নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইমরান খানের আকাঙ্খিত হেলিকপ্টার আসেনি এসেছিল অন্য মানুষেরা

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৮



সম্ভবত একটি মিলিটারি ক্যু দেতা ঘটতে যাচ্ছিল পাকিস্তানে যার সঙ্গে ইমরান নিজেও জড়িত ছিল । ইফতারের সময় পাক প্রধানমন্ত্রীর বাসভবন গরম হয়ে ওঠে ইমরানের অনুগত সংসদ সদস্যদের দিয়ে । খানা পিনা আলাপ আলোচনা চলছিল হরদম । স্পিকার এবং ডেপুটি স্পিকারকে বাইরের রুমে অপেক্ষা করতে বলা হল । ইমরান উদ্বিগ্ন হয়ে হেলিকপ্টারের অপেক্ষায় । সেই হেলিকপ্টারে একদল শীর্ষ সেনা জেনারেলরা আসবেন ইমরানকে তুলে নিতে । কিন্তু কোথায় ? এই সত্যটুকু ফাস হয়নি । এলো দুর্ধর্ষ অস্ত্রে সজ্জিত বডি গার্ড নিয়ে দুই ব্যাক্তি । ইমরান হতবাক । তারা পৌনে এক ঘণ্টা আলাপ সেরে আবার কপটারে চড়লেন । ইমরান তার সুটকেস নিয়ে গাড়ি হাকিয়ে নিজের বাসায় চলে গেলেন । কাহিনী শেষ কিন্তু কেউই পরিস্কার বলছেন না । আমি পাকিস্তানিদের স্বভাব জানি । সম্ভবত জেনারেলরা কপটারে ইমরানকে নিয়ে টি ভি ষ্টেশনে একটা ঘোষণা দিয়ে ক্ষমতা কুক্ষিগত করত ।

কাল আরও সংবাদ আসবে যা বেশ তাৎপর্যপূর্ণ । নেওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ নতুন প্রধান মন্ত্রী হবেন প্রায় ঠিক হয়ে আছে । পাক ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রী হিসাবে অনাস্থা ভোটে গদি হারান ইমরান খান।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, সেনাবাহিনী তার পতনের মুল কারণ; তার পক্ষে কাহারা ক্যু করবে?

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: অন্য আরেকটি গ্রুপ কিন্তু তারা আসতে পারেনি প্রোগ্রাম ফাস হয়ে যাওয়ায় । কাল আপডেট দেব ।

২| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



আপডেট দিয়েন; আমার ধারণা, পাকী বাহিনীর মাঝে বিভক্তি ছিলো না আগে!

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে পাঞ্জাবিরাই থাকে । বালুচ , পাঠান বা সিন্ধের সাথে পাঞ্জাবিদের সখ্যতা নেই । ৭১ সালে বালুচ রেজিমেন্ট বাঙ্গালী হত্যা করতে অস্বীকার করেছিল।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫০

কলাবাগান১ বলেছেন: শাহবাজ এবং তার ছেলের দেড় হাজার কোটি টাকা পাচার এর মামলা সোমবারে শুরু হবে....কত বড় দূর্নীতিবাজ!!!!!!!!

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম , এরাই পাকিস্তান লিড দেয় হা হা হা

৪| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৯

আগন্তুক৬৯ বলেছেন: ইমরান খানের কি বিচার হতে পারে। মরিয়ম নেওয়াজ তো সে কথাই বলছে। নাকি ইমরানকে সেফ প্যাসেজ দেওয়া হবে বিদেশে চলে যাবার জন্য। এদিকে পত্রিকায় এসেছে ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি কয়েক টন মুরগী পুড়িয়ে কালো যাদু করেছিলেন যাতে ইমরানের গদই থাকে কিন্তু কাজ হয়নি।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: পাকিস্তানে অসম্ভব বইলা কিছুই নাই । তবে ইমরান রনেভঙ্গ দিয়েছে । ক্রিকেটে তার যতটা কৌশলী রাজনীতিতে নয় । তার আন্তর্জাতিক নাম ধাম আছে । হয়তবা সেফ প্যাসেজ পাবে । পোড়া মুরগী মানেই বি বি কিউ , ইফতারি তাইলে জমজমাট হইছে । হেলিকপ্টারে আসা অজ্ঞাত দুজন হয়ত ইমরানকে আশ্বস্ত করেছে সেফ প্যাসেজ দিতে। বুশরার কালো যাদু এখন সাদা হোয়াইট ওয়াইন ।

৫| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


ক্ষমতার হাতবদল শিখতে পৃথিবীতে এলিয়েন নামলে পাকিস্তানে নামবে।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: হা হা হা । আসলেও ৪৭ থেকে পাকিস্তানের পুরো ইতিহাসই কন্সপিরেসির ইতিহাস ।

৬| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

অধীতি বলেছেন: অপেক্ষায় রইলাম।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৬

