নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দুর্ভাগা ফিলিস্তিন

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩








গাজায় খাবার পানি নেই , খাদ্য নেই , মাথার উপরে ছাদ নেই , কম্বল নেই । তীব্র শীতে কাপছে দুটি শিশু । গাজার রাস্তায় অজানা শব দেহ কাপড় দিয়ে ঢাকা , দাবিদার নেই তাই পচছে । ঠিক কি লক্ষ্য নিয়ে হামাসের বীররা রকেট ছুড়েছিল আর প্রত্যুতরে ইসরাইল সিভিল ফিলিস্তিনি হত্যা করেছে ২০০০০ প্লাস । ভাঙ্গা দালানের নিচে অজস্র লাশ পচছে । ইসরায়েলী গোলার ভয়ে বিবিধ সাহায্য সংস্থা ঠিক মত বিতরন করতে পারছে না । কিন্তু থেমে নেই হামাসের বাইনচোত সন্ত্রাসী আর নরকের কীট ইসরায়েলী সেনাদের গোলা বর্ষণ । ইউনাইটেড নেশন এখন দাতহীন শেয়াল মাত্র । বেথলেহেমে যিশুর জন্ম উৎসব হবে না যুদ্ধের কারনে । পুরো গাজা এখন ধ্বংসস্তুপ । কবে শেষ হবে এই যুদ্ধ আমরা জানিনা । কাসাম , আল কুদস নেমেছে মাঠে । হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের মুখে ইসরায়েলের মালপত্র বাহি সব জাহাজে আক্রমন করছে । এরা একটা বাড়তি উপদ্রব । বাইডেন বিবৃতির উপর টিকে আছে ।

ভয় হচ্ছে এই যুদ্ধ ছড়িয়ে না পড়ে চারপাশে ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

লেখার খাতা বলেছেন: দুর্বলের উপর জুলুম সবলের পা চাটা দুনিয়া জুড়ে চলছে। এমন কি এই ব্লগ পর্যন্ত তার উর্ধ্বে নয়।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ উচিত কথা লেখার জন্য ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৭

রিদওয়ান খান বলেছেন: রাতে একটা ভিডিও দেখলাম যেখানে র‍্যাপ সং গাচ্ছে MC Abdul (১২)। ব্যাকগ্রাউন্ডে সাড়ি সাড়ি বিল্ডিংয়ের ধ্বংসবিশেষ। সময়কাল চ্যাক করলাম দেখি ৩বছর আগের ভিডিও। জানিনা তখন হামাস কোন দিক দিয়ে হামলা করেছিলো যার জন্য এমনটা হয়েছে!!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: আমি ঠিক বুঝতে পারিনি আপনার প্রশ্ন । আবার গুছিয়ে বলুন ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুলে যায় মুখোশ
বিশ্বাসীর তকমা আটা যত মোনাফেকের
খুলে যায় মুখোশ ভন্ড মানবতাবাদীদের
ফেরিওয়ালা যত গণতন্ত্র, শান্তি আর চেতনার
নগ্ন হয়ে পড়ে জান্তব চেহারাগুলো তাদের!

মহাকালের হিসেব বড় অদ্ভুত
আপাত পরাজয় জয়ে বদলে যায়
আপাত জয়ীরা ঘৃণা কুড়ায়
সময়ের অসহায় দর্শক কাঁদি যাতনায়।।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

শাহ আজিজ বলেছেন: চমৎকার হয়েছে বিদ্রোহী ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: ছড়িয়ে পড়তে আর বাকি আছে।যুদ্ধে আমেরিকা আছে,ইরান আছে রাশিয়া আছে।আর কোথায় ছড়াতে চান।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: না মানে ডাইরেক্ট ইনভল্ভমেনট বোঝাচ্ছি ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০১

জ্যাক স্মিথ বলেছেন: এক জংগী গোষ্ঠীর জন্য পুরো ফিলিস্তিনবাসীর দূর্দশা মেনে নেয়া যায় না।

ফিলিস্তিনি জনগণনের সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে-

১: তারা যদি হামাসকে সমর্থণ করে তাহলে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্নক যুদ্ধ শুরু করে দিতে পারে।

২: আর যদি হামাসকে সমর্থণ না করে তাহলে যে কোন মূল্যে হামাসকে আত্নসমর্পন করতে বাধ্য করা।

৩: আর যারা কোন ঝামেলায়েই জড়াতে চায় না তাদের উচিৎ অতিশীঘ্রই গাজার বাইরে নিরাপদ কোন দেশে চলে যাওয়া, বাংলাদশে রোহিংরা যেভাবে চলে এসেছে সেভাবে অন্য কোথাও চলে যেতে পারে।

মরতে যেহেতু হবেই তাহলে যুদ্ধ করেই মরা ভালো, হয় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে মরুক না হয় হামাসকে ধরিয়ে দিক, অথবা নিরপদ কোথাও চলে যাক বসে বসে মার খাওয়ার মধ্যে কোন বিরত্ব নেই।

হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরাইল থামছে না।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১২

শাহ আজিজ বলেছেন: ভাল প্রসঙ্গ উত্থাপন করেছেন । আসলে ঐ অঞ্চলের আরবরা একটু পাগলাটে টাইপের । পশ্চিম তীরের ফিলিস্তিনিরা কিন্তু হামাসের পক্ষে পতাকা নিয়ে মিছিল করেছে । আমার মনে হয় হামাসকে নির্মূল জরুরি । ইসরায়েলকে গোঁটা ভুমির অর্ধেক ছেড়ে দিতে বাধ্য করা । কে নেবে এই বিশাল উদ্বাস্তু দলকে ? সাইপ্রাস ইস্রাএলিদের সাইপ্রাসে সম্পত্তি ক্রয় নিষিদ্ধ করেছে । মুলত এতো সহজে এর নিস্পত্তি হবে না ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৪

রিদওয়ান খান বলেছেন: জ্যাক স্মিথের জন্য Click This Link

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: দেখলাম , আগেও দেখেছি , ধন্যবাদ ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: @ বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের অসহায় দর্শক কাঁদি যাতনায়।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: বিদ্রোহীর কবিতা ভাল হয়েছে ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭

বাকপ্রবাস বলেছেন: প্রথমে বলা হয়েছে বিএনপিকে জামাত ছাড়তে হবে, পরে দেখা গেল বিএনপিও আর নাই, এই অবস্থা ফিলিস্তিনে, হামাসকে ছাড়তে হবে বলতে বলতে ফিলিস্তিনও নাই হয়ে যাবে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: :D =p~ চমৎকার উদাহরন ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

পবন সরকার বলেছেন: এই যুদ্ধ আস্তে আস্তে আবার না সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: তাইই বলেছি আমি ।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: কার কি লাভ এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে!

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: হুম , ইসরায়েলকে ফতুর করবে আমেরিকা ।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৩

Rahat islam juwel বলেছেন: ধীরে ধীরে হামাসের বিজয় কিছু কিছু গোমূত্র খোর দলের গাত্রদাহ শুরু হয়ে গেছে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: আসলে হামাসের পক্ষে কেউ বলছে না , বলছে ফিলিস্তিনিদের পক্ষে । আমিও চাই হামাস উৎখাত হোক । বিশ হাজার নিরপরাধ মানুষের জীবনের জন্য হামাস দায়ী , কেন তারা রকেট ছুড়ল ? হয়ত হামাস এতটা ভাবেনি ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে ছবি গুলো দেখে মনটা খারাপ হয়ে গেলো।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

শাহ আজিজ বলেছেন: আমাদেরও খুবি কষ্ট হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.