নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ান রণতরী মস্কভা আসলেই ডুবে গেছে

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৩






আপডেট - জেলেনস্কি ডোনবাসে তাদের দ্বিতীয় ফেজ যুদ্ধের ঘোষণা দিয়েছে। চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউক্রেনীয় সেনা যোগ দিয়েছে এই যুদ্ধে ।

ইউক্রেনিয়ান গেরিলা যোদ্ধাদের আক্রমনে মস্কভা রণতরী ধ্বংস হয়েছে। মাত্র দুটি মিসাইল ছুড়ে গোলার মজুদে আগুন ধরাতে পেরে তারা যারপরনাই খুশী । বি বি সি উপরের ছবিটি ভেরিফায়েড নয় বলে মানুষকে বিব্রত করেছে । সন্ধ্যার ওয়াশিংটন পোস্ট কনফার্ম নিউজ জানায় এবং বেচে যাওয়া একজন নৌসেনার মায়ের উদ্ধৃতি দিয়ে জানায় ৪০ জন নৌসেনা নিহত । বিনিময়ে রাশিয়ান বিমান মারিউপুল গাড়ির গ্যারেজে পাঁচটি মিসাইল হামলা করে কিছু সাধারন মানুষকে হত্যা করেছে । রাশিয়া ২৫০০ আটকে পড়া ইউক্রেন সেনাকে আত্মসমর্পণ নচেত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছে । ইউক্রেন সেনারা অস্বীকার করেছে আত্মসমর্পণের । মস্কো বলছে মস্কভা তীব্র ঝড়ে পড়ে এবং তার গোলা বারুদে আগুন লেগে গেলে ডুবে যায় । মস্কভার সব নৌসেনা জীবিত আছে ।
ইউক্রেনিয়ান সেনারা প্রায় দুইশ রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে । ভারত এই মডেলের হেলিকপ্টার কেনার যে চুক্তি করেছে পরিস্থিতি দেখে তা বাতিল করেছে । পুতিনের রক্তের স্বাদ মেটেনি আর তাই এখন সে গনহত্যায় মেতেছে । তার মাটি চাই । চারিদিকে সাধারন নিরস্ত্র মানুষকে ঘর থেকে বের করে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করছে । এতে যেসব এলাকা আক্রান্ত হয়নি তারা এখন বর্ডার মুখী জীবন বাঁচানোর জন্য । আপডেট পাবেন । ছবি বিদেশী পত্রিকা থেকে সংগ্রহ করা আর খবর শুনে লেখা ।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



পুটিন সব সময় ভয়ংকর ছিল.

তবে, রাশিয়ান সৈন্যরা সাধারণ মানুষকে লাইন ধরায়ে হত্যা করার কথা নয়; অনেক ইউক্রেনবাসী হাতে অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ করছে; স্নাইপারেরা এদেরকে সহজ টার্গেট হিসেবে পাচ্ছে।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৫

শাহ আজিজ বলেছেন: পুতিনের মুল ইচ্ছাটা কি তা জানা বড্ড দুস্কর । তারা হত্যা করছে যে ভাবে বলেছি ওভাবেই ।

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



রাশিয়ান সৈন্যরা সাধারণ মানুষকে হর‌্যার কমান্ড দেবেও মা, নেবেও না; এটা আমার ধারণা।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: গত এক সপ্তাহে আক্রান্ত এলাকার হিসাব নিন কত সাধারন মানুষ মারা গেছে রাশিয়ান সৈন্য দের হাতে ।

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:




শেরজা তপন উভয় জাতিকে দেখেছেন, উনি মন্তব্য করলে ভালো হতো।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: শেরজা ঘাপটি মেরে পড়ে আছে কোথাও ।

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



ভলনটিয়ার হওয়ার জন্য পোল্যান্ড হয়ে ইউক্রেন চলে গেলেন নাকি শেরজা?

