নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ৭০ সালের নির্বাচন

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০২





ডিসেম্বরে ভোট হবে বলে নভেম্বরেই আমাদের স্কুল পরীক্ষা শেষ হয়েছে । এখন অখণ্ড অবসর । ফকিরদের বাগান মাঠে খেলি অনেকের সাথে । বাবা দুমাস আগেই আমাদের ছেড়ে মহাকালে পাড়ি দিয়েছেন । আপাতত শাসনের বালাই নেই । আমাদের রাস্তা দিয়ে মিছিল যায় । আমরা দেখি বারান্দায় দাড়িয়ে । বাড়ির বাড়তি বাশ দিয়ে একটা নৌকা
বানালাম । বাড়ির সামনে রাস্তার এপার ওপার করে নৌকা টানিয়ে দিলাম সন্ধ্যার অন্ধকারে । যে শ্রমজীবী ছেলেটিকে ডেকে সাহায্য নিলাম লাইট পোস্ট বেয়ে রশি বাঁধতে । তাকে আটআনা পয়সা দিলে সে নিল না বরং খুব সন্দেহ নিয়ে আমায় জিজ্ঞাসা করল এই নৌকা তুমি বানিয়েছ ? অন্ধকারে সে মাথার ওপরে আমার বানানো নৌকা দেখতে লাগলো । আমি খবরের কাগজ ভাতের মাড় দিয়ে লাগিয়েছি । আমার মা আমায় সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছিলেন । এরি মধ্যে পুকুর থেকে মাটি এনে ছাদে বসে শেখ সাহেবের মাথা বানিয়ে ফেললাম । এই ৫২ বছরে সেই মাথা জিলা স্কুলের ষ্টোরে আছে । স্কাউট , কাব ক্যাম্পে ওটাকে সাজিয়ে রাখে কিন্তু জানেনা কার তৈরি এই মাথা ।
কাল ভোট । বেশ উত্তেজনা আমার ভিতরে । কিভাবে ভোট হয় ?
সকাল ১০টার সময় মডেল স্কুলে ভোট কেন্দ্রে গেলাম । দুলাভাই আগেই ভোট দিয়ে বাসায় আমাদেরকে আঙ্গুলে বেগুনি রঙ লাগানো দেখাল । কেন্দ্রের সামনে জটলা , সেখানে আমার মেজ ভাইও আছেন । তারা হাতের মধ্যে লুকিয়ে সিগারেট খাচ্ছিল । ওখানে যারা আছেন তারা সবাই আমাদের পাড়ার মানুষ । একজন আমায় বললেন এই তুই কি করতে এসেছিস ? বললাম ভোট দেয়া দেখতে এসেছি । তিনি বললেন যা ঐ ঘরে ভোট হচ্ছে । ঘরের বারান্দায় বেঞ্চি নিয়ে কাগজ পত্র নিয়ে বসে পাড়ার সিনিয়র লোকেরা । একটা সিল নিয়ে আর কাগজ নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে আর খালি হাতে বাড়িয়ে আসছে । তার আঙ্গুলে নীল কালি লাগিয়ে দিচ্ছে । আমার কাছেই যিনি বসা তিনি মিহি কণ্ঠে আমায় বললেন ভোট দেখতে এসেছ ? আমি মাথা নাড়লাম । এবার তিনি আমায় জিজ্ঞাসা করলেন ভোট দেবে একটা ? মাথা নাড়ালাম হ্যা সুচক । আমার সামনে একটা কাগজ ধরলেন তাতে নৌকা সহ অনেক মার্কা ছাপা । আমায় তিনি বললেন ভোট যদি দিতে চাও কোনটায় দেবে ? আমি নৌকা দেখিয়ে দিলাম । এবার আমার হাতে সিল ধরিয়ে তিনি আরেকজনকে ইশারা করলেন । আমায় ক্লাসরুমের পর্দা ঘেরা জায়গায় নিয়ে বললেন এবার সিল মারো । সিল মেরে কাগজ যাকে ব্যালট বলে তা ভাজ করে দিলেন এবং বাক্সের মধ্যে ফেলতে বললেন । আমার ভিতর কি উত্তেজনা তখন । বাইরে একজন আমার আঙ্গুলে নীল কালি মেখে দিলেন । আমি হাসিমুখে বেরিয়ে এলাম , দৌড়ালাম বাড়ির দিকে ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এবারও নৌকায় ভোট দেওয়া হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: সে সুযোগ আর নেই । আমার ভোট অন্য লোকে দেয় ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভোট তো দিলেন।
তখন আপনার বয়স কত ছিল?
ভোটার তালিকায় নাম ছিল তো?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

