নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আড্ডা - ডঃ ইউনুস এবং মামলায় সাজা প্রাপ্তি

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

আজকের আলাপ / আড্ডা নোবেল লরিয়েট ডঃ ইউনুসের একটি মামলায় ছয় মাসের সাজা প্রাপ্তি নিয়ে আলাপ । ব্লগার আইনজীবী মোহাম্মাদ তরিকুল্লাহ এই মামলা বিষয়ে সন্ধ্যা ৭ টা ১৮ মিঃ একটি পোস্ট করেছেন । তিনি মামলার বিবিধ বয়ান করেছেন যা আজকের আড্ডার আইনি বিষয়ে রেফারেন্স হিসাবে উপস্থাপন করা যাবে । ডঃ ইউনুস কিছুদিন আগে অন্য একটি মামলায় ৳১,৫১ মিলিয়ন ডলার পরিশোধ করে জেল শাস্তি থেকে রেহাই পেয়েছিলেন । এবারও কি তাকে একই রকম ভাবে রেহাই দেয়া যেত ।


আড্ডা শুরু -------------------------------------

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০

বাকপ্রবাস বলেছেন: টাকা থাকলে জমা দিয়ে জেল খাটা থেকে উদ্ধার হওয়া ভাল, জেলে কে থাকতে চায়!!!!
ওনার সাজা হয়েছে ও ওনার মতো যেভাবে পারেন মুক্ত হবেন।
ওনি অপরাধ করে থাকলে স্বাজা হোক
ওনি অপরাধ না করে থাকলে যারা স্বাজা দেবার আয়োজন করেছেন তাদের বিচার সময় এর হাতে ছেড়ে দেয়া ছাড়া উপায় নাই
বর্তমান দেশের পরিস্তিতিতে কাকে স্বাজা দিবে, কাকে আইনের আওতায় আনা হবে বিষয়গুলো নিরপেক্ষ নেই, সবই চলছে একটা ছকে বাঁধা দূর্নীতি ও অনিয়ম এর উপর, হাজার কোটি টাক পাচার হয়ে যাচ্ছে সেখানে একজন ইউনুসকে ধরে রাখা এগুলোর প্রশ্ন জন্ম নেয়।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: এখানেই সব গোমর ফাক হয়ে যাচ্ছে । মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মনের জ্বালা মেটানোর একটা নোংরা উদ্যোগ । আপনাকে ধন্যবাদ একদম সরাসরি উপস্থাপন করার জন্য ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: লক্ষ্য করেছেন গ্রামিন ফোনের বিরুদ্ধে কোন মামলা হয়নি , এজন্য মনে হয় এদের পার্টনার নরওয়ে একটি দাতা প্রতিষ্ঠান । তাকে না ক্ষেপানো উত্তম ।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১

এক চালা টিনের ঘর বলেছেন: Ekjon novelist ke shaja deya jateer jonno lojjar. Protihingsha chara ar kichui noy.

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: আমাদের রাজনিতিকরা প্রতিহিংসা ছাড়া বোধ হয় আর কিছু বোঝে না । গ্রামিন ফোনে নরটেল অংশিদারি । এখন অনেক বিদেশী কোম্পানি দ্বিতীয় দফা ভাব্বেন তারা এই রাষ্ট্রে নিরাপদ কিনা ।

ধন্যবাদ ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

এক চালা টিনের ঘর বলেছেন: Sheikh Hasina DR. Yunus ke khuboi jealous kore. Karon sheikh hasina onek cheshta koreo novel payni.

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: ক্ষ্যাত মহিলা ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

স্প্যানকড বলেছেন: ইউনুস মিয়াকে দোয়া ইউনুস পড়তে বলেন রেহাই পেয়ে যাবে ইন শা আল্লাহ :)

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: মিয়া , হের ক্ষমতা কম না । ইলেকশনের পরে দেখ ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: সোনাগাজী ধন্যবাদ ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

শেরজা তপন বলেছেন: ডঃ ইউনুসের বিষয়টা নিয়ে ব্লগারেরা খুব বেশী আগ্রহী মনে হচ্ছে না !!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬

শাহ আজিজ বলেছেন: হুম , তাইতো দেখছি । পরিমনিকে নিয়ে একটা আলাপ শুরু করা যায় ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: ৫ নং এ আপনি নিজেই মন্তব্য করলেন?
আসলে কি বলতে চেয়েছিলেন।

ইউনুসের জ্ঞান আছে, কিন্ত অপব্যবহার করেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: সোনাগাজী এখনো মন্তব্য করার জন্য অনুমোদিত নয় , তিনি লাইক দিয়েছেন ------



হুম ইউনুসের সেই অপব্যাবহার নিয়ে বলুন ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে শেখ হাসিনা যা চায় তাই হয়। শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

শাহ আজিজ বলেছেন: আমরা হাসিনাকে নিয়ে আলাপ শুরু করিনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.