নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কি শীতরে বাবা !!

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২২




জমে গেলুম দাদা , কিছু একটা করো বাপ ! যাও ঐ যে কিষাণ মজুররা আগুন পোহাচ্ছে , ওদের সাথে ভিড়ে যাও , আরাম হবে । মরিচ ভর্তা দিয়ে চিতই পিঠা খেলাম , এ এক দারুন মহাঔষধ । মুহূর্তেই শরীর গরম হয়ে উঠলো । বিরাট জনসংখ্যার মানুষের শীতের কাপড় নেই অথচ নির্বাচনের দিন গাধার মত খেটেছে , ভোট দিয়েছে নৌকায় । আমি একটা শিশুকে নতুন গরম কাপড় কিনে দিয়েছি । আপনার আশপাশ দিয়ে গরীবদের ক্ষমতা অনুযায়ী গরম কাপড় কিনে দিন । আপনার মঙ্গল হউক ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

বিজন রয় বলেছেন: চলেন কোনো ফাঁকা নদীর পাশে যাই।

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: নদীর পাশে শীত কম ।

২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: এতদিন ভোট নিয়ে আড্ডার আয়েঅজন করেছিলেন, এখন শীত নিয়ে আড্ডার আয়োজন করুন। যাতে শীতবস্ত্র বিতরনের ব্যবস্থা করা যায়।

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: শীত বস্ত্র বিতরন করুন প্লিজ ।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: তীব্র পোহাতে পোহাতে একটা গান ধ্রুরুন -

"ও গান ওয়ালা!
আরেকটা গান গাও...
আমার আর কোথাও যাওয়ার নেই...
কিচ্ছু করার নেই... "

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: হা হা হা , শীতে কাপতে কাপতে গান খেয়ালের মত যাবে । =p~

৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: @গোফরান, সুমনের এই গানটি আমার একটি প্রিয় গান।প্রায় একা একা শুনি।
প্রতি বছর শীতের আগে অনেক জামাকাপড় দানবাক্সে দিয়ে আসি।কোন গরিব পায় কিনা জানি না।এখানে কিছু বাঙ্গালী পরিবার পিঠা বানিয়ে অন লাইনে বিক্রিকরে।মেয়ে মাঝে মাঝে অর্ডার দেয়,উবারে দিয়ে যায়।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: বাহ ভালই তো , ভালই আছেন আপনারা ।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:


ফারেন'এ কত ডিগ্রি?

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: এই মুহূর্তে সেলসিয়াস ১৬ । ফারেন ভুলে গেছি ।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এখানও তীব্র শীত।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

শাহ আজিজ বলেছেন: আপনি কোথায় এখন ?

৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২

শেরজা তপন বলেছেন: আপনার খাবারের বেশ রুচি আছে- বাহ!

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ভালই লাগে ।

৮| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

নয়ন বড়ুয়া বলেছেন: বাইরে থেকে এসে, এখনও পা গরম করতে পারিনি...
প্রচণ্ড শীত...

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: বাকেটে হাল্কা গরম পানি নিয়ে পা ডুবিয়ে বসে থাকুন । আস্তে ধীরে গরম পানি যোগ করুন । এটা আমাদের চীনা জীবনের অভ্যাস । এখনো ছাড়িনি ।

৯| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

মিরোরডডল বলেছেন:




আমি শীতে ব্ল্যাঙ্কেট দেই, যারা খোলা আকাশের নিচে ঘুমায় তাদের জন্য এটা করি, এবারেও করেছি।
ফুট ওভারব্রিজ, ফ্লাইওভারের নিচে, বাস স্ট্যান্ড, ট্রেইন স্টেশন ওখানে যারা ঘুমায় তাদেরকে দেই।



১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: গুড জব ডল । খুলনাতে থাকতে বিশাল দল বেধে কম্বল বিলাতাম , এখন একাই বিলিয়ে দেই ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: শীত মনে করলেই শীত লাগে, না করলে কিছু না। এক বছর পর শীত আসেছে দেশে থাকতে দেন কিছুদিন।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: এরকম মনে করে কাল ঘরে উঠেছি শীতের হাওয়ার ধাওয়ায় ।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: গরমকাল অপেক্ষা শীতকালে মানুষকে সাহায্য করা সহজ। রাতে বের হলেই দেখা যায় কোন মানুষেরা শীতে কষ্ট পাচ্ছে, তাদের অতি সহজেই শীত বস্ত্র প্রদান করা যায়। সবার তা করাও উচিত।

