নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাসাঞ্জে এবং তেরেসা
দীর্ঘ সময়ের একটি ঝুলে থাকা ঘটনার নিস্পত্তি হতে যাচ্ছে । ব্রিটিশ হোম সেক্রেটারি জুলিয়ানকে আমেরিকার হাতে তুলে দিতে অনুমোদন দিয়েছে । অবশ্য জুলিয়ান ২ সপ্তাহ সময় পাবেন আপিল করার । ২০১৯ সালে অ্যাসাঞ্জেকে লন্ডনের ইকুয়েডর দুতাবাসে আশ্রিত স্থান থেকে বের করে বেলমারশ উচ্চ নিরাপত্তার কারাগারে স্থান দিয়েছিল সরকার । জুলিয়ান অ্যাসাঞ্জেকে আমেরিকার হাতে তুলে দেওয়ার ঘটনা ব্রিটিশ এবং আমেরিকার জন্য বাক স্বাধীনতার বিপরীতে এক কালো অধ্যায় রচিত হবে ।
জুলিয়ান অ্যাসাঞ্জে উইকিলিক্সে আমেরিকার অতি গোপন দলিল ফাস করেছিলেন যাতে আফগানিস্তান আর ইরাকে আমেরিকার কৃত গোপন এবং স্পর্শকাতর তথ্য ছিল । বাকি পৃথিবীর কাছে আমেরিকার মুখোশ খুলে গিয়েছিল । জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। তিনি বহুল আলোচিত উইকিলিকস এর প্রধান নির্বাহী যা মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। ১৯ জুন ২০১২ থেকে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডোর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
বেলমারশ কারাগারে ব্রিটিশদের অনুমতি নিয়ে সঙ্গী তেরেশাকে বিয়ে করেন অ্যাসাঞ্জে । তেরেশা ভীত এজন্য যে আমেরিকা অ্যাসাঞ্জেকে হাতে পেলে ঠাণ্ডা মাথায় খুন করবে ।
দশ বছর পর এক ভিন্ন নাটক শুরু হল মঞ্চে ।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: ট্র্যাম্প থাকলে তাই হতো কিন্তু জো আছে বলেই মুক্তি মিলবে না ।
২| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
সোনাগাজী বলেছেন:
জো মো ওকে কোর্টে কোর্টে ঘুরাতে পারবে; কিন্তু বিচারের ফলাফল বদলাতে পারবে না।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি আছে অ্যাসাঞ্জের ভাগ্যে ।
৩| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ট্রায়ালের সুযোগ পাবে এবং তাতে সে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। অনভিপ্রেত কিছু ঘটলে এবার দেখবো, বিশ্ব সাংবাদিকতা মানবতা বা ন্যায়ের পক্ষে কতখানি সোচ্চার হয়।
আসাঞ্জ তারাসার জন্য শুভ কামনা।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২
শাহ আজিজ বলেছেন: আমরাও তেমনটাই আশা করি ।
৪| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুইজনকে মানিয়েছে ভালো।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
শাহ আজিজ বলেছেন: তারা একে অপরকে লম্বা সময় ধরে চেনে ।
৫| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।
১৭ ই জুন, ২০২২ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: ????!!!!!!!
৬| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: মরার উপর খাড়ার ঘাঁ! মার্কিনীদের টমবয় বৃটেন, তাই মার্কিনীদের ইচ্ছা পূরণ করতে বাধ্য।
১৭ ই জুন, ২০২২ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই কিন্তু । দেখা যাক লন্ডন কোর্ট কি বলে ।
৭| ১৮ ই জুন, ২০২২ সকাল ৭:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিশ্বমোড়লদের গোমর ফাঁক করাটা চাট্টিখানি কথা নয়, যা আয়্যাসান্জ করে দেখিয়েছে। সমস্যা হচ্ছে সে সাপের পায়ে পাড়া দিয়ে ফেলেছে, এর জন্য তাকে যথেষ্ট ধকল পোহাতে হবে।
১৮ ই জুন, ২০২২ সকাল ১০:০৫
শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যে দশ বছর কাটিয়েছে স্বেচ্ছা নির্বাসনে , সামনে আরও কি আছে কে জানে ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
সোনাগাজী বলেছেন:
আমেরিকা তাকে হত্যা করার কোন সম্ভাবনা নেই; বরং, সে বিচারে মুক্ত হবার সম্ভাবনা আছে।