Anwar shah বলেছেন: জ্ঞানীগুণীরা বলে উল্টো স্রোতের জয়। আজ হার দেখলাম। তবে আমেরিকার সামনে দাড়িয়ে ইমরান যে সত্য ধৃষ্টতা দেখিয়েছে তা মনে রাখার মতো। আমার মনে হয় পাকিস্তানের ষোলর ঘরের ছেলেপেলেরা ইমরান কে বুকে ধারণ করেছে, অনতিবিলম্বে আবারো ইমরানের জোয়ার আসবে তবে সেবা'রও কি ইমরান টিকে থাকতে পারবে(?) যে জাতি গোলামী শিখে যায় তাকে দায়িত্ব বুঝানো কঠিন।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: ততদিন ইমরান এর স্তামিনা থাকলে হয় ।

৮| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাকিস্তান ক্ষমতা পরিবর্তনের যে দুষ্টচক্রে আটক পড়েছে তা থেকে পরিত্রান এই শতাব্দীতে কেহ দেখে যেতে পারবে কিনা সন্দেহ আছে। এই দেশটির অনেক পোটেনশিয়াল ছিল - কিন্তু মাথামোটা সামরিক কর্মকর্তা ও শঠ রাজনীতিবিদদের অর্থ ও ক্ষমতালিপ্সার কারণে দেশটি সম্পূর্ণ অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: সহমত । এখন আমরা পাকিদের বলতে পারি আয় ব্যাটা কামলা দিয়া যা , তন্দুরি রুটি খিলামুনে ।

৯| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:০৬

গরল বলেছেন: আমার মতে ইমরান খানের প্রধানমণ্ত্রী হওয়ার মত তেমন কোন জনপ্রিয়তা ছিল না। মিলিটারির কারসাজিতেই নির্বাচনে জয়লাভ করেছিল।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: তবুও ইমরানকে এক নামে চেনে সবাই । পাকিস্তানের রাজনীতি সেনা ছাউনি ভিত্তিক এবং অদ্যাবধি মুক্ত হতে পারেনি সেনাডোর থেকে ।

১০| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:২৩

সোবুজ বলেছেন: তার সম্পর্ক্ মন্তব্য করার সময় আসেনি।ঘটনা পরিস্কার না।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: নজর রাখছি বিশ্ব মানচিত্রে কিছু যদি পাওয়া যায় ।

১১| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩

জ্যাকেল বলেছেন: ভন্ডের দল পাকিস্তানে বেশ জনপ্রিয়, বাংলাদেশে এদের হেফাজত নামে ভন্ডামি করতে দেখা যায়। কয়েক কোটি দিয়ে কেনা যায় ইহাদের ঈমান।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

শাহ আজিজ বলেছেন: :P আল্লাহ ছি ছি




দেশে কি হেফাজত আছে /

১২| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

জ্যাকেল বলেছেন: এদের ভিত মজবুত কিন্তু নেতৃত্বের লটর পটর কারণে কোন কূল কিনারা করতে পারতেছে না। পারবার কথা না, এক পাল গরুর সর্দার যদি কয়েকটা নেকড়ে হয় তবে নেকড়েরা নেতৃত্বের বদলে গরু খেতেই থাকবে। বাঘ/সিংহ তাড়ানোর কোশেশ করবে না কক্ষনো।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: সাধারন পাকিরা মিলিটারি বলাৎকার পছন্দ করে :`>

১৩| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০১

বিটপি বলেছেন: আমি তো জানি পাক আর্মিই ইমরানকে ক্ষমতায় বসিয়েছে। তারাই তাহলে ক্যু করবে কেন?

পাক আর্মি মনে হয় ক্যু করার জন্য সব সময় তৈরি হয়েই থাকে!

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: কয়েকদিন আগে ইমরান সেনাবাহিনীর উচ্চপদে কিছু রদবদল করেছিলেন , সেই তারাই কপটারে করে আসার কথা ছিল । কিন্তু তাদের বদলে খোদ ভিলেন হাজির , কে এই ভিলেন জানা যায়নি ।



ক্যু না করলে দুম্বা হজম হয় না ।

১৪| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: অনেক আগেই পাকিস্তানের পোল্টি লেগে গিয়েছে। এক এক সময় এক এক দিকে কেবলা সেট করলে এরকমই হয়।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০২

শাহ আজিজ বলেছেন: কেবলা শব্দটির যথাযথ ব্যাবহার হয়েছে । পাকিস্তানে সেনা নজরদারিতার বাইরে কেউই দেশ শাসন করতে পারেনা । দ্বিতীয়ত পাঞ্জাবীদের গোত্র ভিত্তিক মানসিকতা । প্রশাসনের সর্বত্র পাঞ্জাবি যেমন আমাদের নোয়াখাইল্যা । পাঞ্জাবিরা পাকিস্তানের নোয়াখাইল্যা । যে দিকেই কেবলা সেট করুক না কেন সউদ পরিবার তাদের মুল কেবলা ।

১৫| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

রানার ব্লগ বলেছেন: পাকিস্থানের ক্ষমতায় কে আসবে বরাবরি পাকিস্থানের সেনা বাহিনী ঠিক করে দেয় !!!

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩

শাহ আজিজ বলেছেন: হ্যা সঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.