নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আজি ঝর ঝর মুখর বাদর দিনে

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:০৮



লম্বা অপেক্ষার পর গেল রাতে অভিমান ভেঙ্গে বর্ষা দেবী ঝরিয়ে দিল তার সঞ্চয় । তারপরও শরীরে যে তাপ সঞ্চয় হয়েছে মনে হয় রাস্তায় না নামলে শীতল ভাবটা আসবে না । গতকাল বিকেলে আকাশে বিক্ষুব্ধ মেঘেদের ঈশান কোনে অজানা কাউকে ধাওয়া করতে দেখে মনটা আনন্দে নেচে উঠেছিল । ভোররাতে আলসেমিভরা হাত দিয়ে চাদরে ঢেকে নিলাম নিজেকে , বুঝলাম দেবী এসেছে । কিছুটা হলেও স্বস্তি । আজ গান শোনার দিন । খিচুড়ি ইলিশ আর ভুনা গরুর মাংস খাওয়ার দিন ।


স্বাগতম শ্রাবন ।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:২০

রানার ব্লগ বলেছেন:


বর্ষা দেবী নৃত্য করে
তা ধেই তা ধেই তিত্ত
শ্রাবন মাসে বর্ষ্টি চাই
নিত্ত নিত্ত নিত্ত ।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: হুম
দেব বৃষ্টি
তুষ্ট করো আগে
ভোগ দিয়ে আমারে

২| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কাক ভেজা শ্রাবণে তোমায় ভাবছি আনমনে .............।

স্বাগতম শ্রাবণ

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৩

শাহ আজিজ বলেছেন: গোটা আবহাওয়া উল্টে পাল্টে গেছে এই বছর ।

সামনের দিনগুলোতে কি আছে কে জানে ।

৩| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার দুটি পেঁপে গাছের মাথা ভেঙ্গে বর্ষা আমায় জ্বালায় ফেলল। এখন পেঁপে কুটে কুটে ভাঁপ দিয়ে ডিপে রাখছি। আমি একা মানুষ। রান্না করে খেতে খেতে অনেক দিন লেগে যাবে। সেজন্য আমি বৃষ্টির প্রতি বিরক্ত আছি।

০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: পেপে সংরক্ষনের উত্তম বুদ্ধি ।

আমরা বর্ষাকে স্বাগতম জানিয়েছি শরীর মন ঠাণ্ডা করার জন্য ।

৪| ০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

কামাল১৮ বলেছেন: তীব্র তাপদাহের পর এক পশলা বৃষ্টির মতো আরাম দায়ক আর কিছু হয় না।কাব্যিক ভাষায় সুন্দর লিখেছেন।

০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । এবারের তাপদাহ ভিন্ন রকমের , ভিন্ন যন্ত্রনার ।

৫| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: খিচুরী খেলাম। গরুর মাংস দিয়ে। কিন্তু ইলিশ ছিলো না।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: যাক গরুতো খাইছ ! ওতেই হবে ।

৬| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাব্যিক প্রকাশ।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: বর্ষা , হেমন্ত , শীত , বসন্ত পুরোটাই কাব্যমথিত কিন্তু বর্ষার একটা আলাদা মাদকতা আছে । প্রায় সব কবিই বর্ষা নিয়ে মাতামাতি করেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.