নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ইহুদিদের প্রোডাক্টে নো বলো

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১১



শনিবার ১৮ তারিখে উত্তরা কায়া গ্যালারিতে প্রদর্শনী দেখতে গেলাম । সন্ধ্যার অন্ধকারে কায়া থেকে বেরিয়ে মোড়ে এলাম । রাস্তার উল্টো দিকে কে এফ সি , পিতজা হাট আর দোতালায় ডমিনোস পিজ্জা । আমার কন্যা আর জামাই প্যান প্যান শুরু করল । তারা ইহুদিদের পন্য খাবে না । বেশ , ডমিনোস লাস্ট চয়েজ । খেলাম পিজ্জা , গরম গরম , বেশ ভাল লাগলো । আমি দেশে কখনো পিজ্জা খাইনি এর প্রণালী আর প্রকরন দেখে । এবার একদম ব্রান্ড জিনিস অতএব খাওয়া যায় । আমি আবার ফ্যাট ছাড়া জিনিসপত্র খাই । পানির বোতলে ছোট করে কোকাকোলা সিল মারা । আর যাবে কোথায় , এতো ইহুদিদের অর্থায়নে বানায় । তর্ক করা একদম পছন্দ করিনা । কন্যা জামাই কেউই পানি ছুয়ে দেখল না । আমি বললাম ইহুদিদের মালিকানায় অনেকগুলো ব্যাঙ্ক , তোমরা কিভাবে ভেরিফাই করবে যে এর শেয়ার ইহুদিদের ? না কোন যুক্তিই খাটল না । আজ লিফটে প্রতিবেশির ছেলের হাতে কে এফ সির বড় প্যাকেট । উনি জানালেন কে এফ সি খুব বড় ছাড় দিচ্ছে , আমি বললাম ইহুদিদের টাকায় চলে তো , সবাই হাসলাম।
কেন জানি একটা অদ্ভুত রোগ ধরে বাঙ্গালিদের । তা হচ্ছে ইহুদি পন্য বর্জন । এতোগুলো বছরে এতো বিক্রি বাটা বছরখানিক না চল্লেও সই । দুনিয়া থেকে ইহুদি প্রোডাক্ট উঠিয়ে দেওয়া যাবে না । বাংলাদেশের মুরগি , আলু , গম দিয়ে বানাচ্ছে নাম হচ্ছে ইহুদিদের, আজব ব্যাপার । আসুন সিধা পথ ধরি ।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

ঢাবিয়ান বলেছেন: এগুলো সস্তা আবেগ। সারা দুনিয়ার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। এদেরকে অর্থনৈতিকভাবে কাবু করা কখনই সম্ভব নয়। মানবাধিকার দিয়ে ঘায়েল করা ছাড়া আর কোন পথ দেখি না।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: ওদের কম বয়স , আবেগ বেশী ।

২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

নতুন বলেছেন: ঈহুদী পন্য বর্জন করে সেটা তারা ফেসবুকে সেয়ার করে।

সবারতো আগে ইহুদী মালিকের ফেসবুকের একাউন্ট ডিলিট করা উচিত।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , সেটাই সবচে মজার । এখন ফেসবুক নজরদারি করছে খুব ।


ফেসবুক নাই তো লাইফ নাই :D

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০

শেরজা তপন বলেছেন: বড়ই হাস্যকর কর্মকান্ড! এদের বোঝানো মুশকিল- কি করবেন চুপচাপ সয়ে যান

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: হ , আমার খাওয়া আমি খাইয়া লইতেছি ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা কিছু হতে না হতেই বয়কট কোকাকোলা বয়কট পেপসি। বিশ্রী অবস্থা ফেবুতে।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: মোল্লাগো আছেই কোক আর বাটার জুতা =p~

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: হা হা হা হগাম ....... আগে হ্যাইস্যা লই।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: মাঝে মইধ্যে জিরাইয়া লইয়েন :-B

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: হ্যা তাল দিয়ে যান। বেশী বোঝাইতে গেলে আপনি বেদিশা হইয়া যাইবেন। বাদ দেন।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: তারা জানে তাদের বাবা প্রচণ্ড স্বাধীনতাকামি ।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: এই বর্জন করতে করতে মুসলমানরাই একদি সারা পৃথিবীর কাছে বর্জিত হয়ে যাবে।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই হচ্ছে ।

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাংলাদেশের মুরগি , আলু , গম দিয়ে বানাচ্ছে নাম হচ্ছে ইহুদিদের, আজব ব্যাপার ।

এই ব্যাপারটা ভেবে দেখার মতো।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: প্রতিটি পন্য আমাদের ফলানো এবং শ্রম আমাদের শুধু ব্রান্ড রয়ালটি বিদেশীরা পায় ।

৯| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৮

বিজন রয় বলেছেন: চাঁদগাজী অরফে সোসাগাজী কি ইহুদি পণ্য? সামু তারে বর্জন বা বয়কট করসে ক্যান?

