নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গুণী এই শিল্পী এবার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন। প্রতিবছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে গত ২৫ জানুয়ারি ২০২৪ সালের পদ্ম সম্মাননা প্রাপকদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’র পর অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়—পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার প্রদান শুরু করে। ১৯৫৫ সালে পুরস্কারটির তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এবারের তালিকায় পদ্মবিভূষণে ৫ জন, পদ্মভূষণে ১৭ জন এবং পদ্মশ্রীতে ১১০ জনকে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। বন্যা রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের কাছ থেকে উত্সাহ লাভ করেছেন। তাদের একান্ত সান্নিধ্যও পেয়েছেন তিনি। এ শিল্পী ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। গুণী এই শিল্পী সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। অর্জনের ঝুলিতে জমা করেছেন ভারতের ‘বঙ্গভূষণ’ পুরস্কারও।
ইত্তেফাক
ছবিঃলিপি দাস
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: বন্যার দাত কি অপরিস্কার ?? আমি দেখেছি , না তেমন কোন দাগ নেই ।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: রেজোওয়ানা চৌধুরী বন্যা আমার প্রিয় শিল্পী। বিশেষ করে 'আজি এ বসন্তে' এই গানটি রেজোওয়ানা চৌধুরী সবচেয়ে ভালো গেয়েছেন।অন্য কোনো শিল্পী ওনার ধারে কাছে গাইতে পারেননি।
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন: শান্তিনিকেতন বন্যাকে পি এইচ ডি দিয়েছে । তাছাড়া বন্যা শান্তি নিকেতনে নিয়মিত ক্লাস নেয় মাস্টার্সে ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬
সোনাগাজী বলেছেন:
ছবিতে তো পরিস্কার মনে হচ্ছে না।
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: ছবি দেখে বলেছেন? হায় আল্লাহ , ও অনেক সুন্দর তার থেকে সুন্দর ওর গলার গান ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫
মিরোরডডল বলেছেন:
খেলাঘরের চোখে যে সামান্য সমস্যা আছে সেটা কি আজিজ জানে নাহ?
উনি নিজেই বলেছেন চোখের প্রব্লেমের কথা।
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: আজ বুঝলাম সমস্যা আছে । ডাক্তার দেখাতে হবে ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮
মিরোরডডল বলেছেন:
I love her.
She's amazing!!!
ভীষণ মেধাবী একজন শিল্পী।
A living legend of Bangladesh.
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আমিও তার প্রেমে পড়েছিলাম ।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭
মিরোরডডল বলেছেন:
খেলাঘর, এই ছবিটা সেভ করে জুম্ ইন করে দেখে নিবে প্লিজ।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩
শাহ আজিজ বলেছেন: আমরা একটা দূরবীন পাঠাবো , গাজী ভাই ।
৭| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র জামাইত্যা কাঠমোল্লারা ছাড়া উনাকে সবাই পছন্দ করে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: হুম আসলেও তাই ।
৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ডাক্তার দেখাতে হবে ।
চিকিৎসা চলছে। উইশ ভালো হয়ে উঠবেন।
লেখক বলেছেন: আমিও তার প্রেমে পড়েছিলাম ।
পড়েছিলাম মানে কি, প্রেম কি চলে গেছে?
শিল্পী বন্যাকে আগেও ভালো লাগতো, এখন ব্যক্তি বন্যাকে আরো বেশি ভালো লাগে।
Because of her extraordinary personality.
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬
শাহ আজিজ বলেছেন: ঐ প্রেম কি যায়রে ভাই ? ৮২ সালে শান্তিনিকেতনে শুরু আর এখনো চলছে ।
৯| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
কামাল১৮ বলেছেন: পুরস্কারটি যথাযথ হয়েছে।আরো আগে পাওয়া উচিত ছিলো।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭
শাহ আজিজ বলেছেন: বন্যাকে পুরস্কার দেওয়ার আগেই জনপ্রিয় ।
১০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১
শেরজা তপন বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র জামাইত্যা কাঠমোল্লারা ছাড়া উনাকে সবাই পছন্দ করে।
নিশ্চিতিভাবে দারুণ গুণী শিল্পী উনি কিন্তু আমার উঁনার গান পছন্দ নয় তাঁর মানে কি আমি জামাইত্যা কাঠমোল্লা?
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: কিঞ্চিত জামাইত্যা হে হে হে
১১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫
মোগল সম্রাট বলেছেন:
প্রায় প্রতিদিন সকালে উনার গান শুনি। অভিনন্দন জানাই এই গুনি শিল্পীকে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: অভিনন্দন ।
১২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৫
নয়ন বড়ুয়া বলেছেন: উনি সত্যিই গুণী শিল্পী। নজরুল গীতিতে অনুরাধা। আর রবীন্দ্র গীতিতে রেজওয়ানা চৌধুরীর বন্যা মেম ছাড়া, আমি যেনো অন্য কন্ঠ শুনতেই পারিনা...
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: শেরজা ভাই - আপনার প্রশ্নের জবাব দিলে কিছু বলদ মডুকে দৌড়ে গিয়ে বিচার দিবে। বলবে আমি মতের অমিলের কারণে ব্লগের সবাইকে ছাগু ও কাঠমোল্লা বলছি।
তবে জামাইত্যা ছাগুরা যে রবীন্দ্রনাথ এর গান ও যারা রবীন্দ্র সংগীত গেয়ে থাকেন তাদের পছন্দ করেনা তার প্রমাণ গুগল সার্স দিলে অনেক পাবেন। ছাগুর কেল্লা ( বাঁশের কেল্লা) শ্রেনীর বস্তি ক্লাস জামাতি পেজ থেকে রবীন্দ্রনাথ ও রবীন্দ্র সংগীত বিরোধী অসংখ্য পোস্ট প্রসবিত হয়েছে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১
শাহ আজিজ বলেছেন: প্রগতিশীল সব কিছুই জামাইত্যাদের অপছন্দ ।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৯
কালো যাদুকর বলেছেন: রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে উনিই জনপ্রিয় করেছেন। অভিনন্দন।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২২
শাহ আজিজ বলেছেন: গুণী শিল্পী বলেই এখন শান্তিনিকেতনে শিক্ষকতা করেন । সুরের ধারা নামে বিশাল গানের সংগঠন গড়ে তুলেছেন ।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: এটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫
বাউন্ডেলে বলেছেন: আমার সংগীত নেশার পিছনে উনার ভুমিকা সবচেয়ে বেশী। বিশ্বাষ করুন বা না করুন ওনাক নিয়ে আমি ভাবতাম আমি কিশোর কালে। চাঁদে আলোর বাঁধ ভেঙ্গেছে- এই গানটি শোনার পর ওনার প্রতি আমার আসক্তি সৃষ্টি। অনেক অনেক ধন্যবাদ ভারত সরকারকে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭
শাহ আজিজ বলেছেন: আমি প্রতিদিন সকালে ওর গান চালিয়ে দেই , শুনি , সেই যে শোনা শুরু তা আজও চলছে । এই মুহূর্তে শুনছি ।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯
বাউন্ডেলে বলেছেন: চাঁদে আলোর বাঁধ ভেঙ্গেছে- আলোর জায়গায় “হাসি” হবে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮
শাহ আজিজ বলেছেন: হুম ওটা আমারও প্রিয় গান ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২
সোনাগাজী বলেছেন:
ভালো কাজ হয়েছে।
উনি দাঁতগুলো পরিস্কার রাখলে আরো ভালো হতো।