নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আহলান ইয়া আওরতে সৌদি আরাবিয়া

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৮




অনেক আলোচনা সমালোচনা এবং অপেক্ষার পর সৌদি নারীদের একটা কমপ্লিট গ্রুপ নিয়ে সৌদি আরবের বিমান কাল আকাশে উড়ল । কো পাইলট একজন সৌদি নারী , ক্রুদের মধ্যে চারজন সৌদি আর বাকি আফ্রিকান । এমিরেট আর কাতারের বিমানের সাথে সউদরা পাল্লায় পারবে কিনা তা ভেবে দরকার । একসময় থাই আর সিঙ্গাপুর এয়ারে চড়লে মন প্রান স্নিগ্ধ হয়ে যেত ফুল্লেল আদরে ড্রিংকস হাতে তুলে দিলে । চীনে তখন ৬০ বছরের বুড়িকে দিয়ে ক্রুর দায়ীত্বে দেয়ায় বিপরিত আচরনে হেসে দিয়েছিলাম । এত চল্লিশ বছর আগের কথা । এরপর চীনারা তাদের সবচে সুন্দরীদের নিয়োগ দিল ক্রুর কাজে । তাদের আচরন ক্রুদ্ধ ছিল ঠিক কমিউনিস্ট নেতাদের মত । যাক সবাই লাইনে আসা শুরু করেছে। সৌদির আসাটা একটু ব্যাতিক্রম বটে । সৌদি নারীরা উটে চড়েছে বটে কিন্তু প্লেন চালায় নি । সৌদিতে এখন মেয়েরা গাড়ি চালায় তবে গায়েরে মেহরাম থাকে কিনা জানিনি । ঠিক এই পরিবর্তনশীল সময়ে আফগানিরা বুরকা পরিয়ে খবর পড়াচ্ছে ।
ধন্যবাদ প্রিন্স সালমান পরিবর্তন আনার জন্য ।

ছবি-টুইটার

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:১৫

জগতারন বলেছেন:
সুখবরই বটে!

২৪ শে মে, ২০২২ দুপুর ২:১৭

শাহ আজিজ বলেছেন: হ্যা , নারীর ক্ষমতায়নে সউদরা এক ধাপ এগুলো ।

২| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৩৪

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই

২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ লিটন

৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: এর চেয়ে ফ্লেয়ার স্কার্ট ভালো (শরীরের গঠন বুঝা যেতোনা ) আল্লাহ হেদায়েত করবেন

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: শরীরের গঠন বুঝা গেলে সমস্যা কি । স্কার্টে সমস্যা বদ আরবগুলা যদি উঠাইয়া ফেলে :-B

৫| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩৯

আখেনাটেন বলেছেন: ওরা খুলছে......আমরা ঢাকছি......?

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৪০

শাহ আজিজ বলেছেন: আমাগো এখন পুরা ঢাকতে বাকি

৬| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বুঝলাম না, সৌদিরা বোরকা ছাড়লে বা নারীর ক্ষমতায়ন বাড়লে বাকি বিশ্বের এত খুশীর কারণ কি? আমি সৌদিতে ছিলাম অনেক দিন। তারা তাদের জীবন ধারা নিয়ে খুবই সন্তুষ্ট। কয়েকজন প্রথাবিরোধী সব দেশেই থাকে...

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: তাহলে খোদ প্রিন্স প্রথা বিরোধী ।

৭| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩

বিটপি বলেছেন: মাথা খালি রাখাটা ঠিক হয়নি। খোলামেলা এমিরেটসের ক্রুরাও মাথা ঢেকে রাখে - অথচ সৌদিরা খোলা রেখেছে।

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৫

শাহ আজিজ বলেছেন: অরা দেখাইল আমরা কত অ্যাডভানস ------ ;)

৮| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: স্মার্ট দেখাচ্ছে উনাদের।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

শাহ আজিজ বলেছেন: তা বেশ তা বেশ ------------------

৯| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৪

নতুন বলেছেন: এভিয়েসনের কাজের পরিবেশ নারীদের জন্য গুলি খুবই নিরাপদ।

এখানে নারীদের উতপাত করে চাকুরি করা যায় না। এলকোহল, নারীর সাথে খারাপ ব্যবহার এবং মারামারির ব্যাপারে হসপিটালিটি খাতে খুবই গুরুত্বের সাথে নিয়ে থাকে।

