নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কেরু কোম্পানির কোন ড্রিংকসটা আপনার পছন্দ ??

০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯



একটা বিজ্ঞাপন চিত্রে দেখাচ্ছে কেরুর আউটলেট খুলছে কক্সবাজার এবং কুয়াকাটায় । পর্যটন কর্পোরেশন এই বিক্রির বিষয় হ্যান্ডেল করবে । সিনথেটিক ড্রাগস বন্ধ করতে হলে লিকারের প্রসার বাড়াতে হবে । সেই সাথে বিদেশ থেকে চোরাই পথে যে মদ দেশে আসে তাও বন্ধ করতে হবে । এক পেগের বেশি নয় , দুই পেগই যথেষ্ট । 'র' খাওয়া ঠিক নয় জল বা পানি মিশিয়ে খান । কেরুর জিন বা ভদকা গরমে আর শীতে খুবই মজাদার করে তোলে জীবনটাকে । অসুখ বা ব্যামো থাকলে দোয়া দুরুদেই আবদ্ধ রাখুন জীবন । দেশের প্রথম বিয়ার ফ্যাক্টরিতে আমি ক'মাস কাজ করেছি । আমরা তখন হিসাব করেছি সরকার যে পরিমান লেভি বিয়ার থেকে নেয় তাতে করে ৫০ টা বিয়ার ফ্যাক্টরি থেকে আমাদের বাজেট উঠে আসবে । গালাগালি করার আগে চেয়ে দেখুন দেশটাতে মাদকের সর্বনাশা প্রসারে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে । সে তুলনায় সীমিত অ্যালকোহল শরীরের জন্য উপকারী , একজন ডাক্তারকেই জিজ্ঞাসা করে দেখুন না । কেরুর বিয়ার তৈরির কারখানা চালুর পথে ।


চিয়ার্স গাইজ !!


ছবি নেট থেকে

মন্তব্য ৫১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেরুর হুইস্কি আছে সম্ভবত। এটাই সম্ভবত সরকার চালিত একমাত্র মদের কারখানা।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: আছে তবে স্কচ হুইস্কির তুলনায় তেমন স্বাদ নেই । হুম , কেরুর পরিধি বাড়ছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মদ খাইনা। শিশা খাই মাসে ১/২ বার।

ইদানিং শিশা ফুঁক দেয়ার সময় - শেরজা ভাই এর "ধরো কলকি মারো টান পোস্টটির কথা মনে পড়ে"

০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

শাহ আজিজ বলেছেন: আমি শিশা খাইনি তাই ওটার স্বাদ বলতে পারব না ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: গীবত মিথ্যা হিংসা নিন্দার পাপের শাস্তির চেয়ে মদ খাওয়ার শাস্তি কম হওয়া উচিৎ।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও সত্যি কথা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: ট্রাই করতে পারলে জানামুনে ভাই

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫

শাহ আজিজ বলেছেন: ধীরে পান করতে হবে ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সিগারেট ছাড়া বাঁকি কিছুর অভ্যাস ছিলো না। সাহেবদের মত পাইপ খেতে ইচ্ছা হতো।
সব সময় রাশান রাশান করি বলে বোধহয় ভদকার উপর টান অনুভব করি। খেতে স্বাদ কোনটা? জিন?

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: ভাদ্র মাসের তাল্পাকা গরমে চিলড বিয়ার ভাল । জিন টনিক মিশিয়ে খেলে ভাল লাগবে ।


ভদকা পৌষের কড়া শীতে ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৯

কামাল৮০ বলেছেন: খাওয়া শুরুই করেছিলাম বিদেশী দিয়ে।পরে যখন পারমিট নিলাম তখন কেরু ছাড়া উপায় নাই।নিষিদ্ধ যে কোন জিনিসের উপর মানুষে একটা আকর্ষণ থাকে।স্বাভাবিক করে দিলে অতটা আ্কর্ষণ থাকবে না।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: দেশে আসার পর এক বন্ধু পারমিট করে দিয়েছিল । গত বাইশ বছর আমি পানের অযোগ্য । এক সময় প্রতিদিন নিয়ম করে খেতাম । স্বাভাবিক করে দিলে অতটা আ্কর্ষণ থাকবে না। রাইট ইউ আর । চীনে মুদির দোকানে মদ পাওয়া যায় কিন্তু সবাই খায় না । আমার চাকরি জীবন গোল্ডেন টাইম ছিল ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

একলব্য২১ বলেছেন: শাহ আজিজভাই, দারুর সাথে চাট হিসাবে কি খেলে ভাল হয়। মদ কি ডিনারের আগে খাব না পরে। :D

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: বাদাম , চটপটি ভাল লাগবে । ডিনারের আগে শুরু করে ডিনারের পরে শেষ করলে স্বাস্থ্যকর ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

