নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ক্ষুধার যন্ত্রনায় আহত শিশু

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৪



অনেক কিছুই সয়ে নেবার মত আছে কিন্তু ক্ষুধা ? ক্ষুধা ? ক্ষুধার যন্ত্রনা সইবার নয় । ক্ষুধার যন্ত্রনায় ভুগছে এই ধরিত্রীর কোটি মানুষ । এই অসহায় জননী কেঁদে কেটে মাগিছে এক টুকরো রুটি মানুষ ও দেবতার কাছে । মানুষ বলল যুদ্ধ নিয়ে খুব ব্যাস্ত । আর দেবতা জানাল পূজারী নিয়েছে খাবার তাবৎ তোকে কিইবা দেব রে রমণী । রমনের জন্য তোর শরীরে নেই কিছু অবশিষ্ট । জননী কেঁদে বলে রুটি দিয়ে শিশুর মুখে রমনে হও লিপ্ত হে দেবতা , তবুও খাদ্য দাও । দেবতা কইল টেনশনে আছি খুব । আমাদের সঙ্গী প্রিগোজিন শেষ হয়েছে স্রষ্টা পুতিনের হাতে । এখন পুতিন আমাদের জন্যও থ্রেট । ভাবছি চাঁদে পাড়ি দেব । মোদীর সাথে শলা পরামর্শ করতে হবে চাঁদের দক্ষিন অংশ নিয়ে । ওখানেই বাধবো ডেরা । রমণী হুঙ্কার দিয়ে বলল তবুও দাও রুটি হুঁশ হারা ক্ষুধার্ত শিশুকে । দেবতা বলল চাঁদে চলে আয় , মিলবে রুটি । রমণী চিৎকার করে বলল তবেরে দেবতা ভাঙবো তোর মূর্তি শাবল আর খোন্তা দিয়ে ।।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতি ও বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন হলো ক্ষুধামুক্তি।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: ওখানেই ব্যার্থ পৃথিবী ।

২| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৮

জ্যাক স্মিথ বলেছেন:

তবেরে দেবতা ভাঙবো তোর মূর্তি শাবল আর খোন্তা দিয়।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: লাখো টাকা হয় খরচ তীর্থ যাত্রায় , এক টাকাও নয় ক্ষুধায় ।

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব হাতে কাজ দেওয়া ও সব মুখে খাবার দেওয়া রাষ্ট্র ও পৃথিবীর প্রধান দায়িত্ব।

২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৬

শাহ আজিজ বলেছেন: সহমত । সবার কাজ চাই ।

৪| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪০

রাসেল বলেছেন: আমরা জানি, উপলব্ধি করি সব। কিন্তু তারপর, সবকিছু হারিয়ে যায়। মানুষ কবে মানুষ হবে।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: খুব বড় প্রশ্ন মানুষ কবে মানুষ হবে ।

৫| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

অগ্নিবেশ বলেছেন: ক্ষুধার্তরা মুসলমান হলে আল্লহকে দোষারোপ করতে পারেন, কারন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর দোষ ধরবে কে? পাগল? সব দোষ ঐ ক্ষুধার্তদের, তারা আল্লাহকে খুশী করতে পারে নি, নামাজ রোজা করেনি। আল্লাহ খুশী হলে মুসলমানদের কোনো খাবার অভাব থাকত না। এদিকে বিপদে আছি আমার মত ফুটো নাস্তিকেরা, আল্লাহ আমাদের উপর খ্যাপা, চাইলেই যে কোনো সময় মাথায় থাডা ফেলায়ে দোজোখে দিয়ে দেবে। খুবই ভয়ে আছি।

২৫ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৩

শাহ আজিজ বলেছেন: :-B যা বলেছেন --------------------

৬| ২৫ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

কামাল১৮ বলেছেন: এর থেকে মুক্তির একমাত্র পথ সুষম বন্টন।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: সুষম বণ্টন কোথাও হয়নি আর হবেও না । কথিত সুষমের নামে নেতারা ভাল থাকে ।

৭| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৮

তানভির জুমার বলেছেন: অগ্নিবেশ বলেছেন: ক্ষুধার্তরা মুসলমান হলে আল্লহকে দোষারোপ করতে পারেন, কারন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর দোষ ধরবে কে? পাগল? সব দোষ ঐ ক্ষুধার্তদের, তারা আল্লাহকে খুশী করতে পারে নি, নামাজ রোজা করেনি। আল্লাহ খুশী হলে মুসলমানদের কোনো খাবার অভাব থাকত না। এদিকে বিপদে আছি আমার মত ফুটো নাস্তিকেরা, আল্লাহ আমাদের উপর খ্যাপা, চাইলেই যে কোনো সময় মাথায় থাডা ফেলায়ে দোজোখে দিয়ে দেবে। খুবই ভয়ে আছি

আপনাদের মত নাস্তিকদের ইসলাম নিকে জ্ঞান এত কম কেন? নাস্তিকতার পূর্বশর্ত হচ্ছে ইসলাম নিয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে।

জীবন পরিচালনা করবেন শয়তানের নীতি দিয়া আর দোষ দিবেন সব ইসলামরে এটা কি করে হয়? ইসলামের অন্য নীতির কথা বাদই দিলাম শুধু একটা বলি। পৃথিবীর প্রায় ৭০% সম্পদ ১০% মানুষের কাছে, যেটা ইসলামে হারাম।

২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুমার । আমি কোথাও ধর্মকে নিয়ে টানাটানি করিনা , ইউ হ্যাভ ডায়ালড এ রঙ নাম্বার !!

৮| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৩

ধুলো মেঘ বলেছেন: সৌদি আরব বিলিয়ন ডলার দিয়ে প্লেয়ার কিনতে পারে, কিন্তু আফ্রিকার ক্ষুধাতুর মানুষের সাহায্যার্থে মিলিয়ন ডলারও ব্যয় করতে পারেনা। ধ্বংস হোক এদের লোকদেখানো জৌলুস।

২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: হুম , ধন্যবাদ উচিত কথার জন্য । ওদের সামান্য দান খয়রাত এই ধরিত্রিকে করতে পারে ক্ষুধাহীন ।

৯| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ধনী দেশ গুলোড় উচিৎ দরিদ্র দেশ গুলোতে নজর দেওয়া।

২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১৪

শাহ আজিজ বলেছেন: একথা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই বলা হচ্ছে ।

১০| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৯

নাহল তরকারি বলেছেন: বুফেতে খাদ্যের অপচয় বেশী হয়।

২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: হুম , মিরপুরের একটি বুফেতে খাবার নষ্টের জন্য ১০% বেশী মুল্য দিতে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.