নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশি অবসানপ্রায় , ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত ।
বন্ধু হও , শত্রু হও , যেখানে যে কেহ রও ,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত ।
আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
অন্তরে আমার ,
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
ভুলিব আবার ।
তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
অধমের করিয়ো বিচার ।
আজি নব-বরষ-প্রভাতে
ভিক্ষা চাহি মার্জনা সবার ।
আজ চলে গেলে কাল কী হবে না-হবে
নাহি জানে কেহ ,
আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
আজিকার স্নেহ ।
যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে ,
অন্ধকারে ঢেকে যায় গেহ —
আজ এসো নববর্ষদিনে
যতটুকু আছে তাই দেহ ।
রবীন্দ্রনাথ ঠাকুর
১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
২| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০
গরল বলেছেন: শুভ নববর্ষ ব্লগের সবাইকে।
১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
৩| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০
মোহাম্মদ গোফরান বলেছেন: ডিমের ছবিটি বেশ আকর্ষণীয় করেছে পোস্টকে।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: ডিম নয় ডিম নয় ------ মিষ্টি মিষ্টি
৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩
পাঠক০০৭ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। কত দিন বাংলাদেশের নববর্ষ দেখি না।
বিদেশে আইসা কামলা দিতাছি।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: দুঃখ কোথায় রাখি । আমাদের প্রবাসে দুতাবাসে পালন করতাম জমিয়ে ।
৫| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: শুভনববর্ষ ১৪২৯
৬| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫
সোবুজ বলেছেন:
নব বর্ষের শুভেচ্ছা ।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: শুভনববর্ষ ১৪২৯
৭| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে বাংলা নতুন বর্ষের আন্তরিক
শুভেচ্ছা। সবাই ভালো থাকুন নতুন
বছরে।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: শুভনববর্ষ ১৪২৯
৮| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৯
কাছের-মানুষ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: শুভনববর্ষ ১৪২৯
৯| ১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৩
শেরজা তপন বলেছেন: ভাবলাম আপনি কবিতা লেখা শুরু করেছেন নাকি !!
শূভ নববর্ষ - ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
১৪ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: না না ওটা ঠাকুর পো লিকেছে
শুভনববর্ষ ১৪২৯
১০| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪২
জুল ভার্ন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮
শাহ আজিজ বলেছেন: শুভনববর্ষ ১৪২৯
১১| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০০
জগতারন বলেছেন:
কবির ভাষায় বলিঃ
বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে।
গেল বছরের যা কিচু ছিল আশাজাগানিয়া,
সাথে থাক।
কষ্টের ছাপগুলো মুছে যাক,
একেবারে।
আশার কলিগুলো ফুল হোক,
ভরে উঠুক আপনার আঙ্গিনা বসুমতি হয়য়ে।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫
শাহ আজিজ বলেছেন: সেই আশায় রই বসে ------------------------------
শুভ নববর্ষ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা