নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আজ বছরের দীর্ঘ রাত

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১১



গেল জুন থেকেই দিন আর রাতের পরিক্রমন খুব খেয়াল করে দেখছি । সন্ধ্যার সূর্য পাটে বসলে চেয়ে থাকি ঠিক কোন দালানের মাথা ছুয়ে নেমে গেল । এবার পরিপূর্ণ একটি অধ্যায় রচিত হলে রূপনগরের নোংরা খালের কালভারটে বসে । এটা এখন সকালের রোদ্দুর গায়ে লাগানোর একটি স্পট হয়েছে । কত মানুষ আসে যায় আমরা কিন্তু বসে থাকি সূর্য বিদায়ের আশায় । আশপাশে শীতের পিঠার আয়োজন । একজন কিশোর নেশা করে বসে বসেই ঘুমাচ্ছে , আহা বেচারা যদি পড়ে যায় কাত হয়ে । একটা কুকুরও এই ভর সন্ধ্যায় চিত হয়ে ঘুমাচ্ছে । দীর্ঘ রাত জেগে কাটাতে হবে অর্ধ চাঁদের আলোয় । ভদকা বা কনিয়াক ব্রাণ্ডি হলে দারুন জমত হে !

কাল ভোরবেলা থেকে দিন গ্রাস করবে এই দীর্ঘ রাতের অসাধারন উজ্জ্বল সময়টুকু ।


চিয়ার্স গাই !!




মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১

জ্যাক স্মিথ বলেছেন: এ রাত যেন শেষ না হয়.... চিয়ার্স।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: একটা সময় সারা রাত জেগে গান গাওয়া আর গঞ্জিকা সেবনে উত্তাল করে তুলতাম নিজেকে । হ্যাপি গান গাইত ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: ঠিক তো আজ, ২১ ডিসেম্বর!!
মনে করিয়ে দিলেন। বেশ করেছেন।

চিয়ার্স।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: চিয়ার্স মিস্টার রয় ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

বিজন রয় বলেছেন: ওই কুকুরটা কি অসুস্থ? ওর সব কিছু তো দেখা যায়....... হা হা হা হহহা !!

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: মনে হয় না , তয় আমি জিগাই নাই :D :D

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১১

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



দীর্ঘ রাতের দীর্ঘশ্বাস!!!!!!!!!!!!!!!!!!!!!!

রূপনগরের কালভার্টে সূর্য্যাস্তের অপেক্ষায় আপনার বসে থাকাটি --- "দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি!"র মতো হয়ে গেলো!!

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: নাহ , তেমন কারো অপেক্ষায় থাকি না । কয়েকটি শিশু দাদু বলে আমায় ডাকে , ওদের সাথে খেলি । কয়েকজন ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ আমার সঙ্গী হন , বেশ ভাল লাগে ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৪২

কামাল১৮ বলেছেন: “অনেক কথা যাওযে বলে কোন কথা না বলে।”

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: কথার ডালি ফুরিয়েছে আগেই --------------------

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: রাতটা ঘুমিয়েই পার করে দিলাম।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: নিশ্চিন্তে ঘুমাতে পারাটাই সার্থকতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.