নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতারন বলেছেন:
শাহ আজিজ -এর সব পোষ্টই কপি করা তা আমি জানি।
তার পরও আমি ওনার পোষ্ট আমি পড়ি, মন্তব্যও করি,
কারন বেচারা এতো কষ্ট করে ও যোগার করে আমাদের সামনে এনেছে!
অভিযোগ গুরুতর । আমি খুব অপমানিত বোধ করছি উপরের মন্তব্যে ।
একটি প্রতিযোগিতায় আমি স্বেচ্ছায় বিচারিক হিসাবে যোগ দিতে চেয়েছিলাম , আমি স্বেচ্ছায় আমার সমর্থন প্রত্যাহার করে নিলাম ।
বিদায় সামহয়ার ইন ব্লগ ।
২| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি!!
প্রায় বছর ঘুরে এসেই দেখি আপনার এমন বেদনা ভরা আক্ষেপের পোষ্ট!
অভিযোগ আসলে- চলে যাওয়াই কি সমাধান?
আপনিতো বিদগ্ধজন। আপনি অভিমান করবেন না প্লিজ।
৩| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আপনার পোষ্ট পছন্দ করি। আপনি যাবেন না- প্লিজ।
৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৯
জুন বলেছেন: এই সব কথা আমারও এক সময় অনেক কষ্ট লাগতো শাহ আজিজ ভাই। তবে জানা যেদিন সাক্ষাতে আমার কষ্টের কথা শুনে বলেছিল "ব্লগিং করতে হলে গায়ের চামড়াকে গন্ডারের মত পুরু করতে হয়, পিঠে ছালা বাধতে হয়"। তবে সাথে সাথে আমি তা পারি নি। এখন একটু একটু পারি। আপনারও তো পারা উচিত ভাই। আমরা তো সমসাময়িক তাই না। কোথায় যাবেন? এখানে সবার সাথে আড্ডা দিয়ে মনটা ফ্রেশ হয়, সময় কাটে। দেখেন না আমি আজ সেই সকাল থেকে ব্লগিং করতে করতে ঢাকা এসেছি বিকেলে
৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
বিদায় বললেই সবাইকে বিদায় দেয়া যায় না। আর অভিমান করে সমস্যার সমাধানও হয়না। লড়তে হয় বুদ্ধিমত্তার সাথে।
৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫০
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথম প্রথম ফেসবুকে এমন সব পোষ্ট দেখা যেতো। একজন পোষ্ট দিতো "বিদায় পেচবুক" আর সবাই ত্যালাইতো যে যাইয়েন না, থাকেন! ব্লগেও এমন মাঝে মধ্যে দেখা যেতো। তবে বেশ অনেকদিন পর এমন "এ্যাটেনশন সিকিং" পোষ্ট দিলেন বলে পুলকিত ফিল করতেছি।
যান, আর থাইকেন না এই অপমান ভরা জায়গায়!
৭| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: উনি সেই লোক যে ছেলের জন্য বৌ খুঁজতে ছিলো ব্লগে।তার সাথে রাগ করা আর কলা গাছের সাথে রাগ করা সমান।
৮| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: না না। বিদায় বলবেন না। প্লীজ।
দেখুন মানুষের মুখে লাগাম থাকে না। এই অনলাইনের যুগে একজন আরেকজনকে অন্যায্য ভাবে অনেক কথাই বলে ফেলে। যা অন্যায়। একজন অন্যায় করলে তাতে আপনি কেন সরে যাবেন। আপনি থাকুন এবং তাদের ভুল ধরিয়ে দেন।
৯| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না, ভাইয়া। এটা কোন সমাধান নয়।
চলে যাবেন না, প্লিজ!!!
