নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাটের নাম উথলী। গ্রামের নামেই হাটের নাম। প্রতিবছর অগ্রহায়ণের প্রথম দিনে এই হাটে বসে মাছের মেলা। আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ আসেন মেলায়। মেলা ঘিরে উৎসব লেগে যায় পুরো এলাকায়। মেলা থেকে মাছ কিনে মেয়েজামাইসহ স্বজনদের আপ্যায়ন করে থাকেন স্থানীয় ব্যক্তিরা। মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে ইট বিছানো পথ পার হলেই মানুষের ভিড়ে পা ফেলা দায়। অর্ধশতাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামের এই হাটে বসা মেলার কিছু ছবি দিয়ে সাজানো এ গল্প। নবান্ন বাংলার প্রাচীন উৎসব । মুলত হিন্দু সমাজ এটি পালন করে থাকে । আমাদের গ্রামের বাড়িতে খেজুর রস নতুন চালে পায়েস আর চিতই পিঠা হতো । এখন গ্রামের পাট উঠে গেছে । আমি রূপনগরের কোনে দিনাজপুরের বুবুর বেঞ্চিতে বসে পিঠা খাই আর ভাবি কিভাবে একটা সংস্কৃতি পুরো ধ্বংস করা যায় তা আমাদের দেশে থাকলেই শেখা যায় । ১ম অগ্রাহায়নে আমার অতিথি হয়েছিল অশীতিপর অচেনা বৃদ্ধা । চিতই খেল নানা রকম ভর্তা দিয়ে । খুব ভাল লাগলো খেয়ে আর খাইয়ে । খুব দেরি হয়ে যায়নি , আজই পিঠা আর গুড় কিনে বাড়িতে একটা উৎসব লাগিয়ে দিন ।
শুভ নবান্ন ।
প্র আ
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: আশপাশে ছোট নদী , খাল , বিল আছে । সেখান থেকেই ধরেছে। পুকুরেও চাষ হয় মাছের ।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: চলেন আগামী বছর আপনি আর আমি উথলি থেকে ঘুরে আসি।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫
শাহ আজিজ বলেছেন: আমার চলাফেরায় কিছুটা সমস্যা বলেই ইচ্ছে থাকলেও সবখানে যেতে পারিনা ।
৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রচুর মাছের সমাগম। মাছে ভাতে বাঙালি আপনার পোস্ট তেমনই। নদীতে ছিপ দিয়ে মাছ ধরার আমার খুব শখ। যদিও এখনও হয়ে ওঠেনি ।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ।
৪| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমি গত শুক্রবার উথলি গিয়েছিলাম। সেট অবশ্য মানিকগঞ্জ জেলার উথলি। কত উথলি যে বাংলাদেশে আছে কে জানে !
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬
শাহ আজিজ বলেছেন: থাকতে পারে একাধিক উথলি ।
৫| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: অসাধারণ পোস্ট। নিমেষে নিয়ে গেলো গাঁয়ে, আহ!
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১
শাহ আজিজ বলেছেন: আমরা ঢাকাতেই নবান্ন উৎসব করতে পারি সামুর ব্লগাররা মিলে ।
৬| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: আহারে মজার মাছের মেলা , ঘরে ঘরে স্বাদ আর শান্তির সুবাতাস বয়ে যাক
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫
শাহ আজিজ বলেছেন: তাই হোক তবে ।
৭| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০১
শেরজা তপন বলেছেন: আমিও ভেবেছিলাম মানিকগঞ্জের উথুলি। বেশ মাছের সমাগম তবে দেশী মাছ নাই বললেই চলে
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪
শাহ আজিজ বলেছেন: চাষের মাছে দেশি মাছ পালিয়েছে ।
৮| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯
আমি সাজিদ বলেছেন: আমি বেশ কয়েকবার গিয়েছিলাম। সে এক অন্যরকম ওয়ান্স ইন এ লাইফটাইম এক্সপেরিয়েন্স। এত বড় বড় আইড় মাছ জীবনে আর দেখি নাই।
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩
শাহ আজিজ বলেছেন: সাজিদ ভাগ্যবান আপনি ।
৯| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১
বিজন রয় বলেছেন: রুই, কাতলা, পাঙ্গাশ, কাপ এসব চাষের মাছ আমার ভাল লাগে না।
ওই মেলায় ওসব মাছ বেশি ওঠে।
তবে মেলা বলে কথা!!
২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন: আমিও চাষের মাছ খেতে পারিনা । অনলাইনে বলা আছে চাষের মাছ যেন আমাকে না দেওয়া হয় । বেলে , মলা , আইড় , ভেটকি , রুপচাদা , টাকি , কাজলি, টেংরা কৈ নদীর রুই ইত্যাদি খাই ।
১০| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮
কামাল১৮ বলেছেন: আমরা হলাম ১লা বৈশাখে বোমা হামলাকারী জাতি।বাঙালী সংস্কৃতি ধ্বংস করে আরবী তমুদ্দুন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।
২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৭
শাহ আজিজ বলেছেন: বৈশাখে বোমা মেরে এরা বাঙালী জাতিকে এত নিচুতায় নিয়ে গেছে বাঙ্গালীর আসলেই মুখ দেখাবার জো নেই । মাছে ভাতে বাঙ্গালিকে এরা ভেড়া রুটির পাকি বানাতে চায় ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: বাব্বাহ! এত মাছ কই পেলো তারা!!