শাহ আজিজ বলেছেন: ক্লাস সেভেন শেষ করেছি । ওটা একটা মজা ছিল আসলে আমি কোন ভোট দেই নি , পরে জেনেছি ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার কপি-পেস্ট টাইপ লেখার চেয়ে এই ধরনের লেখা ভালো। স্মৃতিকথাই লিখুন। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে লিখতে গাজী সাহেব আছেন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: কে কি লিখবে তা ঠিক করার আপনি কে হে ??

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ৭০ সালে আমি ছিলাম না।
৮০ সালেও আমি ছিলাম না। আফসোস।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: এবার তো আছ !!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: খুলনা জেলা স্কুলে গিয়ে আমি বলে আসবো এই মাথার শ্রষ্টার নাম ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: আমি তো ভাবছি চুপুচপি গিয়ে নিয়ে আসব ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

স্বর্ণবন্ধন বলেছেন: চমৎকার স্মৃতি রোমন্থন। সাবলীল বর্নণায় ঘুরে আসলাম যেন অর্ধ শতাব্দী আগের সেই সময়ে।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: হুম , অর্ধ শতাব্দী পার হয়ে গেছে , মনে হয় এইত সেদিন ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

স্প্যানকড বলেছেন: আপনার ভোট অন্য কেউ দেয় ! কষ্ট কমিয়ে দিয়েছে তাই না! দেখছেন আমাদের কত খেয়াল রাখেন উনারা :) ভালো থাকবেন খুব :)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: :D হুম ১৪ সালে আমাদের বলা হল আপনারা সকাল ৮,১৭ মিঃ ভোট দিয়ে গেছেন । এখন আর কেন্দ্রে যাইনা ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: আপনার লেখা পড়ে আমার স্মৃতিগুলো চোখের সামনে উদয় হলো।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: আমরা সবাই স্মৃতি কাতর ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: এবার আমি ভোট দিতে যাবো না। এটাই আমার প্রতিবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: এই সব প্রতিবাদ কোন কাজে দিবে না ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: সে সুযোগ আর নেই । আমার ভোট অন্য লোকে দেয় । এই সব বিএনপির জন্য হয় ,তাদের ভুল রাজনীতির জন্য হয় ,তাদের "হ্যাডাম " নাই তাই হয়। কথা শেষ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: হয়ত তাই ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: @রাজীব নুর বলেছেন: এবার আমি ভোট দিতে যাবো না। এটাই আমার প্রতিবাদ। হাত কেটে ফেলতে পারে আপনার ,সাবধান ! নৌকায় ভোট না দিলে হাত কেটে ফেলার হুমকি দিলেন আ. লীগ নেতা

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: হাট কাইটা কি মামলা খাইব?

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: হাট কাইটা কি মামলা খাইব?

- ভিডিওর শেষে বলতেছে তো ,প্রশাসন তার ,এমপি তার ,ক্ষমতা তার ! কার এতো বুকের পাটা মামলা দেবে ?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: হুম , সত্য বলেছেন ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই সব প্রতিবাদ কোন কাজে দিবে না ।

জানি। তবুও আমার প্রতিবাদ। আমি জিদ করে মাটিতে বসে ভাত খাই।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

শাহ আজিজ বলেছেন: চালিয়ে যাও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.