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: আমি জানিনা আর জানার চেষ্টাও করিনা ।

১০| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮

জুন বলেছেন: গতকাল ব্যাংকক আসলাম। খাবারের সাথে কোল্ড ড্রিংকস এর অপশন ছিল কোক আর স্প্রাইট। বিশ্বাস করবেন একটা মানুষও কোক নিল না। সবাই স্প্রাইট।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: হা হা হা , চমৎকার ।

১১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৮

বাউন্ডেলে বলেছেন: এই সব “সস্তা আবেগ ও ইসলাম অজ্ঞতা” মুসলিম নামক ধর্মীয় গোষ্ঠিটিকে ইহুদিদের চেয়েও বেশী পথভ্রষ্টতার পথে এগিয়ে নিয়ে গেছে।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: সহমত ।

১২| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: প্রতিটি পন্য আমাদের ফলানো এবং শ্রম আমাদের শুধু ব্রান্ড রয়ালটি বিদেশীরা পায় ।
=========================================

এতে আমাদের অনেক কর্মসংস্থান হচ্ছে।

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩

শাহ আজিজ বলেছেন: করমসংস্থান তো হচ্ছেই বাংলা কোম্পানিগুলো ঈর্ষনীয় লাভ করছে ।

১৩| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৬

রিদওয়ান খান বলেছেন: ইহুদিদের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে তাদের অস্ত্র দখল করে
তাদের সাথেই যুদ্ধ করা কতটা যুক্তিযুক্ত? থিংক টোয়াইস

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: এটা মনে সব যুদ্ধেই একটা নিয়ম আছে যে অস্ত্র ভাণ্ডার লুঠ করে তা ব্যাবহার করা ।

১৪| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৩

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ইহুদি বা পশ্চিমারা জানে যে অতি আবেগী (যাদের ঘিলু কম বা বুদ্ধিবৃত্তিক চর্চা কম করে) মুসলমানেরা তাদের পন্য দু একদিন বর্জন করবে ঠিকই কিন্তু আবার সিধা হয়ে যাবে। কারন আবেগ ক্ষনস্হায়ী। বাস্তবতা যখন কড়া নাড়বে, তখন আবেগ জানালা দিয়ে ফুরুৎ করে পালাবে। বাস্তবতা হলো এই যে মুসলমানদের সক্ষমতা বলে কিছু নেই। ওরা কিছুই তৈরি করতে পারে না। তবে চাইলে আমরা আমাদের এই শোচনীয় অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারি । সময় লাগবে কিন্তু অক্ষমতাকে সক্ষমতায় রূপান্তরিত করা যাবে, যদি লক্ষ্য স্হির রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া যায়।

বাংলাদেশের উদাহরনই দেয়া যায়।

/সেমি কন্ডাক্টর ডিসাইন করে এরকম তিনটা কম্পানি (বাংলাদেশি) বাংলাদেশে কাজ করে। যদি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকত, তবে বিশ্বব্যাপী মাইক্রোচিপের যে বিশাল মার্কেট তার সামান্য কিছু অংশে আমরা ভাগ বসাতে পারতাম। অন্ততঃ সিলিকন ওয়েফার তৈরির প্রাথমিক কাজ কি বাংলাদেশে শুরু করা যেত না?

/সবাই চন্দ্রযান নিয়ে খুব হইচই করল কিন্তু আমাদের ২০১৭ সালে উৎক্ষেপন হওয়া ব্র্যাক অন্বেষা নিয়ে কারো কোন খবর নেই। আমরা নিজেরাই নিজেদের যথাযধ মূল্যায়ন করি না। ২০১৭ সাল থেকে একটা বানিজ্যিক স্যাটেলাইট তৈরির লক্ষ্য নিয়ে নামলে এতোদিনে নিজস্ব সক্ষমতার পথে অনেকদূর এগিয়ে যেতাম।

/সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাইব্রিড রকেট নিয়ে কাজ করেছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা সাউন্ডিং রকেট বা রিসার্চ রকেট তৈরির দিক এগিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে SLV=Satellite Launch Vehicle রকেট তৈরির একটা ভিত্তি দাড়িয়ে যায়।

আমরা মুসলমানরা অবশ্যই পারবো। আলসেমি ছেড়ে কোমর বেধে লেখাপড়া আর মন দিয়ে মৌলিক গবেষনায় নেমে পড়লেই হবে। আর গৌরি সেন (মানে সরকার) অলাভজনক উন্নয়নে পয়সা কড়ি খরচ না করে এসব খাতে (এতক্ষন যা বললাম) ব্যায় করলেই হবে।

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মামুনুর রশিদ , আমরা আসলেই পারব যদি গউরি সেনরা তাদের প্রতারনামুলক চর্চা বন্ধ করে ।

১৫| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উহারা কি ফেসবুক চালায়?
ফেসবুক এর জাকারবার্গ তো শুনেছি ইহুদি!
আফসোস!

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: ফেসবুক সবাই চালায় কিন্তু কয় না ।

১৬| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আমি বললাম, উথলি চলেন, আপনি পায়ের সমস্যার কথা বললেন। আর কায়াতে চলে গেছেন। প্রদর্শনী দেখতে। যান আমি রাগ করছি।

২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

শাহ আজিজ বলেছেন: আমি উবার ছাড়া চলাফেরা করি না । বাড়ির কাছে হলে রিকশা , ইঞ্জিন রিকশা চড়ি । আমার বা পায়ের নি কাপ ভেঙ্গে যাওয়াতে এই বিপত্তি ।

১৭| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.