নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কি অসহায় ময়না পাখীর ছানাগুলো

১০ ই মে, ২০২২ দুপুর ১২:০১




জন্ম নেবার পর তারা গাছের ঝোপঝাড়ের ভেতর বাসাতেই ছিল নিরাপদে । দুষ্টু ছেলেপিলের দল পাখীর বাসা খুজতে গিয়ে বের করে ফেলল ময়না পাখীর বাসা । মা ময়না খাবারের খোজে দূরে কোথায়ও গেছে । দুষ্টু ছেলে তাদের নিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গেল । চিক চিক করে শব্দ করা ছাড়া আর কিছুই করতে সক্ষম নয় ছানা গুলো । বন বিভাগের কানে কেউ খবরটি দিল । তারা সরেজমিনে এসে দেখলেন এতো পাহাড়ি বড় জাতের ময়না ছানা । অতঃপর ঠাই হয়েছে বন বিভাগের অফিসে । ছানাগুলো মা হারা হয়ে একদম ভেঙ্গে পড়েছে । ডানের দুটো পুরো আত্মসমর্পণের ভঙ্গিতে বসে । বায়েরটা খাবারের কথা বুঝাতে চাইছে , আরও বলছে মাম্মির কথা । কি অসহায় ওদের ভঙ্গি । ডানের অসহায় দুটো আমার প্রভাতি ভালোবাসা দখল করে নিয়েছে । কখন ওদের বাসায় রেখে আসবে জানেনা কেউ । মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা বন বিটে আর কতদিন আশ্রয় হবে কে জানে । মনটা খুব খারাপ হয়ে আছে কাল রাত থেকে ।


ছবিঃরাইজিংবিডি

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব যত্ন না নিলে এদের বেঁচে থাকার চান্স শূণ্য।

১০ ই মে, ২০২২ দুপুর ১২:১৪

শাহ আজিজ বলেছেন: সেই ভয় জেকে ধরেছে আমায় ।

২| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৫

জুল ভার্ন বলেছেন: ছানাগুলোর জন্য কী গভীর উপলব্ধি! +

১০ ই মে, ২০২২ দুপুর ১:৫৩

শাহ আজিজ বলেছেন: পাখী আমার খুব ভাল লাগার বিষয় তেমনি আমাদের শিশুরা , ওদের বড্ড ভালোবাসি । ডানের দুটো ছানা কি নিরাপত্তাহীনতায় ভুগছে ।

৩| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা বনেই সুন্দর।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:২৫

শাহ আজিজ বলেছেন: আসলেই , সব পাখিদের মুক্ত করা উচিত ।

৪| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

নূর আলম হিরণ বলেছেন: ছোট বেলায় পাখির বাসা খুঁজতাম, বাচ্চা নিয়ে আসতাম। একবার আম্মার হাতে এর জন্য মার খাওয়ার পর আর কখনো এই কাজটি করি নাই। যতটুকু করেছি সেগুলোর জন্য এখন মাঝেমাঝে প্রচন্ড অনুশোচনা হয়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: পাল্লায় পড়ে ঘরের ভিতর বাসা বেধে যে চড়ুই ধরতে পারতাম সেগুলো খেতাম । ধান কাটার পর ধান গাছের গোঁড়ায় বাবুই পাখী লুকিয়ে থাকত । বিশাল দলে বলে ছোট জঙ্গলে জাল পেতে বাবুই পাখী ধরতাম , রাতে আমরাই শত পাখীর রোস্ট করে খেতাম । এখন অনুশোচনা হয় ।


আমাকে কেউ মারেনি এ জন্য ;)

৫| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫

অধীতি বলেছেন: আমি কৈশর শৈশবে কখনও পাখি মারিনি। কোথাও বাসা দেখলে ওদিকে হাটতাম যদি বন্ধুরা জেনে যায়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি মেরেছি , এজন্য এখন দুঃখ হয় ।

৬| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

জগতারন বলেছেন:
ডানের দুটো পুরো আত্মসমর্পণের ভঙ্গিতে বসে । বায়েরটা খাবারের কথা বুঝাতে চাইছে , আরও বলছে মাম্মির কথা । কি অসহায় ওদের ভঙ্গি । ডানের অসহায় দুটো আমার প্রভাতি ভালোবাসা দখল করে নিয়েছে । কখন ওদের বাসায় রেখে আসবে জানেনা কেউ । মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা বন বিটে আর কতদিন আশ্রয় হবে কে জানে । মনটা খুব খারাপ হয়ে আছে কাল রাত থেকে ।


জুল ভার্ন বলেছেন: ছানাগুলোর জন্য কী গভীর উপলব্ধি! +

সহমত !!

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০০

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-) ;) :D

৭| ১০ ই মে, ২০২২ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



আজকালকার বাচ্চাগুলো মানুষ হচ্ছে না।

১০ ই মে, ২০২২ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: আমিও মানুষ আছিলাম না , পরে হইছি :)

৮| ১০ ই মে, ২০২২ রাত ৮:২০

জ্যাকেল বলেছেন: আপনার এলাকা?

১০ ই মে, ২০২২ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: না , আমি খুলনার ।

৯| ১০ ই মে, ২০২২ রাত ৮:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এগুলোকে যারা মেরে ফেলে তাদের চেহেরাটা কল্পনা করার চেষ্টা করতেছি।

১০ ই মে, ২০২২ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: এরশাদের চেহারা চিন্তা করুন :P

১০| ১০ ই মে, ২০২২ রাত ১১:০১

গরল বলেছেন: অনেক আগে একটা পোষ্ট লিখেছিলাম

পাখির বাসায় বা পশু-পাখিকে ঢিল ছোড়া আর চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার মধ্যে মানসিক ব্যাবধান কতটুকু

১১ ই মে, ২০২২ রাত ১২:০৪

শাহ আজিজ বলেছেন: পড়ব পড়ে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.