নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেনিয়ান শিল্পী ইউরি প্রিয়াদকো

২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০২





ইউরি প্রিয়াদকো ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে ১৯৮০ জন্ম গ্রহন করেন । চারুশিল্পে স্বশিক্ষিত ইউরি ২০০৪ থেকে কিয়েভ শহরে বাস করছেন এবং তৈলচিত্র আকাআকিকে পেশা হিসাবে গ্রহন করে বেশ কটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন । এই মুহূর্তে তিনি কিয়েভে আছেন অন্যান্য আরও শিল্পীদের সাথে এবং তারা কিয়েভ ছাড়তে রাজী নন । রিয়ালিজমে অসাধারন দক্ষতা প্রয়োগ করে তিনি ইউরোপে একজন প্রথম শ্রেনির শিল্পী হিসাবে বিবেচিত। আসুন আমরা তার কিছু শিল্পকর্ম দেখি ।















ইউরি প্রিয়াদকো ।।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশ আর পরিবেশের সাথে সাথে চিত্রকর্মের ধরন কেমন পালটে যায়।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: বেশ সবুজ আর পানি বেষ্টিত হওয়ায় খুব ভাল লাগলো এই স্বশিক্ষিত শিল্পির কাজ ।

২| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫

সোবুজ বলেছেন: অসাধারন সব ছবি।কিয়েবে আর প্রবেশ করবেনা রাশান আর্মি।তারা পিছু হটছে।তাদের বক্তব্য,প্রথম দিকের উদ্দেশ্য সফল।ক্ষয় ক্ষতির তুলনায় লোক মারাগেছে তুলনামূলক কম।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: রাশানরা বুঝে গেছে মানুষ হত্যা করে জয়ী হওয়া যায় না । একজন মার্কিন প্রেসিডেন্ট একেবারে দোরগোড়ায় তাদের স্তম্ভিত করেছে । পুতিন বুঝেছে পাটকেলটা বেশ জোরদার হবে তাই সরে পড়াই উত্তম । একটা এয়ার বোর্ণ ডিভিশন দোরগোড়ায় এবং তারা কি করতে পারে এই সাবেক কে জি বি প্রধানের ভালই জানা আছে । প্রথম দিকের উদ্দেশ্য সফল একটা ভুয়া শ্লোগান । পুরো ইউক্রেনের ধ্বংসস্তূপের দাম চুকাতে হবে , ৬০০ বিলিয়ন ডলার ।

৩| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৩

হাসান মাহবুব বলেছেন: শিল্পীরাই বাঁচিয়ে রাখবে পৃথিবীকে।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: যুদ্ধের সময় শিল্পীরা আলাদা ভুমিকা গ্রহন করে ।

৪| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর !

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: হুম , আমারও খুব ভাল লেগেছে ।

৫| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

জগতারন বলেছেন:
আমি ইউক্রেনীওদের কান্না দেখে মোটেও বিচলীত নই।
কারণ আমি আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া,
ইরাক,ইয়েমেন, বসনিয়া, আরাকান, লেবানন,
ও কাশ্মীরীও বাচ্চাদের ক্ষত-বিক্ষত লাশ ও
আহাজারি দেখতে দেখতে বড়ো হয়েছি।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: করোনা ভীতি আমাদের আচ্ছন্ন করে রেখেছিল । মনটা খুব নরম আর উষ্ণ ছিল । আফগান ইস্যুতে আমি রিয়্যাকট করেছি তেমনি ইউক্রেন ইস্যু আরও বিশাল ব্যাপার । এতে মন ভিজেছে , আহাজারি করেছি । এর মধ্যেই ইউক্রেন আর্টিস্টরা জিদ ধরে বসে রইল তারা দেশ ত্যাগ করবে না ।

আমি খুব বিচলিত এই ইস্যুতে , বাস্তুচ্যুত , খাদ্যহীন শিশুরা আর তদের পরিজনদের জন্য ।

৬| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:১০

সোবুজ বলেছেন: আমেরিকার নিকট যে ডলার জমা আছে তা বাজেয়াপ্ত করবে।এটাই টার্গেট।এই জমা রাখার সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে বিশ্বকে।সে মহাজন হয়ে বসে আছে।এদিক সেদিক করলেই জমা ডলার বাজেয়াপ্ত।কি সুন্দর মজার খেল।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: আপনি সম্ভবত অন্য কারো পোস্টের জবাব আমার পোস্টে দিয়েছেন ।




তবুও বলি যে কয় হাজার টন সোনা জমা আছে এন ওয়াই তে তা ফেরত পাওয়া মুস্কিল হবে । এরপর কোন মুদ্রা রেফারেন্স হিসাবে ব্যাবহার হবে , কতটুকু বিশ্বাস যোগ্যতার সাথে , এখানেই গোলমাল শুরু হবে । বিট কয়েন ভাল চেষ্টা কিন্তু আধুনিক সময় বুলিয়ন পেমেন্ট সরবগ্রাহ্য । কার এতো বস্তা আছে যে বিট কয়েন টাইনা গান্ম্যান নিয়া ঘরে যাইবেন ।

৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। সুন্দরের পুজারী সব মানুষকে যুদ্ধ ধ্বস করে।

২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪০

শাহ আজিজ বলেছেন: সহমত

৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন । +

২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সুজন

৯| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার শিল্পকর্ম।

শিল্পী কিয়েভ ছাড়তে চাননি জেনে তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০

শাহ আজিজ বলেছেন: আমার জানাশোনা শিল্পিরা কেউই কিয়েভ ছাড়েননি । একজন শুরুতেই চোখের অপারেশন করিয়েছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.