নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চীনে বিমান দুর্ঘটনা

২২ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৩



চায়না ইস্টার্নের প্লেনটি খুন্মিং হতে গুয়াংচৌ যাচ্ছিল । এটা ঢাকা থেকে খুন্মিং যাতায়াত করে থাকে । আমি অনেক দফা এই চায়না ইস্টার্নে যাতায়াত করেছি । কাল বিকেলে লাইভ টি ভিতে দেখাচ্ছিল বেশ দ্রুত গতিতে একটা লম্বা কিছু নোজ ড্রাইভ দিল । নাসা পুরো বিষয়ের ছবি চীনকে প্রায় সাথে সাথেই সরবরাহ করেছে । ১৩২ জন যাত্রী আর ক্রু কেউই বেচে নেই । মৃতদেহের ছবির ব্যাপারে সম্ভবত কঠোরতা নিয়েছে সরকার । পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার ফলে দমকল বা উদ্ধারকর্মীদের পৌছাতে বেশ বেগ পেতে হয়েছে । সরকার ১৩২ জনের আপনজনের সাথে যোগাযোগ করেছে । আশ্চর্য হচ্ছে তন্ন তন্ন করে খুজলেও এর ব্লাক বক্স এখনো পাওয়া যায়নি । আমি বিশারদ নই তবে ডাইভ দেয়ার ব্যাপার দেখে মনে হয়েছে ইঞ্জিন পূর্ণ গতিতে চালু ছিল । কেউই বলতে পারছেন না ঠিক কি কারনে এই দুর্ঘটনা । কারা মারা গেছে সরকার তা প্রকাশ করেনি । গুয়াংচউ এয়ারপোর্টএ অপেক্ষামান আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন , এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয় সেখানে ।

প্রার্থনা মৃত স্বজনদের জন্য ।

আপডেট- সরকার দুর্ঘটনা স্থানের কাছাকাছি সব হোটেল বুকিং দিয়েছে মৃতদের স্বজনদের অবস্থানের জন্য । প্রায় ৭০০ রুম এতে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০৫

ইন্দ্রনীলা বলেছেন: মর্মান্তিক।
খুব খারাপ লাগে।

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: প্লেন দুর্ঘটনা উপায়হীন একটা ব্যাপার ।

২| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৫

জগতারন বলেছেন:

So Sad!
My prayer to them!

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা অন্যদেশের জন্য কান্নাকাটি করি, কিন্তু নিজের দেশের অবস্থা চোখে পড়েনা। হাই দূর্ভাগা!

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: না , এমনটি নয় , কাদি সবার জন্য । ঈশ্বর আমাদের বুকের ভেতর খুবই স্পর্শকাতর একটি হৃদয় ভরে দিয়েছিলেন ।

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ১০:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু যান্ত্রিক গোলযোগে এমনটা হওয়ার কথা না।
তদন্তকারিদের সাবোট্যাজ, বা পাইলটের সমস্যাও বিবেচনায় নিতে হবে। যেমনটা মালয়েশীয়ান এয়ারলাইনসে ঘটেছিল।

২২ শে মার্চ, ২০২২ রাত ১০:২৯

শাহ আজিজ বলেছেন: এই বিষয়টা আমার মাথায়ও ঘুরপাক খাচ্ছে । যা হোক কদিনেই আসল তথ্য বেরিয়ে আসবে শুধু ফিরবে না ১৩২ জন নিরাপরাধ মানুষ ।

৫| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: দুখঃজনক ঘটনা

২৩ শে মার্চ, ২০২২ সকাল ৮:০২

শাহ আজিজ বলেছেন: ১৩২ টি পরিবার তাদের স্বজনদের হারিয়েছে , মর্মান্তিক ।

৬| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ বিমানগুলোর কিছু ম্যানুফ্যাকচারিং এরর আছে বলে কেউ কেউ বলছেন। এ বিমানের দুর্ঘটনার রেকর্ড কেমন? এটা নিয়েও আলোচনা হচ্ছে।

মৃতদের জন্য প্রার্থনা। এমন হৃদয়বিদারক ঘটনা সহ্য করা খুব কষ্টকর।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: বোয়িং এর এই সিরিজে কোন ত্রুটি আছে কিনা জানা যায়নি বা চীনারা কিছু বলেনি । সময় গেলে সব বেরিয়ে আসবে ।

৭| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩৬

নিমচাঁদ বলেছেন: এই বোয়িং এর পরের সিরিজ ম্যাক্স নিয়ে ম্যানুফ্যাকচেরিং ঝামেলা ছিলো। ইথিওপিয়ান এবং আরো একটা এয়ারলাইন্সের প্লেন কয়েকবছর আগে এভাবেই "ষ্টল" হয়ে নীচে পড়ে ধ্বংশ হয়। তবে এই সিরিজ নিয়ে ঝামেলা এই প্রথম।
একই সিরিজের ১০৯ টি প্লেনকে বর্তমানে গ্রাউন্ডেড
রাখা হয়েছে।
এয়ার ক্রাশ ইনভেষ্টিগেশনের আগের কিছু ঘটনা অনুযায়ী ধারণা করা যায়, রাডারের সংক্রান্ত কোন সফটওয়ারের ত্রুটি থেকে প্লেনের ষ্টলের ইস্যুটা আসতে পারে।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: কিছুদিন আগে আরেকটি দুর্ঘটনায় বোয়িং এর সেই সিরিজের সব বিমান প্রত্যাহার করা হয়েছিল । এম ইউ র সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

৮| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: নিয়তি যেভাবে লেখাছে তাই হয়েছে মহান আল্লাহ সকলকেই শান্তি দান করুণ আমিন দাদা
কেমন আছেন কতদিন হলো দেখা হয় না বই মেলা গেলো সেই নক্ষত্র ব্লগে দেখা তারপর আর দেখা নেই
দোয়া করি ভাল থাকবেন---------

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: আমার হাঁটু ক্রাশ করে গেল চার মাস বাড়িতেই আছি । উন্নতি হয়েছে , ভাল আছি ।

৯| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩০

ফয়সাল রকি বলেছেন: বোয়িংগুলোর সমস্যার দিনে দিনে প্রকট হয়ে উঠছে।
খুবই মর্মান্তিক।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম , বোয়িং বড় ধরনের ধরা খেয়েছে ।

১০| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুঃখজনক ঘটনা। অনেকেই হয়তো পথে বসে যাবেন।

২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: আমরাও সমব্যাথী আপনার সাথে।

১১| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০২

বংগল কক বলেছেন: শাহ পাজিজের ব্লগে মাল্টি- আক্রমণ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.