১০| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি বিচক্ষণ মানুষ। কমেন্টের ওজন দেখে কমেন্টদাতাকে মেপে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি।
১১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ভুল বা অন্যায়কে মেনে নিয়ে বিদায় নেয়াটা সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয় না বরং থাকুন, ভুল বা অন্যায়ের সাথে সংঘর্ষ করেই টিকে থাকুন। একজনের কথায় চলে যাওয়াটাকে আমি হেরে যাওয়া বলেই মনে করি। অন্তত মোকাবিলা করুন, সবাই আপনার পাশে আছে।
১২| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৮
শেরজা তপন বলেছেন: এর আগের পোস্টে আপনি প্রথম মন্তব্যের যেমন বোল্ড উত্তর দিয়েছেন পরের মন্তব্যের উত্তরটা সেভাবে দিলেই চলত।
অযথাই কেন মন খারাপ করেন- আপনার মত অগ্রজ ব্লগারদের এমন কথায় আমরা হতাশ হয়ে পড়ি। দয়া করে এমন ফালতু ডিসিশন নিবেন না।
১৩| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৯
সেতু আমিন বলেছেন: চলে যাবেন না। প্রয়োজনে কিছু দিন বিরতি নিয়ে ব্লগে ফেরত আসুন।
১৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ভালো মানের পোস্ট দিয়ে থাকেন। তাই কারও কথায় ব্লগ ছেড়ে যাবেন না। ভার্চুয়াল জগতের কটু কথা মূল্যহীন। আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন আশা করি।
১৫| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৩
আমি সাজিদ বলেছেন: জগতারণের প্রতি সম্মান রেখেই বলি, উনার এই মন্তব্যকে এক ভাগ গুরুত্ব দেওয়ারও দরকার নাই। জগতারণ ও আপনার মধ্যে যদিও কোনভাবেই কম্পেয়ার করা উচিত নয়। তবুও অন্য স্বাভাবিক ব্লগাররা আপনাকেই উনার চেয়ে বেশী আপন ভাববে।
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১
কাছের-মানুষ বলেছেন: অভিমান ভেঙ্গে ফেলুন! ব্লগিং করতে হলে সমালোচনা প্রুফ জ্যাকেট গায়ে চেপে ব্লগিং করতে হয়! আপনার মত বুজুর্গ ব্লগার কান্নাকাটি করে ব্লগিং ছাড়ার ঘোষণা দেয়া সত্যিই দুঃখজনক।
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৭
মিরোরডডল বলেছেন:
যে মানুষ তার ছেলের বিয়ের জন্য ব্লগে বিজ্ঞাপন দেয়, এবং যেই বিজ্ঞাপনের সিলেকশন ক্রাইটেরিয়া থাকে:
*** পাত্রীকে বুয়েট থেকে বা মেডিক্যাল থেকে পাশ করা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু হাউজ ওয়াইফ হয়ে থাকতে হবে, কাজ করতে চাইতে পারবে না।
*** মেইনলি, পাত্রী কোনো প্রকার কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করবে না বার্থ কন্ট্রোল করবে না এই মর্মে বিয়ের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
বিয়ের আগে শ্বশুর মশায়ের কাছ থেকে ছেলের বউয়ের জন্য এমন বিজ্ঞাপন মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল!!!
সেই ডিজগাস্টিং ইতিহাস যিনি রচনা করেছেন, সে আর যাই হোক সুস্থ মানসিকতার কেউ না।
সেরকম একজনের মন্তব্যকে যে কাউন্ট করবে, সে একজন বোকা।
Now it's up to you man! do you want to be a fool?
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:১৬
ঢাকার লোক বলেছেন:
:** পাত্রীকে বুয়েট থেকে বা মেডিক্যাল থেকে পাশ করা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু হাউজ ওয়াইফ হয়ে থাকতে হবে, কাজ করতে চাইতে পারবে না।
*** মেইনলি, পাত্রী কোনো প্রকার কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করবে না বার্থ কন্ট্রোল করবে না এই মর্মে বিয়ের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হব।"
মিরোরডডল কে ধন্যবাদ, এ দারুন বিজ্ঞাপনটা এখানে তুলে ধরার জন্য। এমন বিজ্ঞাপন যিনি দিতে পারেন তার মানসিক সুস্থতা প্রশ্নবিদ্ধ! তার কথায় রাগ করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না।
১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৩৭
ঢাবিয়ান বলেছেন: ব্লগার জুলভার্ন চলে গেছেন, কিন্ত ব্লগাররা তাকে সবর্দা মিস করে। জানিনা কেন তিনি ব্লগে আর ফিরলেন না। এমনিতেই ব্লগ ব্লগার শূন্যতায় ভুগছে, দয়া করে ব্লগের কথা একটু ভাবুন।
২০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৭
সোহানী বলেছেন: মানে কি আজিজ ভাই!! কে কি বললো, আর আপনি রাগ করে চলে গেলেন???
এসবকে পাত্তা দেবার মতো কি বয়স আছে আমার কিংবা আপনার???
আমি কিন্তু কারো ধার ধারি না। আশা করি আপনিও ধারবেন না ও পুনরায় লিখবেন।
২১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৮
ইসিয়াক বলেছেন: আপনি যাবেন না প্লিজ।
২২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬
রানার ব্লগ বলেছেন: পরের কথায় কান দিয়া লাভ কি বলেন ? ব্লগ আপনার ওখানে আপনি কি লিখবেন ওটা আপনি ঠিক করবেন অন্য কেউ না । চোরের সাথে রাগ করে মাটিতে ভাত খাওয়ার দরকার টা কি ?