ইমরোজ৭৫ বলেছেন: ও।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: ইমরোজ তুমি এখনো ছোট , তাকাইও না এইদিকে ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সিগারেট হুক্কা-শিসার চেয়ে মদ-বিয়ার ভাল।
পরিমিত মদ বা বিয়ার ক্ষতিকর কিছু নয়।
বংলাদেশে ভেজাল মদের ভিড়ে কেরু নিরাপদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: সহমত হাসান

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৩

কামাল৮০ বলেছেন: এখানে কোন নিষেধ নাই অভাব নাই, তার পরও খাওয়া হয় না।ডাক্তারের বারন।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: আমার ২২ বছর আগে দোকান বন্ধ ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৭

একলব্য২১ বলেছেন: বছর দুয়েক আগে আমার এক বন্ধু এক বোতল স্কচ গিফট করেছিল। বারণ করার সত্যেও আমাকে দিয়ে গেছে। যেহেতু আমি খাই না, তাই কাউকে দেওয়াও নীতিগতভাবে ঠিক হবে না বলে সেভাবেই বাড়ীতে পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই মদ কি এখনো পানের যোগ্য না কি toxic হয়ে গেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: অ্যালকোহল নষ্ট হয়না ।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক কিছু বলতে ইচ্ছে হয়, বলতে চাই কিন্তু ঠিক বলা হয়ে ওঠে না। সাধের এক জনমে কতকিছু আর ভাবা যায়? কতকিছু নিয়ে কত কি আর লিখা যায়? হুমায়ুন আজাদ স্যারের কবিতাই আপাতত আমার উত্তর।

"আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চ'লে যাবে শহর বন্দর ধানক্ষেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ'লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।"

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

শাহ আজিজ বলেছেন: ওসব হুমায়ুন আজাদের ফালতু আবেগ । আমি খুব মানি না কবিদের আবেগের ভাষা ।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: এক পেগের বেশি নয়, দুই পেগই যথেষ্ট, তিন পেগ হলে ভাল হয়।
চা এবং কফির পরে বিশ্বের তৃতীয় জনপ্রিয় পানীয় হচ্ছে বিয়ার। এই বিয়ারের মত হালকা পানীয়কে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবী জানাচ্ছি। আচ্ছা দেশের প্রথম বিয়ার কোম্পানির নাম কি?
পরিমিত অ্যালকোহোল স্বাস্থ এবং মন উভয়ের জন্য দারুণ উপোকারী।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: যমুনা গ্রুপ বের করেছিল কিন্তু হিজাবি হুইস্কি সরকার বাঁধা দিয়ে বাবুলকে জেল খাটিয়ে নাস্তানাবুদ করেছিল । বিয়ারকে একেবারে উন্মুক্ত করা উচিত । ক্রাউন বিয়ার ।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: আমার এক মুসলিম বন্ধু মদ খেতে খেতে বলেছিল যে মদ খাওয়া হারাম নয় কিন্তু নেশা হওয়া হারাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: B-) মন্দ বলেননি কিন্তু ।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫

পোড়া বেগুন বলেছেন:
কেরুর কোন ড্রিংকস আমি পান করিনা।
এগুলো হারাম। যারা পান করে তারা বলতে
পারবে। আপনি কী ড্রিংক করেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: একসময় খেতাম গেল দুই যুগ ছুই না তবে খুব ফিল করি ।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: বুঝলাম :) আপনার জন্য আফসোস ছাড়া গতান্তর নেই

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: হ তপন দুঃখ কোথায় রাখি :((

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

খাঁজা বাবা বলেছেন: দেশের প্রথম বিয়ার ব্র্যান্ড কি?

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: যমুনা গ্রুপের ক্রাউন ব্র্যান্ড , এখন বন্ধ , মনে হয় শিঘ্রিই খুলে দেবে ।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

একলব্য২১ বলেছেন: বিষাক্ত মদ খেয়ে অনেকের মৃত্যু হয় বা শারীরিক ক্ষতি হয়। মদ কি করে বিষাক্ত হয়। এ সম্পর্কে আপনার কোন ধারনা আছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯

শাহ আজিজ বলেছেন: ভেজাল মদ যা মেথিলেটেড স্পিরিট দিয়ে তৈরি হয় তা লিভারে বিষক্রিয়া করে পানকারীর মৃত্যু ঘটায় । এসবকে বাংলা মদ বলে ।
নিয়মিত বাংলা মদ রেকটিফায়েড স্প্রিরিট দিয়ে তৈরি ।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১১

