নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আজি ঝর ঝর মুখর বাদর দিনে

১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৪১








প্রথম চারটি ছবি কাল বিকেলে ফাহাদ ইবনে আলম তুলেছে মানিকমিয়া এভিনিউ তে বর্ষা তেড়ে আসার মুহূর্তে ।

বাকি ছবি অজানা নামহীন প্রবাসের উৎস থেকে ।

আষাঢ়ের আগে কাল বর্ষার শুরুটা বর্ষাকাল এলো বলে ভাবান্তর ঘটাল । আজ সকালে তাপমাত্রা আবার বাড়তে শুরু করায় দ্বিধায় পড়ে গেছি । ৯৬ সালে এই সময়ে দিল্লি ফেরত আমি সল্টলেকে বন্ধুর বাসায় বেড়াতে গেলে নেতাজি সুভাষ বসু স্টেডিয়ামের বাইরে ক্যান্টিনে দাড়িয়ে আমরা ক'জন উন্মুক্ত আকাশে মেঘেদের দাপাদাপি এবং হিম শীতল বাতাসের ঐকতানে বর্ষার আগমনী উপভোগ করেছিলাম , সাথে বন্ধু কবি , গায়ক পল্লব কীর্তনিয়া আর ওদের তীর নিক্ষেপের শিক্ষিকা মিলে কফি খেলাম । দিল্লীর ৪৮ ডিগ্রি সয়ে কলকাতায় নির্ভেজাল বৃষ্টিতে ভেজা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ বর্ষা ।



















মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ দুপুর ১:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: যখন এক দিকে মেঘ অন্ধকার করে আসে আর অন্য দিকে আলো থাকে, অদ্ভুত লাগে তখন।

১০ ই জুন, ২০২২ দুপুর ১:২৫

শাহ আজিজ বলেছেন: বিশাল উন্মুক্ত জায়গা চাই বর্ষার আগমনীর দিনে , চাই শীতল বায়ু আর উকি দেওয়া পলাতক আলো ।

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১:৫৭

দ্বীপ ১৭৯২ বলেছেন: অনন্য ছবি

১০ ই জুন, ২০২২ দুপুর ২:২১

শাহ আজিজ বলেছেন: অনন্য বলেই ছেপে দিলাম ।

৩| ১০ ই জুন, ২০২২ দুপুর ২:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: বিশাল উন্মুক্ত জায়গা চাই বর্ষার আগমনীর দিনে , চাই শীতল বায়ু আর উকি দেওয়া পলাতক আলো ।

মিরপুর ১০ এ যখন আমার অফিস ছিলো, তখন অফিসের ছাদ থেকে এমন খোলা বড় আকাশ পেতাম।

১০ ই জুন, ২০২২ দুপুর ২:২০

শাহ আজিজ বলেছেন: আমাদের দালানটা ১২ তালা কাজেই ছাদ থেকে সব দিকে দেখা যায় । খোলা আকাশ না দেখতে পারলে ভেতরে অস্বস্তি জাগে ।

৪| ১০ ই জুন, ২০২২ দুপুর ২:৩৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবিগুলো বর্ষা ঋতু ফুটিয়ে তুলেছে।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: কৃষ্ণচুড়ার শাখা ছুয়ে ফেলেছে আকাশ ।

৫| ১০ ই জুন, ২০২২ দুপুর ২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ ছবি।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: নস্টালজিক ছবি ব্লগ।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , ধন্যবাদ ।

৭| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


শিরোনামে "বাদর" শব্দটা কি ভুল, নাকি আমি জানি না?

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩

শাহ আজিজ বলেছেন: এটা নিয়ে আমারও কনফিউশন ছিল , গুগল করে বাদর , বাদল , ভাদর পেয়েছি , আমি বাদরই বেছে নিলাম ।

১০ ই জুন, ২০২২ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: আবারো গানটা শুনলাম কলকাতার গায়ক গায়িকার মুখে , ওরাও গাইছে বাদরও দিনে ।

৮| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৬

জগতারন বলেছেন:
অসাধারন সব ছবিগোল দেখলাম একসাথে।

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন ।।

৯| ১০ ই জুন, ২০২২ রাত ৮:৫৯

মুক্তা নীল বলেছেন:
ছবিগুলোর সাথে শিরোনাম যথার্থ হয়েছে । আজি ঝর ঝর মুখর বাদর দিনে --- আমার প্রিয় একটি গান

১০ ই জুন, ২০২২ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: রবীন্দ্র সঙ্গীতের কোন গানটি ফেলে দেওয়ার মত ? বাদর না বাদল চেক করতে গিয়ে এখন শুনছি বর্ষার গান , রবি ঠাকুরের ।





ধন্যবাদ মুক্তা ।

১০| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:৩৫

রশিদ ফারহান বলেছেন: দারুন ছবি ব্লগ, সাথে দারুন কিছু স্মৃতি!

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:১১

শাহ আজিজ বলেছেন: হুম, আসলেও তাই



ধন্যবাদ

১১| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: গাড়ি দুইটা কে তুলে দিলে কৃষ্ণচুরার ছবিটা সেইরকম হয়ে যেত !!!

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:১৭

শাহ আজিজ বলেছেন: কৃষ্ণচূড়ার লালটা আরেকটু উজ্জ্বল করে দিলে জমবে ভাল ।




ফটোশপের জন্য ধন্যবাদ ।

১২| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:১৫

রানার ব্লগ বলেছেন:

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮

শাহ আজিজ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.