নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কি ভাবছেন দেশ নিয়ে ?

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৭




দেশ চলছে , চলে যাচ্ছে একরকম । কাল কালভারট এর ওপর বসে বাজারের উত্তাপ নেয়ার চেষ্টা করলাম । ওখানে নানা শ্রেণীর মানুষ বসা ছিল । সবার মুখে দুশ্চিন্তা প্রকট । বাজার দর নিয়ে বড় সমস্যা । নির্দিষ্ট আয় কিন্তু লাগামহীন বাজারের মুল্য । কে আসছে কে যাচ্ছে এসব নিয়ে চিন্তা নেই কারো । চিন্তা বাজারে অতিরিক্ত ব্যয় । ডিসেম্বরে বাড়িভাড়ার খড়গ নামবে । এই দুঃসময়ে কি ভাবছেন আপনি প্রিয় ব্লগার । এই পাতাটি উন্মুক্ত আপনার জন্য , তুলে আনুন আপনার মতামত ।


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

মিরোরডডল বলেছেন:




আসলে এখানে আমাদের ভাবনার কিছু নেই কিন্তু অনুভব করার আছে।
we're so helpless!!!

আমাদের সাধারণ মানুষ কোন পরিবর্তন আনতে পারিনা, কিছু করার নেই আমাদের কিন্তু যাদের ভাবার কথা, যারা চাইলে সামান্য হলেও পরিবর্তন আনতে পারে, তারা এসব নিয়ে ভাবে না, কিছুই করে না, ইভেন তাদের দায়িত্বও ঠিকভাবে পালন করেনা।

সে কারণে সাধারণ মানুষের কষ্ট এখন আকাশসম!


০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ তোমাকে ডল । তুমি হাজার কিলোমিটার দূরে যেমন অসহায় ফিল করছ , আমাদের অবস্থাও ঠিক তেমন । আমরা ভাল নেই ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

সোনাগাজী বলেছেন:


দেশ চালাচ্ছেন শেখ হাসিনা ও তাঁর ক্যাবিনেট; দেশ যে ভালো চলছে না, এই ফিডব্যাক আসার দরকার ছিলো উনার দলের এমপি'দের থেকে, দলের প্রেসিডিয়াম থেকে, দলের বিবিধ ফোরাম ( শিক্ষকদের এসোসিয়েশন, ইন্জিনিয়াস এসোসিয়েশন, ডক্টরস এসোসিয়েশন, ইত্যাদি ) থেকে। কিন্তু শেখ হাসিনার সরকারে, নিজ দলের এই ধরণের নিজস্ব কোন ফিডব্যাকের ব্যবস্হা নেই। যেহেতু পার্লােমেন্টে বিরোধীদল বলতে উনার পালিত ক্রিমিনালরা ( জাপার রওশন, এরশাদের ভাই ), উনি কোনভাবেই ফিডব্যাক পান না; সবকিছু চলছে সরকারী কর্মচারী ও ক্রিমিনাল ব্যুরোক্রেটদের মন মতো।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , খুব সময়োচিত আলাপ পেড়েছেন । আমি চারিদিকে একটা অদ্ভুত নিরবতা লক্ষ্য করছি ।



এটা কি ঝড়ের পূর্বাভাষ ? কি মনে হয় গাজী সাহেব ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

সোনাগাজী বলেছেন:


ব্লগের ২/৪ জন প্রাক্তন সরকারী কর্মকর্তা ও বর্তমানে কর্মরত ২/১ জন কর্মকর্তার লেখার বিষয় আমি অনুরসরণ করেছি ও করছি, এদের ভাবনাচিন্তার বিষয়গুলো বুঝার জন্য; খুবই হতাশ হওয়ার মতো ব্যাপার।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: ভাবনা চিন্তাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত বা গাইডেড । ঝুট ঝামেলায় পড়বেন বলে কেউ গলা উচু করে কথা বলেন না । কারন গুম হওয়ার ভয় সবার আছে ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

সোনাগাজী বলেছেন:



ঝড় হয়ে লাভ নেই, ঝড়ের পর নতুন করে গড়ে তোলার মতো লোকজন নেই; শেখ হাসিনা তো বিশাল ঝড়ের পরই এসেছিলেন; শেখও ভয়ানক ভয়ানক ঝড়ের পর এসেছিলেন, দরকারী কোন পদক্ষেপ নিয়েছিলেন?

