নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গাজা

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির আঙ্গিনায় খাবার খাচ্ছে গাজার একটি পরিবার ।



এক মাসেরও বেশি সময় ধরে গাজার রাতের আকাশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে লাল আলোয় আলোকিত হয়েছে। যা গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য ডেকে এনেছে মৃত্যু ও ধ্বংস। ক্ষেপণাস্ত্রের ঝলকানিতে গাজার নীল আকাশ ভিন্ন ভিন্ন রং ধারণ করছে। আবার কখনো সদ্য হামলার শিকার ভবনের ধোঁয়ায় কালো হয়ে গেছে আকাশ।ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে, ইসরাইল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২৫ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে, যা দুটি পরমাণু বোমার সমান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি ১৫ হাজার টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল এবং এক মাইল (১.৬ কিলোমিটার) ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধ্বংস করেছিল।

৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজা উপত্যকায় ইসরাইলে সামরিক বাহিনী ১০ হাজার ৫০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে। যাদের মধ্যে কমপক্ষে চার হাজার ৩০০ জন শিশু। নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরো হাজার হাজার বাসিন্দা।

ইসরাইল বলেছে, তারা ৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ১২ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

জাতিসঙ্ঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ফিলিস্তিনি সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ নভেম্বর পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ক্ষতি হয়েছে :
- গাজার অর্ধেক বাড়ি- দুই লাখ ২২ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত এবং ৪০ হাজারের বেশি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
- ২৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ২৭০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে।
- মসজিদ ও গীর্জাসহ ৬৯টি উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ১১টি বেকারি ধ্বংস করা হয়েছে।

যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র বোমা হামলার নজির। গতকাল আল শিফা হাসপাতালে ইসরায়েলী সেনা কমান্ডো দল অভিযান শুরু করেছে । এখনো পর্যন্ত ঐ অভিযানের কোন বিস্তারিত পাওয়া যায়নি ।
সূত্র : আল-জাজিরা
------------------------------------------------------------------
আপডেটঃ এই মুহূর্তের পাওয়া খবরে জানা যাচ্ছে ইসরায়েলী বাহিনী আল শিফা হাসপাতালে না হামাস না জিম্মি কিছুই পায়নি ।

অস্ত্র এবং হামাসের পোশাক , কাগজাদি পাওয়া গেছে । ইসরায়েলী সেনা সি এন এন কে জিজ্ঞাসা করছিলো এই অটোম্যাটিক অস্ত্র হাসপাতালের কি কাজে লাগে ?? আমি কইলাম ও টি তে কিছু রোগী অজ্ঞান হইতে চায় না , অস্ত্র দেখাইলে অজ্ঞান হয় ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: যা হয়েছে এবং যা হচ্ছে তা’ এক কথায় জঘণ্য!

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: বিপ্লবীরা যখন সাধারন জনতার সাত্থে মিশে যায় তখনি হয় বিপদ ।

২| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭ অক্টোবর হামাস আকস্মিক আক্রমণ করা কি ঠিক হয়েছিল?

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: হামাস ঠিক কি উদ্দেশ্য নিয়ে রকেট ছুড়েছিল তা এখনো রহস্যময় ।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

দি এমপেরর বলেছেন: জায়নিস্টদের জন্য উৎসবের উপলক্ষ্য। তারা খুশিতে বগল বাজাচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: হুম , নাহ ওরা হাসপাতালে কিছুই পায়নি ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জীবন অনেক কঠিন।
অনেক কষ্টের।

১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

শাহ আজিজ বলেছেন: ফিলিস্তিনিদের কষ্ট অনাদিকাল ---------------------------------

৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

মৃতের সহিত কথোপকথন বলেছেন: আমি কোন মন্তব্য করবো না।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯

শাহ আজিজ বলেছেন: আরে না, কইরা যান এক পিস মন্তব্য ------------------------- প্লিস

৬| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: কেয়ামতের পর গাজাবাসী যদি পৃথিবীতে আবার জন্ম নিয়ে আসে তাহলে কখনও তারা গাজা চাইবে না।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: তার কোন সম্ভাবনা দেখি না ।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

আমি নই বলেছেন: প্রথম ছবিটার বাচ্চা গুলো অনেক অনেক ভাগ্যবান। একেতো বেচে আছে তারউপর কিছু হলেও খাচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

শাহ আজিজ বলেছেন: ছবিটা দেখে এত মায়া লাগলো যে ছেপে দিলাম ।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: জিহাদের নেশায় পেয়ে বসেছে তাদের।শুখে থাকতে ভূতে কিলায়।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

শাহ আজিজ বলেছেন: গুল্লি মারি জিহাদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.