সৌদি আরব পোষাকে টুপি রাখতে পারতো।

আর এই পোষাকে যদি কারুর ঈমানী দন্ড জাগ্রত হয়ে উঠে তবে তো সমস্যা্।

দুনিয়া পরিবর্তন হচ্ছে সেই সাথে নিজেদের মানিয়ে নিতে না পারলে বিলুপ্ত হয়ে যেতে হবে। এটা অনেক মোল্যারা বোঝে না।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৯

শাহ আজিজ বলেছেন: টুপি এমিরেটস এ পরে । অনেক আরবিয় এমনিই প্লেনে উঠব পরিস্থিতি দেখতে ।

১০| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:




সৌদী মহিলারা খুবই বুদ্ধিমতী ও সরল; ওরা একটি দুষ্ট জাতিকে পালন করে আসছ; তারা ভালো করবে সার্ভিসে।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

শাহ আজিজ বলেছেন: সরল না মোটেও , অনেক চালাক ।



আপনার চোখ ভাল এই সকালে ।

১১| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

জুন বলেছেন: সৌদি প্রিন্স নাকি বাদশাহ সালমান বেশ আধুনিকমনস্ক । তবে এই ক্রুদের মাঝে আসল কাপ্তান বিদেশী এবং নারী বলে পত্রিকায় লিখেছে । তারপরও কো পাইলট থেকে কেবিন ক্রু মোট সাতজন সৌদী নারী কম কথা না সে দেশের জন্য ।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯

শাহ আজিজ বলেছেন: আসল ক্যাপ্টেন বিদেশী , কো পাইলট সৌদি । প্রিন্স সালমান আসলেই আধুনিকমনস্ক । এখনকার সংগ্রাম হচ্ছে তেল ফুরিয়ে আসা সউদিকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া । আমেরিকা আর ইসরায়েল প্রিন্সের বেস্ট ফ্রেন্ড ।

১২| ২৪ শে মে, ২০২২ রাত ৯:২৯

জগতারন বলেছেন:
সোনাগাজী বলেছেন:
সৌদী মহিলারা খুবই বুদ্ধিমতী ও সরল; ওরা একটি দুষ্ট জাতিকে পালন করে আসছ; তারা ভালো করবে সার্ভিসে।

একদম নির্ভেজাল একটি মন্তব্য আমাদের গাজী সাহেব করেছেন!
আমি ব্যক্তিগতভাবে সে দেশের মহিলাদের নাগরিকসেবা নিয়েছি।
তাদের সাথে কথা বললে আগে একটি সরল হাসি দিয়ে ভাঙ্গা
ইংরেজীতে কথা বলে আন্তরীক সেবা প্রদান করে থাকে।

২৪ শে মে, ২০২২ রাত ১০:২৯

শাহ আজিজ বলেছেন: আমি কূটনীতিকদের স্ত্রীদের সখ্যতা পেয়েছি , ভয়ানক চালাক ।

১৩| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:২০

কলাবাগান১ বলেছেন: খুব কাছে থেকে ৭ জন সৌদী নারীকে দেখেছি গত ৫-৬ বছরে (বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসা)। সৌদী সরকার স্পেশাল স্কলারশীপ দিচ্ছে শুধু মাত্র সৌদী নারীদেরকে আমেরিকাতে পিএইচডি করার জন্য।
ভীষন উদ্দোমী, পড়ালিখার জন্য জীবন/সংসার ছেড়ে দিতেও রাজী....প্রায় সবার ই স্বামীরা (বেচারা!!!!) প্রচন্ড ভাবে সাপোর্ট দিয়ে যায়। প্রায় দেখি যে স্ত্রী ল্যাবে এক্সপেরিমেন্ট করছে রাত ৭-৮ টা বেজে যাচ্ছে আর নীচে ভ্যান গাড়ীতে স্বামী বাচ্চা (২-৩ জন) নিয়ে বসে থাকে কখন এক্সপেরিমেন্ট শেষ হবে। স্বামীদের কে দেখে আমার টিপিক্যাল সৌদী পুরুষদের প্রতি যে একটা 'নেগেটিভ' ধারনা ছিল, সেটা কেটে গিয়েছে।

২৫ শে মে, ২০২২ সকাল ১১:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , ভিসন ২০৩০ সাক্সেস করেই ছাড়বে প্রিন্স ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.