২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২০
রানার ব্লগ বলেছেন: মিরোরডডল বলেছেনঃ যে মানুষ তার ছেলের বিয়ের জন্য ব্লগে বিজ্ঞাপন দেয়, এবং যেই বিজ্ঞাপনের সিলেকশন ক্রাইটেরিয়া থাকে:
*** পাত্রীকে বুয়েট থেকে বা মেডিক্যাল থেকে পাশ করা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু হাউজ ওয়াইফ হয়ে থাকতে হবে, কাজ করতে চাইতে পারবে না।
*** মেইনলি, পাত্রী কোনো প্রকার কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করবে না বার্থ কন্ট্রোল করবে না এই মর্মে বিয়ের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
সত্যি না কি ? এ আবার কেমন কথা ? হাসবো না কাঁদবো বুঝতে কষ্ট হচ্ছে । ওনার আশু চিকিৎসা প্রয়োজন ।
২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮
মুনাওয়ার সিফাত বলেছেন: কারো মন্তব্যে হতাশ হলে পাছে লোকে কিছু বলে কবিতার মর্মার্থ কই শিখলেন আর!
২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আপনি আসুন।
জগতারন আপনার সাথে রসিকতা করেছেন।
২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
জ্যাক স্মিথ বলেছেন: আপনি একজন পুরোনো ব্লগার হয়ে এমন একজন ফেক আইডির মন্তব্যে কষ্ট পাওয়া ঠিক হয়নি। অতি শিঘ্রই চলে আসুন। ভুল মানুষের প্রতি অভিমান করে লাভ নেই।
শুনেছি ওই লোকটি নাকি প্রতি মাসে একটি করে বাচ্চা নেয় এখন আবার তার ছেলের জন্য বউ খুঁজতেছে প্রতি মাসে একজন করে পয়দা করার জন্য। এমন একজন চতুর্থ শ্রেণীর ব্লগারের মন্তব্যে আপনার অভিমান করা ঠিক হয়নি। অতি শিঘ্রই চলে আসুন।
২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনারা অগ্রজ ব্লগাররা এভাবে আমাদের ছেড়ে যাওয়াটা সত্যিই ভীষণ দুঃখজনক ।
ওনার মন্তব্যে আহত হবার কিছু নেই । বরঞ্চ আপনি এড়িয়ে চলুন । আপনি যোগ্য জবাব দিন , তা না করে আপনি যদি এমনভাবে আমাদের ছেড়ে চলে যান তা কিন্তু বড় পরিতাপের বিষয় হবে । আপনি থাকুন অগ্রজ !!
২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
জটিল ভাই বলেছেন:
অফলাইনে ভালো থাকবেন।
২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১
অধীতি বলেছেন: এটা ঠিক না। আপনারা হচ্ছেন ব্লগের প্রাণ। এভাবে কারো কথায় চলে যাওয়া ঠিক না।
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০
কিরকুট বলেছেন: কিছু অপ্রয়জনীয় প্রানীর প্ররোচনায় ব্লগে ছেড়া জাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হইবে না । জগা মগার জন্য আপনি কি দুঃখে ব্লগ ছাড়বেন । ব্লগ ছাড়তে হলে যথেষ্ট ব্যখ্যা থাকা জরুরী ।
৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১
মেহবুবা বলেছেন: ১৭ নম্বর মন্তব্য এ জগতারণকে কিছুটা জানতে পারা গেল, এমন একজনের মন্তব্য অথবা কর্মকান্ডকে গুরুত্ব দেবার প্রয়োজন আছে কি? এনার কারনে ব্লগ ছাড়া বা তেমন কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয়।
আপনি লক্ষ্য করেছেন হয়তো যে ব্লগে অনেক স্বাভাবিক সুস্থ বুদ্ধির মানুষ আছেন যারা ব্লগে আপনার পদচারনা ( এটা হস্তচারণা হবে বোধ করি) আশা করে।
৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা কিন্তু সত্যি যে আপনার অধিকাংশ পোস্ট কপি করা। মন খারাপ হলেও চলে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আপনার উচিত হবে নিজের মতো করে লেখা।
৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩
আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার লেখা খুবি ভালো লাগে। আমি আপনার ব্লগ নিয়মিত পড়ি। ব্লগে আপনাকে না পেলে খারাপ লাগবে।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজনের দেওয়া কোন বুলিং কিংবা মনখারাপ করার মতো কোন বিষয়ে মনোক্ষুন্ন করে চলে যাবেন ভাই! বাকিরাতো রয়েছে। এই ব্লগ পাড়ায় আপনারা প্রবীণ আপনাদের কাছে শিখবো বলেইতো আসি। যাবেন না ভাই।