নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবি ঠাকুরের নামে একটা পেজ আছে যাতে মাঝে মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ বিষয় ছাপা হয় । এবার এমন একটি বিষয় ছাপা হয়েছে যা সাংঘাতিক প্রণোদনা দেয় । কবিতা পড়ে উদ্ভুধ হয়ে ব্রিটিশ এক কিশোর যুদ্ধে যোগ দিয়েছিল । বাকিটুকু নিচের লেখাতে পড়ুন ।
______________________________________________________
১ অগাষ্ট ১৯২০। গুরুদেবের কাছে একটা চিঠি এসে পৌঁছাল। চিঠিটি লিখেছেন Susan Owen, কবি Wilfred Owen-এর মা। চিঠিতে তিনি লিখেছেন, "...আমার বড় ছেলে Wilfred দু'বছর আগে মারা গেছে ফ্রান্সে যুদ্ধ করতে গিয়ে। আমরা গভীর দুঃখ-তাপের মধ্যে আছি। জানি না এই চিঠি আপনার কাছে গিয়ে পৌঁছাবে কি না! কারণ, আমি আপনার ঠিকানা জানি না। তবু এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আপনার নামই আপনার ঠিকানা। তাই চিঠির উপরে শুধু আপনার নাম লিখেই পাঠালাম। যুদ্ধে যাওয়ার আগে আমার ছেলে আপনার কবিতায় মগ্ন হয়ে থাকত। সে বার বার পড়তো আপনার এই কবিতাটি, 'When I go from hence let this be my parting word, that what I have seen is unsurpassable.' অনুগ্রহ করে আমাকে জানাবেন, কোথায় আপনার এই অপূর্ব সুন্দর কবিতাটির সমগ্র অংশটি পাওয়া যাবে!"
SONG OFFERINGS-এর ৯৬তম কবিতা এটি। গীতাঞ্জলি-র ১৪২তম কবিতা,
'যাবার দিনে এই কথাটি
বলে যেন যাই---
যা দেখেছি যা পেয়েছি
তুলনা তার নাই।'
কবি Wilfred Owen-কে নাড়া দিয়েছিল এই কবিতা। যৌবনের প্রথম দিনগুলিতেই কবিকে পাড়ি দিতে হয়েছিল যুদ্ধক্ষেত্রে, এবং সেখানেই মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল..
Rabindranath Tagore পেজ থেকে ।
০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: আমাদের অনেকেই রবীন্দ্রভক্ত ।
২| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: রবি পড়ে যুদ্ধে গিয়ে প্রাণ দিল
নজরুল পড়লে সবাইকে মেরে আসতো হা হা হা
০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৮
শাহ আজিজ বলেছেন: হুম , হয়তো বা হ্যা , হয়তো বা না ।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: মানব মনের এমন কোন কামনা বাসনা নাই যা কবি প্রকাশ করেন নাই।কতো ভাবে যে তিনি প্রকাশ করেছেন তার কোন শেষ নাই।রবীন্দ্রনাথ জন্ম না নিলে আমরা অনেক পিছে পড়ে যেতাম।
০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৬
শাহ আজিজ বলেছেন: হুম , বাংলা অভিধানে পঞ্চাশ হাজার নতুন শব্দ সংযোজন করেছেন কবি ।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
সোনাগাজী বলেছেন:
কবিরা জীবনকে গভীরভাবে অনুধাবন করেন।
০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৭
শাহ আজিজ বলেছেন: কবিরা না জন্মালে পূর্ণিমা তার সৌন্দর্য হারাত ।
৫| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১০
শ্রাবণধারা বলেছেন: Wilfred Owen কোন ফরাসী কিশোর নয়, তিনি ব্রিটিশ কবি ও সৈনিক। তিনি কিশোর বয়সে যুদ্ধ করতে যান নি, যুদ্ধের জন্য নাম লিখিয়েছেন ২২ বছর বয়সে।
তার সম্পর্কে জানতে চাইলে নিচের লিংক দেখুন:
https://en.wikipedia.org/wiki/Wilfred_Owen
০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৩
শাহ আজিজ বলেছেন: দুঃখিত । আমরা আপনার তথ্য যাচাই করব ।
৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটা বই লিখেছি?
০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: নাহ , শুনিনি কখনো , বা দেখিনি ।
৭| ০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৫
রানার ব্লগ বলেছেন: কবিরাই মানব জীবন কে অনুভব করতে পারে।
০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: নীলক্ষেতের কবিগন জীবনকে কল্কেতে অনুভব করে । হক মওলা ----------------------------------
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি রবীন্দ্র নাথের একজন ভক্ত পাঠক।