নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

১৬ ই জুন, ২০২২ রাত ১০:১৭

ডি ডাব্লিউ


বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ছে । গেল ২৪ ঘণ্টায় প্রায় ৩৫৮ জন শনাক্ত হয়েছেন । এ শুধু সীমিত লোকের থেকে পাওয়া টেস্ট রেজাল্ট । আরও ব্যাপক পরীক্ষা হলে এই সংখ্যা আরও বেশি হবে বলে আমার ধারনা । বিকালে হাটতে বেরুলে আমি আর দুচারজনকে দেখি মাস্ক পড়তে , বাকি শত শত লোক নাঙ্গা মুখ নিয়ে ধাবমান । সবাই নিজে আর সাথের অন্যজনকে মনে করিয়ে দিতে হবে মাস্কের কথা । লোকেদের আচার আচরন খুব শিথিল মনে হচ্ছে । ভারতে সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা ঊর্ধ্বগামী । ভারতের সাথে বাংলাদেশের প্রতিদিন লক্ষ লোকের আশা যাওয়া আর এটাই ভয়ের কারন । তাছাড়া প্রবাস থেকে আগত দেশীদের সংখ্যাও অনেক । তাদের দেখভাল করার আয়োজন শুরু করেছে সরকার । সেতু উদভোদন কালে ১০ লাখ লোকের সমাবেশ হবে জাজিরা প্রান্তে , এটা সীমিত করা যায় নাকি । দেশে গেল তিন সপ্তাহে মৃত্যু শুন্যের ঘরে ছিল । যারা দুই ডোজ সম্পন্ন করেছেন তারা বুস্টার ডোজ নিতে পারবেন কোন আগাম ঘোষণা ছাড়াই । সাথে আগের কার্ড নিতে ভুলবেন না ।

একটাই জীবন কেয়ার অ্যান্ড শেয়ার ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সচেতনতা জরুরী।

১৬ ই জুন, ২০২২ রাত ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: আমরা সচেতনতা পাইনি গেল দু বছর ।

২| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খারাপ সংবাদ।
মানুষজন মাস্ক পড়ছে না, হাত স্যানিটাইজ করছে না, সামাজিক দূরত্ব মানছে না।এর মধ্যে দুই একটা কনসার্টের আয়োজন করলেই আশাকরি ১৬ কলা পৃর্ণ হবে।

১৬ ই জুন, ২০২২ রাত ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: আজ বরিশালে তাপস সুচনা করে আসবে ।

৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



১০ লাখ সেতুতে উঠে ৩০ মিনিট নাচার দরকার।

১৬ ই জুন, ২০২২ রাত ১১:০৮

শাহ আজিজ বলেছেন: তাহলে কি হবে ??

৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: আজ বরিশালে তাপস সুচনা করে আসবে।

এইতো শুরু হয়ে গেছে। এরপর লকডাউন দিয়ে শুধু হাত ধোয়াবে সরকার।

১৬ ই জুন, ২০২২ রাত ১১:১০

শাহ আজিজ বলেছেন: B-) অনেকে লুঙ্গিতে হাত মুছবে । ওমিক্রন দুর্বল এটা বুঝে গেছে সবাই ।

৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনা বিপর্যয়ে যে অল্প কয়টি দেশ নিজ দেশকে মহামারি, অর্থনীতি, মুদ্রার মান কম ক্ষতিগ্রস্থ রাখতে সক্ষম হয়েছিল।
তার ভেতর বাংলাদেশ অন্যতম।
৩য় বিশ্বের ভেতর বাংলাদেশ ও ভারত সবচেয়ে আগে টিকাদান শুরু করে।
যে অল্প কটি দেশ করোনা বিপর্যয়ে মৃত্যুসংখা কম রাখতে সক্ষম হয়েছে তার ভেতর বাংলাদেশ ৫ম।
সুত্র WHO
আমরা করোনার চেয়ে শক্তিশালী।

১৬ ই জুন, ২০২২ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: শেষ লাইনটা কাউয়ার , কপি রাইট ------------------------- ;)

৬| ১৬ ই জুন, ২০২২ রাত ১১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

চীনে কমেছে?

১৬ ই জুন, ২০২২ রাত ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: চীনে কমছে এই বাড়ছে । চীনে সংক্রমণ সংখ্যা খুব বেশি নয় কিন্তু সরকারী ব্যাবস্থাপনা খুব ভাল ।

৭| ১৭ ই জুন, ২০২২ রাত ১:৫২

আগন্তুক৬৯ বলেছেন: আজিজ ভাই,

করোনা ভারতে বাড়ছে এবং আমাদের এখানেও বাড়বে বলে মনে হয়। প্রশ্ন হচ্ছে এই নতুন ভেরিয়েন্ট-টা কেমন। এটিকে কি আমাদের নেওয়া বুস্টার ডোজ প্রতিহত করতে পারবে। নাকি ওমিক্রনের মত ছড়িয়ে পরবে আর আবার লকডাউন দিতে হবে। কারণ মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাবেশ না করা এগুলো আমরা কখনই পালন করি নাই আর ভবিষ্যততেও করবো না।

১৭ ই জুন, ২০২২ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: ভারতে যে সংক্রমন চলছে তা আপাতত ওমিক্রন বলেই শনাক্ত হয়েছে । বেইজিঙ্গেও তাই চলছে । ওমিক্রন টিকাতেই প্রতিহত হচ্ছে । নতুন কোন ভ্যারিয়েনট এর নাম জানা যায় নি ।

মাস্ক মাস্ট , দূরত্ব বজায় রাখা অতি আবশ্যিক ।

৮| ১৭ ই জুন, ২০২২ ভোর ৫:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: করোনা শুরুর পর থেকে সেই মাস্ক ব্যবহার শুরু করেছি আপাতত ২০২৪ এর আগে আর মাস্ক নামাচ্ছি না। আমাদের এখানেও অনেকেই মাস্ক পরছেন না। তারা সংক্রমিত হলে আমি অবাক হবো না। মানুষের উদসীনতা বেশ শঙ্কাজনক।

১৭ ই জুন, ২০২২ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , ঢাকাতে হাতে গোনা ক'জন মাস্ক পরে তার মধ্যে আমি একজন । মাস্কের অভ্যাসটা চালু রাখতে হবে আমাদের কল্যানে ।

৯| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:১৫

জুল ভার্ন বলেছেন: করোনার ভয়াবহতা নাই সত্য কিন্তু করোনা নির্মূল হয়নি এবং অদূর ভবিষ্যতে পুরোপুরি নির্মূল হবার সম্ভাবনা কম।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৭

শাহ আজিজ বলেছেন: দেখুন এরই মধ্যে নতুন কি হাজির হয় । আমেরিকা বায়ো উইপন বানিয়েছে দুটো , মশা মাছির মত দেখতে । চীনা দৈনিক খবর দিল । চীনারা নিজেদের জীবাণু অস্ত্র নিয়ে কিছু বলল না ।


ওটাই সত্যি একসময় করোনা সাধারন সর্দি কাশির মত হয়ে যাবে ।

১০| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা করোনার চেয়েও শক্তিশালী। কেউ মনে হয় এই কথা বলেছিল। বর্তমানে করোনা দুর্বল হয়ে গেছে।

১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১৫

শাহ আজিজ বলেছেন: কাউয়া বলেছিল , এখন আর বলে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.