নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হামাসকে অর্থায়ন করে কারা

২০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১


ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বিশ্বজুড়ে একটি আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। বিভিন্ন দাতব্য সংস্থা ও বন্ধুপ্রতিম দেশ থেকে তারা সহায়তা পায়। এর মধ্যে নগদ অর্থ গাজায় পাঠাতে তারা টানেল ব্যবহার করে। কিছু ক্ষেত্রে তারা ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তারা এটা করে থাকে। গাজা শাসন করে হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ওই সব তহবিলের অর্থ পাওয়া তাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, যা সংক্ষেপে হামাস নামে পরিচিত, সেটি ২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ডে একটি সরকার পরিচালনা করছে। সংগঠনটি যেভাবে অর্থ সংগ্রহ করে, তা বেশ জটিল। এর মধ্যে অনেক অর্থ সংগ্রহ করা হয় আইনিভাবে। আবার অনেক অর্থ আসে গোপনে।হামাসের মোট বাজেট ৩০ কোটি ডলারের কিছু বেশি। এই অর্থের বড় অংশ আসে ব্যবসা-বাণিজ্যের ওপর করারোপ থেকে। বাকি অর্থ আসে ইরান ও কাতারের মতো বিভিন্ন দেশ এবং নানা রকম দাতব্য প্রতিষ্ঠান থেকে।যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো কিছু দেশ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধে করেছে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিধিনিষেধ এড়াতে সংগঠনটি এখন আগের চেয়ে অনেক বেশি ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ড ও কৌশলী বাণিজ্য লেনদেন করে ।

ইরান প্রতিবছর হামাস ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীকে ১০ কোটি ডলার দেয়। যেসব পদ্ধতি এ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মধ্যে রয়েছে ছদ্ম কোম্পানির ব্যবহার, জাহাজের ভাড়ার জন্য লেনদেন ও মূল্যবান ধাতুর ব্যবহার।কাতার ২০১৪ সাল থেকে গাজায় শত শত কোটি ডলার দিয়েছে।



প্র আ

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

যহদদহৃমডদদৃ বলেছেন: new york seo

২| ২০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

কামাল১৮ বলেছেন: ইরান হামাসকে অর্থদেয় বলে মনে হয় না।হামাস সুন্নি উগ্রবাদী।ইরান অর্থদেয় হিজবুল্লাকে, যারা শিয়া।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: অনেকেই দেয় । আমি রয়টার্স থেকে খবর পেয়েছি ।

৩| ২০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:


ইরান হামাস সদস্যদের বেতন দেয় ও অস্ত্রে সাহায্য করে। জন্ডন ও ইউরোপের মুসলমান ও আরবের শেখেরা ডলার দেয়। ওরা বিদেশেও কারেন্সী ও মানি লন্ডারিং ব্যবসা করে।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: এমনটাই আমিও জেনেছি । ইরানের এই বিষয়ে শিয়া সুন্নি মতভেদ নেই ।

৪| ২০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: নানা মাধ্যমে টাকা এদের কাছে যথেষ্ট আসে ,নাহলে এতো দীর্ঘ সময় টিকে থাকতে পারতো না।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

শাহ আজিজ বলেছেন: ওরা আন্তর্জাতিক ভাবে কিছু ব্যাবসার সাথেও জড়িত ।

৫| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশ থেকে টাকা যায় না? একসময় পিএলও'র হয়ে বাংলাদেশ থেকে নাকি অনেকেই যুদ্ধ করতে গিয়েছিল।

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: ওটা যতদুর জানি লন্ডন থেকে সেটেল হয় ।

আমার বন্ধু ৭৮ সালে পি এল ও তে যোগ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল । ধরা পড়ে জেলে । এরপর ইউ এনের সাহায্যে ব্রাজিলে আশ্রয় । ভাল আছে ।

৬| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫০

কাঁউটাল বলেছেন: হামাসকে যাহারা ইচ্ছা অর্থ দিক, উহাতে আপনার কি?

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: নাহ , আমার কিছুনা , লুকে কইতাছে আর কি --------------

৭| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:

হামাস ছিল মিশরের একটি সন্ত্রসি গোষ্ঠি।
মিশর থেকে বিতাড়িত হয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী পিএলও সাথে ঢুকে যায়। পরে কট্টরপন্থা পুজি করে বিদেশী সাহায্য পেয়ে শক্তিশালি হয়ে উঠে এই সশস্ত্র সংগঠনটি।এরপর পিএলও আর সকল মধ্যপন্থি ফিলিস্তিনিদের বিতারিত করে বাকিদের কচুকাটা করে। জর্ডন নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রধান অংশ মেইনল্যান্ডের ফিলিস্তিনিরা হামাসকে পছন্দ করে না।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ তথ্য যোগ করায় ।

৮| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ইসলামিক রাষ্ট্রগুলোর আধুনিক যুদ্ধের লজিস্টিক সাপোর্ট নেই।

২১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: তরবারিতো আছে , ওতেই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.