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: যাইতেও পারে , বিশ্বাস নাই ।

৫| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

সোবুজ বলেছেন: শুধু ডুবেই যায়নি।সাথে সাথে বিশ্ববাসীকেও ডুবিয়ে মারবে।ঐ জাহাজ ডুবার সাথে সাথে রাশিয়ার হিসাব নিকাশ পাল্টে গেছে।ইউক্রেনে থাকবে শুধু পোড়া মাটি।যত অস্ত্রদিবে তত আসবে সবার জন্য ভয়ংকর পরিনতি।একটা মিমাংসার দিকে যেতে যেতে জাহাজ ডুবিয়ে পুরো বিষয়টা উল্টো দিকে মোড় নিলো।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: রণতরী আর নৌ সেনা নিয়ে এখন সন্দেহ দানা বেধেছে । আর্মস মার্কেট নিয়ে সবাই প্রমান চাইছে যে তুমি উপযুক্ত ।

৬| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

কোনেরোসা বলেছেন: এখন ন্যটো এবং রাশিয়া "কুত্তা ফাইট" আরম্ভ করতে পারে। পরিস্থিতি পারমানবিকের দিকে গেলে বিপদ।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: আমেরিকান বুইড়া খুব হিসেবি । কিছুকাল যুদ্ধ টিকাইয়া তারপর দালানের ঠিকেদারি পাইলে যুদ্ধ শেষ । আমার মনে হয়না পারমানবিক ঝুকিতে কেউ যাবে বা নেবে ।

৭| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউক্রেনের জয়ী হওয়া উচিৎ।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫২

শাহ আজিজ বলেছেন: আমিও তাই চাই , হ্যান্ড শেক ।

৮| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: রাশিয়ার লজ্জা হওয়া দরকার! হা হা হা

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: পুতিনের লজ্জা নাই ।

৯| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউক্রেন জয়ী হলে আপনার সাথে কোলাকুলি করতে হবে।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

শাহ আজিজ বলেছেন: ইনশাআল্লাহ ।

১০| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৪

কোনেরোসা বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:১১

অধীতি বলেছেন: ইউরোপে অশান্তি হলে সবার মন খারাপ হয় ক্যান? ইউরোপ ছাড়া বাকি অঞ্চলেও তো মানুষ বাস করে। আমিও চাইনা পৃথিবীর কোথাও যুদ্ধ লাগুক।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: যুদ্ধ একটা অনিবার্য বিষয় মানুষের জীবনে । পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ছে খাদ্য , জায়গা জমি দখলের উদ্দেশ্যে , প্রভাব খাটানো ইত্যাদিতে । এখন লড়ে সম্পদ আহরন আর ঝুঁকিপূর্ণ হলে ।

১২| ১৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৩

জগতারন বলেছেন:
কৌতুক অভিনেতা জেলনস্কি কৌতুক বানিয়ে ফেললো একটা দেশকে!
জেলনস্কিকে প্রেসিডেন্ট বানিয়ে যে ভুল করেছে এর মাধ্যমে ইউক্রেন-এর মানুষ
এ রকম ভুল যেন আর কোন দেশের জনগণ না করে।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: আমি দৃশ্যমান কোন রাষ্ট্রপ্রধানকে দেশ আক্রান্ত হলে অটল বসে থাকতে দেখিনি । প্রায় সবাই পালায় , ঘানি সর্বশেষ উদাহরন । ঘানির দৌড় প্রবাদ প্রতিম । সে হিসাবে জেলেন্সকি অনন্য ।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ভয়ংকর পরিস্থিতি

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: ভয়ংকর পরিস্থিতি ।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৫

সেজুতি_শিপু বলেছেন: যুদ্ধ চাইনা , শান্তি চাই। ভালো থেকো মানুষ ,ভালো থেকো রাশিয়া ।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: সহমত । পুতিনের পতনের সময় আসন্ন । রাশিয়াও ভাঙ্গনের মুখে পড়বে ।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা ভাঁড় প্রেসিডেন্টের জন্য দেশের জনগন ভুগছে।

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৫

শাহ আজিজ বলেছেন: আমার কাছে তাকে ভাঁড় মনে হয়না মোটেও । সে একজন বীর ।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১১

বিটপি বলেছেন: ইউক্রেনের সাধারণ জনগণ রাইফেল নিয়ে দৌড়ে যদি রাশিয়ান বাহিনীর হাতে মারা পড়ে, তারপরেও সে সধারণ জনগনই থাকবে?

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২২

শাহ আজিজ বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের সময় সাধারন মানুষ প্রতিহত করেছিল পাক হানাদার বাহিনিকে । যারা ট্রেনিং পেয়ে যুদ্ধে নেমেছিল তারা মুক্তিযোদ্ধা । ইউক্রেনে কিভাবে তাদের ট্রিট কোরা হবে জানিনা তবে তারা দেশের জন্য প্রান দিচ্ছে এবং দেবে । জয় ইউক্রেনীয় মুক্তিযোদ্ধাদের জয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.