন্যাটোর ছোট ইউনিট কি ঘোষণা দিয়ে যুদ্ধে যোগদান করছে।

১৩ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩২

শাহ আজিজ বলেছেন: আপনি আফগান ওয়ার উইকিতে দেখুন ।

৩| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা ওয়ালির নিকনেইম। তার আসল নাম কখনো প্রকাশ করা হয় নি। আপনার পোস্ট পড়ে সার্চ দিলাম। পেলাম এটা এবং ওটা

১৩ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: একজন ভাড়া খাটা খুনি আসল নাম ব্যাবহার করে না । ছবিগুলো তার কিনা সন্দেহ আছে ।

৪| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: একসময় এলাকায় এয়ারগান দিয়ে বেলুন ফুটানোয় বেশ নাম ছিলো আমার। আমাদের শহরের চিড়িয়াখানায় নতুন এমিউজমেন্ট পার্ক শুরু হলো, সেখানে শুটিং গেম ছিলো, মধ্যেখানে লাগাতে পারলে কোকাকোলার একটা ক্যাপ আর একটা টিশার্ট পাওয়া যেতো। একদিনে আমি ৭বার পুরুস্কার জিতেছিলাম।

মনে এক সময় স্বপ্ন দেখতাম যে এমন স্নাইপার হবো! কিন্তু কখনোই ঐ এয়ারগানের বাইরে যাওয়া হয়নি।

স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো, ওয়ালি নাম করে গেলো!

১৩ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: বেলুন ফুটো করায় আমার হাত বেশ ভাল । আমি বেলুনয়ালার যত বেলুন ফুটো করি উল্টো তাকে তত পয়সা দিয়ে দিই । আমাদের বন্দুক ছিল । মুক্তিযুদ্ধ শেষ হলে রাইফেলে প্রাকটিস করেছি , আমি একজন জুনিয়র ক্যাডেট ।

৫| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৫

স্প্যানকড বলেছেন: বাগদাদ স্নাইপার এর নাম শুনেছেন যিনি মার্কিনীদের ঘুম হারাম করে দিয়েছিল। সে দেখেন রাশিয়ার হয়ে নামে কি না ! যুদ্ধ শেষ হচ্ছে না অত সহজে। ইউরোপের ভেতর আরেকটা ফিলিস্তিন ইসরায়েল পয়দা হলো। যা মনে হয় প্রকৃতির প্রতিশোধ স্বরুপ। ভালো থাকবেন।

১৩ ই মার্চ, ২০২২ ভোর ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: অনেকেই এখন ইউক্রেনে ভাগ্য বদলের জন্য । এদের হিসাব কিতাব আলাদা । আমেরিকা তার স্বার্থে ইউরোপ ওয়ার ম্যাশিন চালিয়ে যাবে । জার্মানিকে খুব হিংসা আমেরিকার তাদের অসাধারন উন্নতির জন্য । হুম , এই যুদ্ধ প্ললম্বিত হবে । রাশিয়ার হয়ে অনেকেই আগ্রহ দেখাবে না , যাবে ইউক্রেন , কারন ইউক্রেনের পেছনে প্রায় সবার সমর্থন আছে , মালকড়ি পাওয়া যাবে । মস্কো হয়ত লেনিনের কিতাব ধরিয়ে দেবে ।

৬| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৫

শেরজা তপন বলেছেন: এগুলো তাঁর ছবি হবার কথা নয়! চরম গোপনীয়তা ছাড়া এই পেশা রক্ষা করা কঠিনতর

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: কেউই তার আসল চেহারা দেখেনি ।

৭| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: এসব জায়গায় মানবতা লংঘন হয়না।

এ জন্য ভাই বলে, " কৃষ্ণ করলে লীলা আর সাধারন মানুষ করলে হয় পরকীয়া"।

১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

কালো যাদুকর বলেছেন: কামরুজজামান ঠিকই বলেছেন ৷ একই কাজ অন্য প্রেক্ষাপটে করলে বলা হয় সন্ত্রাসী ৷ বিশ্ব রাজনীতি কেবলই একমুখী স্বার্থপর ৷

১৩ ই মার্চ, ২০২২ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: যার দৃষ্টিতে যেমনটি ধরা পড়ে । আমরা ৭০ এর শেষদিকে খুব মস্কোপন্থী হয়ে গেলাম । আফগানিস্তান গ্রাস করলে আমি পিছু হটলাম । এরপর সশরীরে চীনে এক যুগ থাকলাম , কমিউনিজম উবে গেল , উৎপাদন হচ্ছে মোদ্দা কথা , এই দর্শন নিয়ে আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.