নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরিস এবারের মতন রক্ষা পেয়েছেন বিরোধীদের ছোড়া তুন হতে । তুনের দাপটে এলোমেলো চুল সোজা হয়ে গেছে । গতকাল ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসনের বিরুদ্ধে নো কনফিডেন্স ভোটের দিন ছিল । কিছুদিন আগে বরিসের জন্মদিন পালন করল তার বন্ধুদের নিয়ে ১০ নং ডাউনিং ষ্ট্রীটের সরকারী বাড়িতে । এত মানুষ হয়েছিল যে বসার জায়গা না পেয়ে ঠাসাঠাসি করে দাড়িয়ে ব্রান্ডি দিয়ে চিয়ার্স করেছে । দুষ্ট সাংবাদিকরা লিখেছে এক্কেবারে কোলের উপর বসে আর কি ! মাল টেনে টাল হয়ে কাত চিত হয়ে পড়েছিল অনেকে কার্পেটে । অনেকেই হুশ হারিয়ে রাতভর ঘুমিয়ে সকালে বাড়ি গেছে । খবর ছবি বাইরে গেল নেটের মাধ্যমে , আর যাবি কোথায় লেবাররা ভদকা খেয়ে লেগে গেল পার্টিগেট কেলেংকারি নিয়ে হইচই করতে ।
নাহ লেবারদের হটিয়ে কনজারভেটিভদের জয় হল । বরিস ক্ষমতায় থাকতে আর পার্টি দেবেনা নিশ্চয়ই ।
ছবি টি আর টি
০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৯
শাহ আজিজ বলেছেন: আরও একটা মোশন আসছে শিঘ্রিই ।
২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৯
সোনাগাজী বলেছেন:
ইহা কি রক্ষা, নাকি পতনের শুরু বুঝতে সামান্য সময় লাগবে। তবে, বরিসের চুল কদম্বের পাপড়ির মতো দাড়িয়ে আছে খুশীতে।
০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫১
শাহ আজিজ বলেছেন: কোথায় দাঁড়ানো দেখলেন , শুয়ে পড়েছে ধাওয়ায় ।
৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:০১
শূন্য সারমর্ম বলেছেন:
ডাউনিং'এ ড্রিং করেও বেঁচে গেলো কিভাবে,করোনার সময়কালের কারণে?
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: করোনা কালে তারা রুলস ভেঙ্গে ঐ আয়োজন করেছিলেন । মেলামেশা , হাত মেলানো , কোলাকুলি সব নিষিদ্ধ ছিল সে সময় ।
৪| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব ভালো তার
শেষ ভালো যার।
০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: সামনে আরও একটি নো কনফিডেন্স আসছে , তবে বেচে যাবে এবারো ।
৫| ০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুস আর ইন এভ্রিহুয়ার।
০৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
শাহ আজিজ বলেছেন: না , বরিসকে আমি ছাগু বলব না ।
৬| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও বরিসকে বলিনি।
ছাগুস বলসি!!!
০৭ ই জুন, ২০২২ রাত ১১:০৫
শাহ আজিজ বলেছেন: আমি এখনো বুঝিনি ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এ যাত্রায় বেঁচে গেল।