নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কি বিপজ্জনক

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২২





কাল দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিপজ্জনক লঞ্চ চালানোর চিত্র অনেকেই দেখেছেন । দুটি লঞ্চ একে অপরকে আগে যেতে বাঁধা দিতে নদীর মধ্যে শত শত যাত্রী নিয়ে ঠেলাঠেলি শুরু করে । সম্ভবত এটি মৈত্রী সেতুর নিচে হবে। চীনা ভাষায় মন্তব্য করে কেউ একজন পোস্ট করেছেন ভিডিওটি । যাক শেষ মেষ কোন বিপদ ছাড়াই লঞ্চের অশুভ ধাক্কাধাক্কি শেষ হয়েছে । কিন্তু আমরা কেন এই বিপজ্জনক ঘটনাকে সমর্থন দেব । নীরবতাও এক ধরনের সমর্থন । আমার বাসের ডগ ফাইট এর কথা মনে পড়ছে । ১০ নম্বর বাস দুটি পুরানা পল্টন পেরিয়েই একে অপরকে যে ভাবে ধাক্কা দিয়ে গ্লাস চুরমার করছিল তাতে আসলেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম । ড্রাইভারদের মুখে হাসি । এটা ১৯৯৭ সালের কথা , ভোরবেলা । যাব বারিধারা । মালিবাগ পৌছিয়ে তারা ক্ষান্ত দিল এই যুদ্ধের । অল্প কজন যাত্রীর মাঝে আমি একা চিৎকার করেও লাভ হয়নি । নিরাপদের আমেরিকান এমব্যাসির স্ট্যান্ডে নামলাম । পাঠক এরকম ঘটনা এই দেশে অহরহ ঘটছে । এক ট্রাক মালিক আমায় বলেছিলেন এরা সব মাদারিপুর এবং বরিশালের প্রডাক্ট । দুই বাসের প্রতিযোগিতায় এক যুবক হাত পর্যন্ত হারিয়েছিলেন । লঞ্চ এবং বাস (লোকাল) এগুলো সরবচ্চ স্বাধীনতা ভোগ করে । সরকার এবং প্রশাসন নিরব থাকে কি এক অজানা কারনে । পাঠক আপনার প্রতিক্রিয়া কি , জানাবেন । কি ধরনের শাস্তির আওতায় আনলে এই উপদ্রব বন্ধ হবে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত দুর্ঘটনা ঘটতেছে তারপরও এরা সর্তক হয় না

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: কখনো হবেও না ।

২| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব চালকেরা শয়তান।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: এসব শয়তান সাইজ করতে সরকার , হুজুর কেউই এগিয়ে আসে না ।

৩| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: ঢাকা- বরিশাল হাইওয়ে অহরহ এরকম প্রতিযোগিতা হয়। মাদারীপুরের শাহজাহান খানের সার্বিক আর অন্য পরিবহন এরকম প্রতিযোগিতা করে।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: পরিবহন সেক্টরটাকে শাহজাইন্যা খাইয়া ফালাইছে ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

নিহাল আখজার বলেছেন: আমি লঞ্চে উঠতে ভয় পাই।

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩০

শাহ আজিজ বলেছেন: আসলেই ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৮

জ্যাকেল বলেছেন: সরকার বলে যদি কিছু থাকে তবে এইসব হইবার কথা না।

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৫

শাহ আজিজ বলেছেন: আছে আছে শুধু টেন্ডারে

৬| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:


কোন নদীতে?

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১২

শাহ আজিজ বলেছেন: বুড়িগঙ্গা । প্যাসেঞ্জার আগে ওঠানোর জন্য ঘাট দখলের দরকার ।

৭| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব শালার চোর বাটপার দিয়া দুনিয়া ভরে গেছে

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: এক্কেরে , মামা অনেকদিন বাদে ---------------------------------

৮| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২০

গরল বলেছেন: আমরা মারামারি, পাল্লাপাল্লি করি ব্লগে, ওরা করে নদিতে, রাস্তা-ঘাটে। সবাই যার যার যায়গা থেকে সমানে পাল্লা দিয়ে চলেছে।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: :P =p~ =p~

৯| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৪

রোবোট বলেছেন: এই সব লঞ্চচালক বেকুব আর শয়তানের হাইব্রিড।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: উপযুক্ত শাস্তি পেলে সবাই সাইজ হয়ে যায় । ঐ স্পটে সি সি ক্যামেরা আছে তাছাড়া এই ভিডিওটি বড় প্রমান কি বিপজ্জনক ভাবে তারা ধাক্কাধাক্কি খেলছে ।

১০| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬

সোবুজ বলেছেন: দুই ভাই গলা ধরাধরি করে চলছে,দেখতে ভালই লাগছে।বিপদজনক বলছেন কেন।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: দুই ভাইয়ের কোন সমস্যা নেই , বিপদ হচ্ছে হাজার খানেক যাত্রীর জীবন নিয়ে ।

১১| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রায়ই তো এরকম ছবি দেখা যায় কিন্ত সংশ্লিষ্টরা পয়সার আশায় কোন ব্যবস্থা নেয়না।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: দেশের ভেঙ্গে পড়া শৃঙ্খলা ব্যাবস্থা সংস্কারের এখনই সময় ।

১২| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের প্রাণ নিয়ে খেলা করার তামাশা বন্ধ হোক।

০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: আসলেই মানুষের প্রাণ নিয়ে খেলা করার তামাশা বন্ধ হোক ।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭

অগ্নিবেশ বলেছেন: চালকরা যাত্রীদের বেহস্তে পাঠানোর সুবন্দবস্ত করছে, দুঃখ কষ্ট ছাড়া ইহজগতে আর কিইবা আছে? তাই বিচলিত হওয়ার কিছুই নেই। আল্লার মাল যদি আল্লায় নিয়ে যায় এতে চালকেরা দোষী কেন হবে? আর সত্যই দোষী হলে তার শাস্তি তো আল্লা দিবেনই। এটা মুমিনদের অবশ্যই বিশ্বাস করতে হবে। এজন্যই বাংলাদেশে কেউ প্রতিবাদ করে না।

০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

শাহ আজিজ বলেছেন: B-) কেয়া বাত হ্যায় :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.