অন্য সময় দেখা যায়, অসহায় মুখে ভাত খাওয়ার জন্য টাকা নিয়ে, তা দিয়ে বিড়ি খায়।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: হুম সত্যি কথা । আমি কাপতে থাকা শিশুদের গরম পিঠা খাওয়াই ।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,




শীত তো প্রতিবারই আসে, কম আর বেশী।
তাই যার যার সাধ্য মতো গরম পরিধেয় বস্ত্র কিম্বা কম্বল বিতরণ করে দুঃস্থ মানুষদের কম বেশী সাহায্য করা যেতে পারে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: তাইইতো করি ।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৬

সোহানী বলেছেন: কানাডায় প্রচন্ড বরফ চলছে আজ থেকে। কিছু জায়গায় মাইনাস ৪০। আমার এলাকায় প্রচন্ড বাতাস আর বরফ কিন্তু ঠান্ডা কম। মাত্রই বাইরের থেকে আসলাম।

দেশের যেমন গরম কাপড়ের অভাব, তেমনি ঘরের ঠান্ডা প্রতিরোধের অভাব।

আগেতো দেখতাম কম্বল বিতরণ হতো গ্রামে শহরে সবখানে। এখন হয় না??

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: এখনো হয় নীরবে । তুষারপাত হলে ঠাণ্ডা কম লাগে । আমরা পিকিঙ্গে সাইবেরিয়ান হাওয়ায় নাক মুখ জমে ভীষণ কষ্ট হতো ।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: শীতের দিনে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে মজা আছে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

শাহ আজিজ বলেছেন: এই শীত কম্বলে ফেইল , লেপ সহি হ্যায় ।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

বাউন্ডেলে বলেছেন: ৮.৮ এই অবস্থা নাস্তানাবুদ। সৈয়দপুরে বিমান সুযোগ পেলেই হুরমুড় করে নামছে দু-চারটা। দ্রুত ভাগছে । কুত্তা-বিলাইয়ের বারো অবস্থা। ষ্টেশন ফুটপাতের বাসিন্দাদের পোয়া বারো অবস্থা- একেকজন ৪-৫টা কম্বলের উপরে বসে,৫-৬ টা গায়ে দিয়ে মুড়ি চিবাচ্ছে। নিম্ন-মধ্যবিত্তের অবস্থা সঙ্গিন। না পারছে কাউকে বলতে-না পারছে ঠান্ডা সইতে। আগুন পোহাতে গিয়ে - অনেকেই লোম হারাচ্ছে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

শাহ আজিজ বলেছেন: হুম , আমি বুঝতে পারছি ওদের অবস্থা । নির্বাচনে বিজয়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয় । আমার সহায় হট ব্যাগ , ওটাকে কোলে পিঠে নিয়ে বেশ আছি । কি কষ্ট মানুষের , পাড়ার কুকুরদের । পাখিরা চুপ মেরে গেছে ।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: আমি সব সময় বাচ্চাদেরকে শিখাই যেন তাদের পুরোনো কাপড়গুলো ওরা বিলিয়ে দেয়। প্রতি বছর আমরা স্কুল থেকেও কয়েক বস্তা শীতের কাপড় বিলাই।

সবার এই শীতে পুরোনো বা নতুন গরম কাপড় যাদের সামর্থ্য নেই তাদের দেওয়া উচিৎ!

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

শাহ আজিজ বলেছেন: এটাই দানের প্রকৃত সময় ।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০

এম ডি মুসা বলেছেন: শীতে মানুষ নয় শুধু পশু পাখি গৃহপালিত পশু পাখির খোঁজ নেওয়া উচিত

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

শাহ আজিজ বলেছেন: চারটি কুকুুর ছানাকে একটা বাক্সে পাটের বস্তায় রেস্কিউ করে এলাম । মানুষ আর বস্তির ছেলেপিলেরা ওদের দেখভাল করছে । কোন অমানুষ ১২ টি কুকুর ছানাকে ছেড়ে দিয়ে গেছে । ৮ টি হাতে হাতে চলে গেছে । ৪ টি আছে ।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ভাই আমি তো উত্তরাঞ্চলে আছি লেপের নিচ থেকে বেরোতেই পারছি না।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: বাইর হওয়ার দরকারটা কি ?? শুইয়া থাইকা অর্ডার করো !! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.