নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক টানা হেঁচড়ার পর কলাবাগানের পুলাপাইনের জয় হইল । প্রধান মন্ত্রী ঘোষণা দিয়েছেন তেতুলতলা মাঠ জনগনের জন্য উন্মুক্ত থাকবে , এখানে থানা ভবন হবে না । কাল রাতের মধ্যে মিস্ত্রিরা একদিকের দেয়াল দ্রুত সম্পন্ন করেছে । কিন্তু পুলিশ প্রশাসন মাঠটি আগেই তাদের নামে রেজিস্ট্রি বরাদ্দ করে রেখেছে। এখানেই ফাঁকফোকর রয়ে গেল । ভবিষ্যতে পুলিশের সম্পত্তি হিসাবে তেতুলতলা মাঠ বিবেচিত হবে । এই ফাক ফোকর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় নিশ্চয়ই ভাবছেন কলাবাগানের বিপ্লবীগন ।
এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে তেতুলতলা মাঠে যাই এবং ক্রিকেট খেলি ।
২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬
শাহ আজিজ বলেছেন: হাগু আর হিসুর পারমিট থাকবে সাথে
২| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৭
সোনাগাজী বলেছেন:
ছবিতে যা দেখা যাচ্ছে, উহাই কি মাঠ?
২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮
শাহ আজিজ বলেছেন: অর্ধেক দেখা যাচ্ছে । এদিকেও আছে মানে যেখান থেকে দাড়িয়ে ছবি তুলেছে ।
৩| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০
সোনাগাজী বলেছেন:
পুরোটা মিলে, একটা বড় গলি মাত্র্র, মনে হচ্ছে।
পিলখানা ও কেন্টনমেন্ট ঢাকার বাহিরে নিয়ে গিয়ে ওখানে পাবলিক পার্ক ও মাঠ করার দরকার।
২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২
শাহ আজিজ বলেছেন: এই ঘণ্টা বিড়ালের গলায় বাধবে কে । খুশী কবির গ্যাং সুবিধাজনক জায়গায় হাত দেয় , পিলখানা , ক্যান্টনমেন্ট নিয়ে রা নেই তাদের । আমি বন্ধুদের কাছে পিলখানা নিয়ে অনেক আলাপ করি কিন্তু সন্তোষজনক জবাব পাই না ।
৪| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো তাহলে পাকাপাকি হয়নি।
পুলিশদের নামেই রয়ে গেছে!!
কবে আবার মাথাচারা দিবে!
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
শাহ আজিজ বলেছেন: কি জানি । পাবলিক মাঠের নাম রেজিস্ট্রি করলে উত্তম কাজ হইত ।
৫| ২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পোলাপাইনেরই জয় হয় - কারণ তারা সর্বদা এস্টাব্লিশমেন্ট বিরোধী।
২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩
শাহ আজিজ বলেছেন: হুম ,ব্যাপারটা আমিও যখন পোলাপাইন আছিলাম তখনো আমার সাথে ঘটেছে । এতো পথ পাড়ি দিয়ে এখনো পোলাপাইনের দলে আমি
৬| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৫
কবিতা ক্থ্য বলেছেন: আশ্চর্য দেশে বাস করি আমরা।
সোহরাওয়ার্দি উদ্যান খাইয়া হজম কইরা ফালাইলাম,
আর পঁচা তেতুল খাইয়া বমি করতে হইলো?
আমি বাঁচতে চাই না,
কেউ দয়া কইরা আমারে মাইরালা।
২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬
শাহ আজিজ বলেছেন: আপ্নারে মাইরা আরেকটা সংঘাত সংগ্রামের মুখোমুখি হইতে রাজী না , দুঃখিত
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
ভুয়া মফিজ বলেছেন: ভবিষ্যতে পুলিশ এইটা নিয়ে আবার টানা-হেচড়া করার সুযোগ পাবে। সেই রাস্তা খোলা রাখা হলো।
এই ঘটনায় আবার এটাই প্রমানীত হলো যে, আমাদের মন্ত্রীরা অথর্ব। এরা নিজের থেকে কোন সিদ্ধান্ত নিতে পারে না। দুইদিন আগে এই মন্ত্রীই সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। সামনে দিন আসবে, যখন মন্ত্রীরা প্রধানমন্ত্রীর অনুমতি বা হস্তক্ষেপ ছাড়া প্রাকৃতিক কাজও সম্পাদন করতে পারবে না।