নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ferdinand bongbong r. marcos jr
৮০ র দশকে সাড়া জাগানো বিদ্রোহ ছিল ফারদিন্যান্দ মার্কোস যার পরিচয় একজন একনায়ক ও স্বৈরাচারীর বিরুদ্ধে । মার্কোস পদত্যাগ করে বিপ্লবকে শান্ত করেছিলেন । এই সময়ে বিরোধী দলের নেতা নির্বাসন থেকে ফেরা বেনিগনো আকুইনো ম্যানিলা বিমান বন্দরে প্লেন থেকে নামতেই ক্রুর পোশাক পরা ঘাতকের পিস্তলের গুলিতে মারা যান । সবাই আকুইনোকেই সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ভাবছিল । এবার এই অস্থিতিশীল পরিস্থিতিতে এগিয়ে এলেন কোরাজন আকুইনো । বিপুল বিজয় নিয়ে প্রেসিডেন্টের চেয়ার নিলেন । ফিলিপিন্সের মাটিতে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু কেউ ভাবেনি মার্কোস পরিবার আবার ক্ষমতায় ফিরে আসবে । গেল সপ্তাহের নির্বাচনে বং বং মার্কোস Ferdinand Romualdez Marcos Jr। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সবার চোখ এখন ফিলিপিন্সের দিকে । মার্কোস পরিবার ক্ষমতা থেকে বিতাড়িত হলে বং বং এর মা ইমেলদা মার্কোস এর পোশাক আর জুতার ভাণ্ডারের খবর ব্রেকিং নিউজ হয় । ফিলিপিনোরা মার্কোস পরিবারকে পছন্দ করেছে বলেই পুরাতন স্বৈরাচারী একনায়কের বংশধর আবারো ফিলিপিনের চেয়ারে । ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত বং বং বেশ আগে থেকেই ছোট খাটো পদে নির্বাচিত হয়ে ক্রমশ আজকের এই পদে আসার সফলতা দেখিয়েছেন । ৬৪ বছর বয়েসি বং বং বিবাহিত এবং তিন সন্তানের জনক ।
আমরা চেয়ে রইলাম ফিলিপিন্সের দিকে ।
ferdinand marcos
Former Philippine First Lady Imelda Marcos
First female president corazon aquino
ছবিঃনেট
১০ ই মে, ২০২২ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: জানিনা , হয়ত মহাফেজখানায় জমা আছে ।
২| ১০ ই মে, ২০২২ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দিকেও অনেক চেয়ে আছে।
১০ ই মে, ২০২২ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: থাকবেই তো । আমরা বেশ কিছু উন্নয়ন করেছি কিন্তু নিট উন্নয়ন করতে পারিনি । মেশিনারিজ , মেকানিক্যাল কিছু প্রডাক্ট না থাকলে বিশ্ব বাজারে টেকা মুশকিল শুধু আর এম জী আর কামলার পয়সা দিয়ে ।
৩| ১০ ই মে, ২০২২ রাত ১০:৩৮
জ্যাকেল বলেছেন: দেখা যাক উনি কি করেন।
১০ ই মে, ২০২২ রাত ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: পারবে , রক্তধারা বইছে শরীরে তাছাড়া অক্সফোর্ডের শিক্ষা আছে ।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২২ রাত ৯:১৮
সোনাগাজী বলেছেন:
ইমেলদার হাজার জোড়া জুতা এখন কোন জাদুঘরে আছে?