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশে কিঞ্চিত শিক্ষিত লোক দরকার রাষ্ট্র পরিচালনার জন্য । তাহলে ঢিল কোথায় মারতে হবে তা জেনেই তা মারবে ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: স্বাধীন হবার পর থেকে প্রায় অধিকাংশ সময় দেশে কোন কার্যকর বিরোধী শক্তি সক্রিয় থাকেনি যে কারণে এখানে সুষ্ঠ গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েই চলেছে। এমন পরিস্থিতিতে এর চাইতে ভাল কিছু হবার সম্ভাবনা ছিলনা।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: খুবই উপযুক্ত পয়েন্ট এনেছেন । পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে চালাতে হলে বিরোধী দল অপরিহারয্য । লীগ আর পার্টির গত দিনগুলোতে যে নমুনা আমরা দেখছি তাতে কোন নবজাতকের কান্না আমরা শুনিনি । এরশাদ আর কিছু না হোক একটা ক্রিমিনাল দল রেখে গেছে । স্বাস্থ্য , বাজার , অর্থ সবই তাদের হাতে । এখন আল্লা ভরসা ছাড়া বলার কিছু নেই ।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ছোটকাল থেকে শুনে আসছি দ্রব্যমুল্য আকাশ্চুম্বি। কখনো শুনিনি দ্রব্যমুল্য দাম কম।
আপনি কখনো শুনেছেন?

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: এটা মোটেও ১৯৬৬ সালের নয় ।

এই আলাপে ৫০-৬০ বছরের পুরাতন বিষয় টেনে এনে কি বোঝাতে চাইলেন ???????

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মৃতের সহিত কথোপকথন বলেছেন: আহা কি আনন্দ

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

শাহ আজিজ বলেছেন: কেনো আনন্দ কেন ??!!

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: ধনীরা আরো ধনী হয়েছে। দরিদ্ররা আরো দরিদ্র হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: এটাই নিয়ম এই সমাজে ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৫

বাকপ্রবাস বলেছেন: আমি সেলারি পাই রিয়ালে, এক রিয়ালে আগে পেতাম ২৭/২৮ টাকা এখন পাই ৩০। ওদিকে দেশে আগে যা পাঠাইতাম সেটা দিয়ে হচ্ছেনা, এমাউন্ট বাড়াতে হচ্ছে। একন কথা হল কতো বাড়াবো? আমি দুইটাকা বেশী পাচ্ছি, সেই হিসেবে আমি চারটাকা বেশী পাঠালেও কুলাচ্ছেনা। আমি নাহায় চারটাকা বেশী পাঠালাম, তার মধ্যে দুই টাকা আমি বাড়তি পাচ্ছি। দুই টাকা ভর্তূকি দিলাম। কিন্তু দেশে যারা আছে তাদের ইনকাম বাড়েনি, তারা এই চারটাকা কোথা থেকে আনবে

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১২

শাহ আজিজ বলেছেন: ঐ প্রশ্ন সবার । আয় বাড়েনি কিন্তু ব্যয় আকাশচুম্বী ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

কামাল১৮ বলেছেন: বিশ্বের কেউ এখন ভালো নেই আমি ছাড়া।কারণ আমার কোন ভাবনাই নাই।ভাবতেও ভুলে গেছি।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

শাহ আজিজ বলেছেন: আপনিই সবচে সুখী মানুষ ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

কাঁউটাল বলেছেন:



বালু চরের মেলায়
কুকি চিনের খেলায়
নরেন্দর মুদি
বাংগু খাাাাাাায়



০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

শাহ আজিজ বলেছেন: বেশ তো । আপনার লেখা ছড়া ?

১২| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চারদিকে হাহাকার কিন্তু উন্নয়নের ডাকঢুলে কান জ্বালাপালা।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০০

শাহ আজিজ বলেছেন: উন্নয়নের জ্বালায় বাসে আগুন লাগিয়ে দিচ্ছে ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: যতদিন বাংলাদেশ শেখ হাসিনার হাতে আছে ততদিন বাংলাদেশ পথ হারাবে না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০২

শাহ আজিজ বলেছেন: আগে কি হারিয়েছিল কখনো ?

১৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনেক সুন্দর প্রবন্ধ।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

শাহ আজিজ বলেছেন: প্রবন্ধ ?? ছোট গল্প বললে মানায় ।

১৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দ্রব্যমূল্য দিয়ে কেউ কিছু বলছেনা।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: সবাই আগত দিনগুলোর কথা ভেবে নিশ্চুপ হয়ে গেছেন হয়ত । কাল সন্ধ্যায় যাচ্ছি মিরপুরের আবাসিকের মোড়ের রাস্তা দিয়ে । এখানে ভ্যানে করে সবজি হয় । প্রায় শ'খানেক ভ্যান থাকে প্রতি সন্ধ্যায় । কাল সব্জির ভ্যান উধাও , কিছু ফলের ভ্যান আছে । মানুষ কি কম খাচ্ছে বা উপোষ করছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.