নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি।। নির্বাচনী আড্ডা

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

আরেকটি পোস্টে আমি ৮ তারিখ নির্বাচনের পরদিন আড্ডার সময়সূচী ঘোষণা করেছিলাম । আসলে নির্বাচনী আড্ডার সময় এখনি । আমি সন্ধ্যায় দাড়িয়ে ইলিয়াস মোল্লার বিশাল নির্বাচনী লিমোজিন আর ট্রাক মিছিল দেখছিলাম । মোল্লা আমায় বিগলিত ছালাম দিলেন । আমিও প্রতিউত্তর করলাম হাসি সহকারে । তখনি আমার মনে এলো আড্ডার এটাই উপযুক্ত সময় ।


আগের পোস্ট এড়িয়ে যান এখনি শুরু করুন আড্ডা । এই আড্ডা নির্বাচনের দিন পর্যন্ত চলবে । এই পেজ শেষ হলে নতুন পেজ খুলব ।

স্বাগতম আড্ডায় ।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

এক চালা টিনের ঘর বলেছেন: Today i received a call in my phone from our local mp to vote him on the seventh January. But i shall sleep whole day. I Don't support this ridiculous so called election.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: আপনি একদম খোলামেলা মন্তব্য করেছেন , আপনাকে ধন্যবাদ ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

শেরজা তপন বলেছেন: অক্কে চলুক! ঈগলের মিছিল দেখেছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: না , রূপনগরের এই রাস্তায় আসেনি ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

শেরজা তপন বলেছেন: একদিকে তাঁর পোস্টার আছে মিছিল নাই- একদিকে মিছিল আছে পোস্টার নাই! চমৎকার নির্বাচন করছেন তিনি- মনে হচ্ছে ছুটে আসন ১৪তে চলে যাই। সেখানে নাকি জব্বর নির্বাচন জমেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: চৌদ্দ মানে আমাদের এইটা ? বেশ জমেছে ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

এক চালা টিনের ঘর বলেছেন: Because of too many trolls about "Blog Adda" by blogger Shona Gazi & His Supporters bloggers are not getting any more interest in blog adda. Without Saima, Sare Chuyattor & Mirror Doodles Adda not possible.

Me & Sherja with you. Carry-on.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: ওদের বলছি আড্ডায় আসতে । ধন্যবাদ ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

ঢাবিয়ান বলেছেন: মাইকে কান ফাটানো আওয়াজে শব্দ দুষন করা কিছু নির্বাচনী মিছিল দেইখা আসলাম। মিছিলগুলোতে মানুষের সংখ্যা দশ বারো জন! মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে একেবারে চুপসে গেলাম। কেউ এই বিরক্তিকর বিষয়ে কথা বলতে একেবারেই চায় না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: আমরা সারাদিনে দুষিত হয়ে গেছি হা হা হা B-)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: আড্ডা দিমু কি মিছিলের পর মিছিল বওনের জায়গা নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: খাড়ায়া থাকা ছাড়া উপায় নাই হে প্রামানিক :D

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

জ্যাক স্মিথ বলেছেন: পোস্টের সাথে চা-কফি, সিংগাড়া-সমুচা যোগ না করলে আড্ডা ঠিকমত জমবে না।

নির্বাচনের পরের দিনই নাকি পুরো দেশের উপর সেংশন আসবে দেশের মানুষ সব না খেয়ে মরবে, আপনি তখন ব্লগিং করবেন কিভাবে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: পাঠাইছি তো , পান্নাই ?? কিছু চাউল কিনা রাখছি , ওতেই চলবে হে হে হে ;)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঈগলের পক্ষে কাজ করে যাচ্ছি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: ভাল , সবাই নৌকা নৌকা করলে ইগল কে বলবে :-B

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: আরে না আসলাম ভাই'এর এরিয়া। মুল মাল কামানোর খনি। নিখিল মিয়া নৌকা নিয়া পুরা পাঙ্খা হইয়া ঘুরতেছে

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম এদের তেমন জোর দেখিনা এলাকায় ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

শেরজা তপন বলেছেন: মোল্লা তো প্রায় খালি মাঠে গোল দিচ্ছে। আর কামাল মজুমদারের উইকেট আজরাইল ছাড়া কেউ নিতে পারবে না- সে নাকি বিপক্ষ দলরে পয়সা দেয় পোস্টার ছাপানোর জন্য :)

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: কামাল কি ১৪ নম্বরে ? কোন প্রচার নাই !!

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: আড্ডাইলাম।

তয় ভোট কি দিতা পারুম?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: ন এলাকা আপনার ? না হইলে ভুয়া দেওয়া যাইব হে হে হে

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

কামাল১৮ বলেছেন: ইচ্ছা থাকা সত্তেও ভোট দিতে পারছিনা।বিদেশ থেকে পোষ্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা থাকলে ভালো হতো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

শাহ আজিজ বলেছেন: ডিজিটাল থেকে স্মার্ট পার হইয়া ক্রিটিকাল হবে কিন্তু পোস্টাল ভোট আর হবে না ।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২১

আঁধারের যুবরাজ বলেছেন: @ শাহ আজিজ এবং শেরজা তপন , আপনাদের বাসা কি মিরপুরে নাকি ?

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , আমি আরামবাগ মেইন রোডে ।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

শেরজা তপন বলেছেন: আগে যখন মিরপুর একীভুত ছিল তখন তিনি ছিলেন। পরে মিরপুর তিন আসনে ভাগ হয়ে যায়; ঢাকা ১৪,১৫,১৬
তিনি এখন ঢাকা ১৪ এর এমপি।
আপনার মিরপুরের ভিসা দিছে কে?

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২

শাহ আজিজ বলেছেন: কেউ দেয় নাই । আমি মহাম্মদপুরের ভোটার , এখন গুমে আছি ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: ইলিয়াস মোল্লা

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, আমি আড্ডা দিতে জানি না।
আপনারা আড্ডা দিন। আমি আপনার কথা মন দিয়ে শুনবো।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

শাহ আজিজ বলেছেন: উক্কে ।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: আড্ডায় চা নাস্তার ব্যবস্থা কি থাকবে?

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

শাহ আজিজ বলেছেন: হ্যা যার যার কিচেনে আওয়াজ দিন , মিলে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.