রানার ব্লগ বলেছেন: কেরুর মদ অতো ভালো হবার কথা না। গতোকাল কেরুর মদ বোতলজাত করার ভিডিও দেখলাম আধুনিক এই যুগে যেখানে সব কিছু অটমেটিক মেশিনে হয়ে সেখানে কেরু হাত দিয়ে অস্বাস্থ্যকর ভাবে পানিয় বোতলজাত করে। আর বোতল গুলাও তেমন উন্নত মানের না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: কথা সত্য । ইংল্যান্ডের গরডোন জিন কোম্পানি বাংলাদেশ থেকে স্প্রিরিট কেনে প্রতি বছর । কেরুর জিন আন্তর্জাতিক মানের হয় । নতুন মেশিন বসছে কেরুতে । এই লাভজনক প্রকল্পকে সরকার সম্ভবত আরও ভাল পর্যায়ে নিতে চাইছে ।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেরু এন্ড কোং নাকি চিনিতে লস এবং মদে প্রচুর লাভ করছে। তো এই বয়সে আপনার এক পেগ দুই পেগ হিসেব করে লাভ কি? :D

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: মিয়া , আউট হয়া গেলে মুশকিল :(

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি খুব মজার মানুষ। :) মনটা এখনো তরুণ। আপনার জন্য শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০২

শাহ আজিজ বলেছেন: মনের দিক দিয়ে তারুন্য ধরে না রাখলে বেচে থাকার অর্থ নেই । কিছু বুড়ো আছে শুধু ছড়ি ঘোরাতে পছন্দ করে ।



ধন্যবাদ ।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৯

অনল চৌধুরী বলেছেন: অঅচ পর্যন্ত পৃথিবীর কোোন বিঝআনী প্রমাণ করতে পারননি যে মদে ভালো কিছু আছে।
মাদকের বিকল্প মদ হতে পারে না। ভারতের লোকজন কম দামে বিক্রি হলেও ফেন্সিডিল খায় না। কিন্ত তারা মদ খেয়ে নিজেদের ধ্বংস করে।
১৯৯০ সালে এরশাদের পতনের পর দেশে ফেন্সিডিল আসা শুরু হলে আমার প্রায় সব সহপাঠী আসক্ত হয়ে পড়েছিলা।
আজ ৩২ বছর পরও তাদের একজনও এই নেশা ছাড়তে পারেনি। কয়েকজনের বিয়ে ভেঙ্গেছে। বউ দেশে-বিদেশে পালিয়েছে।
কিন্ত আমি চা-সিগারেট-মদ-মাদক কিছুই খাইনা। এসব আমার ভালো লাগে না।
আমার মাদক হলো পড়াশোনা, গবেষণা, লেখালেখি,ছবি দেখা, অভিযানে যাওয়া, শরীরচর্চা আর অপরাধীদের শায়েস্তা করা।
মাদকের পরিবর্তে মদের খাইয়ে তরুণ-বৃদ্ধ সুপথে আনা যাবেনা।

১৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , একমত আপনার সাথে । কিন্তু যারা সীমিত পরিমান পানীয় পান করে আমি তাদের মানা করিনা । আমি নিয়মিত পান করতাম , আজ বাইশ বছর ছেড়েছি শারীরিক কারনে । তবুও এখনও আমি পছন্দ করি পান করতে । যারা নিয়মিত পরিশ্রম করেন , যারা উপযুক্ত খাবার খান পানীয় তাদের জন্য উত্তম , মাতাল হবার জন্য নয় , রিলাক্সের জন্য ।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

তোম বলেছেন: https://incrediboxsprunki.io serves as an educational tool, introducing users to the fundamentals of music composition, rhythm, and sound layering.

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: কয়েক বছর আগের পোস্ট জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ । লিঙ্কে যাইনা সাধারনত , স্পামের ভয়ে ।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬

কু-ক-রা বলেছেন: উহা (শাহ আজিজ) মদখোর।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: মু হা হা হা-------------

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬

নতুন বলেছেন: বিদেশী পর্যটন আনতে হলে অবশ্যই এলকোহলিক ড্রিংসের সুবিধা রাখতেই হবে।

বিদেশীরা শুধুই সাগরের হাওয়া খেতে কক্সবাজার আসবেনা।

তবে আমাদের দেশের জনগনের অতিউতসাহী, এরা মাত্রা ছাড়া পান করে সমাজে ঝামেলা করবে।

লিমিট জানলে এলকোহলিক ড্রিংস থাকলে মাদকের ব্যবহার কমানো সম্বভব।

মালোয়েশিয়া, দুবাইয়ের মতন আইন করে নিয়ন্ত্রন করে রাখা সম্ভব।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: কেরুর ইমপেরিয়াল হুইস্কি একবার ট্রাই করেছিলাম। যেহেতু অন্য কোনো ব্রান্ড আগে বা পরে কখনো ট্রাই করিনি তাই এটার স্বাদ পারফেক্টলি কেমন তা বলতে পারবো না।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: কেরু এখন আর খাই না। আগে জলের মতো খেতাম। এটার গন্ধ বেশি এবং বাজে হ্যাংওভার হয়। দেশি মদের মধ্যে আমার হান্টার বিয়ারটা পছন্দ। আর কেরুর প্রোডাক্টগুলার মধ্যে রাম বেশি পছন্দ ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.