নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ১২৫০০/- টাকা মজুরি

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৬

আজ সকাল থেকেই অপেক্ষা করছিলাম আর এম জির শ্রমিক ধর্মঘট আর ওদের ন্যুনতম মজুরি নির্ধারণ নিয়ে । বিকেল নাগাদ খবর পেলাম মজুরি বোর্ড ১২৫০০/- টাকা জন প্রতি শ্রমিকের জন্য নির্ধারণ করেছে । শ্রমিক পক্ষ এখনো জানা পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি । আমি ধরে নিচ্ছি এটাই সর্বশেষ আলাপ হবে কারন অনেক শ্রমিক আগেই কাজে যোগদান করেছে নিতান্ত পেটের দায়ে । সামনে সামার সিজন এবং সামারের পোশাক তৈরির সময় এখন ।

আমরাও ক্ষমতাহারা এবং কিছুই করার নেই আমাদের । দুঃখিত প্রিয় বোনেরা কাজ চালিয়ে যান এছাড়া আর কোন উপায় দেখি না ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি আর করবে খেটে খাওয়া বোনগুলো, ওরা যে অসহায়! এতো নিম্ন আয়ে সংসার কী করে চালাবে?

০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: এসব চিন্তা মালিক আর রাজনিতিকদের থাকলে এই দেশটা সোনায় মোড়ানো থাকত ।

২| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




পেটের দায়ে অনেক অন্যায্য সিদ্ধান্তও মেনে নিতে হয় সাধারণ জনগনকে। তাদের হাত-পা ক্ষুধার কাছে বাঁধা। এটাই তাদের নিয়তি!!!!!!!!!

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: বড্ড সত্যি কথা । কি নির্মমতা ।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



গার্মেন্টস আন্তর্জাতিক বাজারে বিক্রয় হয়, সেই অনুসারে গার্মেন্টস শ্রমিকদের বেতন হওয়া দরকার; শেখের বেটি কোন কিছুই সঠিকভাবে করতে পারে না।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১১

শাহ আজিজ বলেছেন: একটা সাদা চামড়ার সিন্ডিকেট এটা নিয়ন্ত্রন করে আর সাথে এ দেশীয় মালিকরা ।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

কামাল১৮ বলেছেন: লাভের একটা অংশ শ্রমিকদের দিলে আর কোন সমস্যা থাকে না।যেটা টাটা করে।আমাদের নোবেল বিজয়ী দিবে বলেও না দেয়াতে বিপদে পড়েছেন।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: ঐ অবস্থা হলে পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ওদের দাবি মনে হয় ২৫ হাজার। এটা মানার কথাও না। ১৬-১৭ হলে মেনে নিলে ভালো হতো।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: কেউ কেউ বলেছে ২০০০০ প্লাস । ১৬ হাজার বেস্ট ছিল ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: তৈরী পোশাক খাত বেশ খারাপ অবস্থায় আছে।একদিকে শ্রমিক আন্দোলন অন্যদিকে কানাডা সরকারের দুই লাখ ষোল হাজার
পিস পোশাক ফেরতের নির্দেশ।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: কানাডার ফেরত দেওয়াটা বেশ অবাক করেছে আমাকে ।

৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০০

শেরজা তপন বলেছেন: এটা নিয়ে অনেক অনেক আলোচনা করা যায় আজিজ ভাই।
আমরা নিজেদেরকে বিকিয়ে দিয়েছি বায়ারদের কাছে - তাদের উপর আর প্রভাব বিস্তার করার ক্ষমতা নেই। অনেকটা প্রভু আর স্লেভের মত অবস্থা হয়ে গেছে! এক সেন্ট দাম বাড়ানোর জন্য কান্নাকাটি করতে হয়! একটু এদিক ওদিক হলেই- রিজেক্ট, স্ট্রিকলি কোয়ালিটি চেকিং, বড় ধরনের ফাইন- কখনো পুরো মাল স্টক লট হয়ে পড়ে।
গ্রাম থেকে ফ্রেশ একেবারে গো মুর্খ ১৭/১৮ বছরেরএকটা ছেলে মেয়ে ঢাকায় এসে কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গার্মেন্টস-এ যখন সুইং এর হেল্পার এর পদে চাকুরি পায় তখন তার চারজনের সংসার চালানোর মত বেতন পাওয়া উচিত কি না সেটাও ভাববার মত একটা বিষয়। এরপরে কিন্তু ওভারটাইম ও নাস্তা পায় সে। ছয়মাস চাকুরির পরে একটু কাজ শিখে যখন সেই অভিজ্ঞতাকে পুঁজি করে আগের গার্মেন্টস-এ না জানিয়ে অন্য কোথাও একটু বেশী বেতনে ঢুকে পড়ে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? একজন গার্মেন্টস মালিক জানে না- বেতন দেবার পরের দিন তার কতজন কর্মচারি ভেগে যাবে- একদিনের মধ্যে তার কতভাগ প্রডাকশন ফল করবে!!!
মালিক হলে বুঝবেন- কিভাবে রাতের পর রাত নির্ঘুম কাটাতে হয়। কি অনিশ্চয়তায় প্রতিটা দিন কাটে। রাতের প্রতিটা ফোনে কি ভয়ঙ্কর ভুমিকম্পে অন্তরাত্মা কেঁপে ওঠে! কখন অর্ডার ক্যানসেল হবে, কিউ সি ফেল, প্রডাকশোন ডিলে, হরতাল অবরোধ, ফ্যাক্তোরিতে আগুন, বিদ্যুতের সমস্যা, ভ্যাট ট্যাক্স, রাস্তায় গাড়ি ছিনতাই, শ্রমিকদের ধর্মঘট, শিপমেন্ট ডিলে, সময় মত এক্সেসরিজ সাপ্লাই না পাওয়া, ফেব্রিক্সে সমস্যা, কালার শেড, এলসিতে ঝামেলা।
টাকা আসে হ্যাঁ সেটা সত্য, কিন্তু সবার আসে না- কারো কারো আসে। সেই টাকা যাদের আসে অনেক ঝড় ঝঞ্জা বাঁধা পেরিয়ে ...
আমি গার্মেন্টস মালিক না। তবে এদের খুব কাছ থেকে চিনি জানি। কিছু মানুষ সবখানে খারাপ আছে। কিন্তু সবাই খারাপ না।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: গার্মেন্টস এর মুল আদেশ দাতারা একেকজন মধ্যযুগীয় জল্লাদ যেন । কর্মীদের আচরন কখনই মেনে নেবার মত না । কিন্তু এখানে বামপন্থীদের উস্কানি আছে । বামপন্থার আচরন কখনই শিল্প বান্ধব নয় । আমি সাংহাইতে এক অশিক্ষিত মালিককে তার মহিলা শ্রমিকদের পেটাতে দেখেছি । আমাদের সে বলল না পেটালে কাজ উদ্ধার হয় না ।

৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

অহরহ বলেছেন: ১২৫০০/- টাকয় কী হয়?

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: ঐ শ্রমিক একা নয় সাথে ৪/৫ জন নির্ভরশীল আছে কাজেই চলতি বাজারে ঐ টাকা অপ্রতুল । আর সরকার জনমের ঘুম ঘুমিয়েছে । সাধারন অবস্থায় বারো হাজার পাচশ টেনে টুনে চলে যায় কিন্তু চলতি সময়ে নয় ।

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ১২৫০০ টাকা এই জামান্য অতি সামান্য।
কমপক্ষে ১৮ হাজার করলে ভাল হতো।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

শাহ আজিজ বলেছেন: হুম , ভালতো হতো কিন্তু বোঝাবে কে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.