নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত দ্বারে । লেপ তোলার সময় হয়ে গেছে । পাখিরা এবার শীতে সাড়া দেয়নি , এখন গুন গুন শুরু করেছে । আজ এক অপূর্ব রূপসীর সাথে দেখা । আমার কাঠের ভাস্কর্যের প্রেমে পড়ে গেলেন , তিনি একজন আরকিটেকট । আমার ভাস্কর্য নেবেন । মনটা খুব খুশি । এই বসন্তে আমি ঋগ্ধি গ্যালারির কোনে স্টুডিওর জায়গা পেয়েছি । মিরপুর ১১ নাম্বারে ৯ নম্বর রাস্তায় ২ নম্বর বাড়িতে । নিচে রেস্টুরেন্ট , দোতালায় পাঠাগার , তিনতালায় গ্যালারি । কাজেই আমার বসন্ত শুরু হল ।
বন্ধুদের বসন্তের শুভেচ্ছা ।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: আল্লায় দয়া করে আমার বসন্ত দিয়ে দেন ।
২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫
সোনাগাজী বলেছেন:
১ সপ্তাহ আগে শীতে কাঁপছিলো দেশ, আজকে বসন্ত?
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১
শাহ আজিজ বলেছেন: চমৎকার আবহাওয়া আজ ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮
কামাল১৮ বলেছেন: রূপসীর পরনে কি হলুদ শাড়ি ছিলে?অটবির মালিক কি কাঠের ভাষ্কর্য করতেন।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২
শাহ আজিজ বলেছেন: কালো টাইট প্যান্ট শার্ট ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: শীতে কাঁপছি এখনও...
এই বসন্ত মানি না...
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: কোথায় তুমি । আজ সকালে একটু আগে চান করলাম , খুব ভাল লাগছে এখন । স্টুডিওতে যাব । একজন একটা জায়গা দিয়েছে তো সব গাঁটটি বোচকা বেধে সেখানে ভাস্কর্য আর পেইন্টিঙের কাজ শুরু করেছি ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৫
সোনাগাজী বলেছেন:
ভালো, আপনি নতুন কিছু নিয়ে ভাববেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: হুম তাই করছি একজন একটা জায়গা দিয়েছে তো সব গাঁটটি বোচকা বেধে সেখানে ভাস্কর্য আর পেইন্টিঙের কাজ শুরু করেছি ।
মানসিক শান্তি ফিরছে ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: শীতের লেপ কম্বল কাঁথা ওয়াশ করে আলমারিতে তোলার সময় হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
শাহ আজিজ বলেছেন: একটু রয়ে সয়ে , তাড়া কিসের এতো ???
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২
মোগল সম্রাট বলেছেন:
সকালেই জানালা দিয়ে দেখলাম আবার শুনলামও কদমের ডালে কোকিল ডাকতেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
শাহ আজিজ বলেছেন: আমাদের এলাকা থেকে কোকিল উধাও । ।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাতিরঝিলে শিমুল গাছে ফুল ফুটতে দেখে বুঝলাম, বসন্ত আসি আসি করছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪
শাহ আজিজ বলেছেন: শিমুল ফুল ফুটেছে । প্রিয় ফুল ।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটু রয়ে সয়ে , তাড়া কিসের এতো ???
বিছানার অনেকখানি দখল করে রাখে লেপ কম্বল। ভালো লাগে না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: তাইলে ফালায় দাও ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯
এম ডি মুসা বলেছেন: আজিজ সাহেব কত বসন্ত এলো গেলো চোখের উপর চলে গেলো আমার বসন্ত নিখোঁজ আমার বসন্ত আসেনা