নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। উন্মাদ

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯






মজার পত্রিকা উন্মাদ কার্টুন প্রদর্শনী করছে ঋগ্ধি গ্যালারিতে । ঋগ্ধি গ্যালারি তাদের নতুন কার্যক্রম শুরু করল এই কার্টুন প্রদর্শনীর মাধ্যমে । মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পুব দিকে ৯ নাম্বার রোডে ইসলামী ব্যাঙ্ক হাসপাতালের পেছনেই ঋগ্ধির অবস্থান । ওরা তিনতালায় গ্যালারি , দোতালায় বিশাল পাঠাগার আর নিচের তালায় রেস্টুরেন্ট করেছে । প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ।













শেষের ছবিতে উন্মাদক আহসান হাবিবের সাথে আমার ৪৫ বছর পর দেখা হচ্ছে রূপনগরের রাস্তায় । উন্মাদ সৃষ্টির আগে চারুকলার সামনের বারান্দায় বসে আড্ডা দিতাম হাবিব আর ওর বন্ধুর সাথে । বিস্তর আলাপ হতো ম্যাগাজিনের প্রস্তুতি নিয়ে । শরিফ মিয়ার চায়ে আর গোল্ড লিফ সিগারেটের ধোয়ায় উজ্জীবিত হতো আলাপ । এরপর আমি পিকিং চলে গেলে আমাদের বিচ্ছেদ ঘটে । ৪৫ বছর পর দেখা একটা দুর্দান্ত ব্যাপার বটে। হাবিবের বড়ভাই ডঃ জাফর ইকবাল প্রদর্শনী উদ্ভোধন করলেন । জাফর ভাই স্বাধীনতার পর গনকণ্ঠে কার্টুন আকতেন । সম্ভব হলে আসবেন প্রদর্শনী দেখতে । বিকেল ৩টা - রাত ৮টা ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০১

বাকপ্রবাস বলেছেন: উম্মাদ ম্যাগাজিন বের হতো, মজা পেতাম

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮

শাহ আজিজ বলেছেন: এখনো বের হচ্ছে ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

প্রামানিক বলেছেন: এক সময় উন্মাদের ভক্ত ছিলাম

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

শাহ আজিজ বলেছেন: অনেক ভক্ত ছিল , কালে কালে কমেছে ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আরে বাসসস!!

সুন্দর আয়োজন।

উন্মাদ!!

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ফেসবুকে দেখলাম আমাদের ব্লগের এক গল্পকার জনাব জাফর ইকবার চোর বলে পোষ্ট দিয়েছেন। উম্মাদ পড়া হয়নি যদিও।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

শাহ আজিজ বলেছেন: তাই নাকি ? কি চুরি করেছিলেন বলেছে ? লিঙ্ক দিয়ে দিন ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: উন্মাদ এবং মৌচাকে ঢিল খুবই জনপ্রিয় ছিলো।
পড়েছি। সংগ্রহেও ছিলো। অবশ্য আজকাল কিছুই খবর রাখি না।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: বয়েসের সাথে পরিবর্তন হয় সব কিছুর ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮

নাহল তরকারি বলেছেন: সুন্দর

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই আচানক ঘটনা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: কেন , আচানক কেন হবে । খুবই স্বাভাবিক একটি ঘটনা ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

কামাল১৮ বলেছেন: তিন ভাই দিকপাল।এমন খুব একটা দেখা যায় না।নিয়মিত পড়তাম ইন্মাদ।বাসার সবাই ইন্মাদের ভক্ত ছিলো।
প্রথম দিকে হুমায়ূন আহমদের কিছু লেখা ছিলো ইন্মাদে।আপনারা যারা আর্ট কলেজের ছাত্র তাদের সাথে একটা যোগাযোগতো ছিলোই।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: আমার সাথে জমত আহসান হাবিবের । তখনও সেই ৭৮ সালে আমি জানতাম না ও হুমায়ুন আহমেদের ভাই । করোনার পরে এই প্রথম আড্ডা জমল ঋগ্ধির গ্যালারিতে । আমার খুব ভাল লাগছে এখন ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭

কলাবাগান১ বলেছেন: যদিও উন্মাদ এর কনসেপ্ট টা আমেরিকার ম্যাড ম্যাগাজিন এর 'নকল', তবে কনটেন্ট টা পুরাপুরি বাংলাদেশের আর্থ/সামাজিক বিষয়টাকে খুব ভালভাবেই তুলে এনেছে....
এখনও মনে আছে মা/বাবার গর্বিত মুখের ছবি কেননা ছেলেকে প্রায় তবলা/ঢাক ইত্যাদি বাজাতে দেখে ভেবেছিলেন যে ছেলে বড় হয়ে গানের জগতে বিখ্যাত হবে, তবে দেখা গেল যে বড় হয় বাসের কন্ড্রাক্টর হয়ে বাসের গায়ে চাপড় মেরে এই গুলিস্হান গুলিস্হান বলে চিৎকার দিতে

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ঠিক বলেছেন । তবুও ৪৫ বছর টিকে থাকা একেবারে কম নয় । এখন বাজার পড়ে গেছে । আপনার কথিত ঐ সঙ্খ্যার কথা মনে পড়ছে =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.