নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কাল বৈশাখী ঝড়

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৫

কালবৈশাখী ঝড়ে চকরিয়ায় ঘরবাড়ি, গাছপালা, ক্ষেতের ফসল ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি চকরিয়া প্রতিনিধি । যুগান্তর



কদিন থেকেই আশঙ্কা হচ্ছিল কাল বৈশাখী হতে পারে । গেল সন্ধ্যায় বি বি সি বৃষ্টির পূর্বাভাষ দিল । প্রচণ্ড গরম ছিল কাল , ৩৭ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল ঢাকার তাপমাত্রা । ভোর পৌনে সাতটায় দমকা হাওয়া সজাগ করল আমায় । বারান্দার সাথে দরজা বন্ধ করতে গিয়ে গাছপালার প্রলয় নৃত্য দেখে চমকে গেলাম । ১২০ কি মি গতি তো হবেই , দমকা হাওয়ায় তা ১৬০ কি মি উঠছিল । আমার মনে হল আমরা দশ মিনিটের মত ঝড়ের এপিসেনটারে ছিলাম । আধা ঘণ্টা তোলপাড় চালিয়ে শুরু হল আকাঙ্খিত বর্ষা । কাল রাতেও তাপমাত্রা ৩৩ ডি ছিল । বৃষ্টির পর তা নেমে ২৩ ডি তে দাঁড়ালো । কাথা টেনে নিলাম । মাথার কাছে জানালা একটু ফাকা রেখেছিলাম তাও বন্ধ করে দিলাম ঠাণ্ডার তোড়ে । মেয়েটি ওয়াই ফাই কানেকশন খুলে দিল । আগে একবার পুরো ওয়াই ফাই রাউটার জ্বলে গিয়েছিল বজ্রপাতে । শিক্ষা হয়েছে যথেষ্ট আমাদের । মোট ৭ জন মারা গেছে বজ্রপাত আর গাছ পড়ে । বেশ কয়েক বছর দেখছি মানুষ বেশি মারা যাচ্ছে বজ্রপাতে । আগে এমনটি কম হতো । আজো সিগন্যাল আছে কিন্তু ঠাণ্ডা আবহাওয়া বলছে না হবে না কাল বৈশাখী । যদি হয়ে যায় ??

আপনাদের এলাকায় কি খবর ? পেজটি মতামতের জন্য উন্মুক্ত থাকল ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: আমাদেরও একবার ওয়াই ফাই জ্বলে গেছিলো। তবে টিভি ফ্রিজ ও অন্যান যন্ত্রপাতির প্লাগ খুলা ছিলো। যার কারনে ওগুলা কোন ক্ষতি হয় নি। আরে আমি বর্তমানে যেখানে আছি সেখানে তেমন ক্ষতি হয় নি।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: আমাদের টি ভি /ফ্রিজে বিলট ইন স্তাবিলাইজার আছে । ভয়টা রাউটার নিয়ে । নেট ছাড়া আমরা অচল । ভাল থাকবেন ।

২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:


আমি তো মনে করেছিলাম ব্লগার হাসান কাল বৈশাখীর কথা বলছেন।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১২

শাহ আজিজ বলেছেন: :P =p~ !:#P :-B :P =p~ !:#P :-B :P =p~ !:#P :-B

৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১০

জুল ভার্ন বলেছেন: আজ সকালে কালবৈশাখী ঝড়ে আমার ছাদ বাগানের ব্যপক ক্ষতি হয়েছে!বাসার ওয়াইফাই রাউটার জ্বলে গিয়েছে!

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হা হা হা । আমাদের ছাদ বাগানের কি খবর এখনো জানা হয়নি ।

৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

জ্যাকেল বলেছেন: তেমন কিছু হয় নি শুধু কারেন্ট বন্ধ ছিল বেশ খানিক্ষণ।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , কারেন্ট সব জায়গাতেই ছিল না , জাতীয় গ্রিড এফেক্টেড ।

৫| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩

সোবুজ বলেছেন: প্রতি বছরই এই সময় ঝড় হয়।এটা নতুন কিছু না।ক্ষতিগ্রস্তদের সাহায্য করা দরকার।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: কালকের নামিয়ে দেওয়া ঠাণ্ডা আমায় বাধ্য করেছে মধ্য রাতে কম্বল নামাতে । ক্ষতিগ্রস্থদের সাহায্য উত্তম পন্থা ।

৬| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬

একজন নিষ্ঠাবান বলেছেন: বৃষ্টি ভালোই লাগছিল।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: বৃষ্টিতে শীতল হয়েছে সব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.