নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। সেই কুকুর ছানাটি মারা গেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯




আজ সকালে স্টুডিওতে যাবার প্রাক্কালে মুরগির নাড়িভুঁড়ি নিয়ে দেখা গেলো একটি ছানা আছে আরেকটি নেই । সামনেই মোটর বাইক সারানোর জায়গায় পড়ে আছে নিথর নিশ্চল । হাতে তুলে নিয়ে ওদের বাক্সের সামনে রেখে দিলাম খাবারের নাগালে । ওরা বলছিল গাড়ি চাপা পড়েছে । আমারও মনে হচ্ছিল আঘাত পিছনের পায়ে । ওদের দেখভাল করে ছেলে পিলের দল এসে যাবে । দ্রুত দৌড়ালাম ১১ নম্বরের দিকে । মনটা অপরাধ বোধে আচ্ছন্ন হচ্ছিল । সন্ধ্যায় ফিরে দেখি বক্স খালি কুকুর নেই । পাশের বাড়ির দারোয়ানের স্ত্রী জানাল একটি বাচ্চা মারা গেছে । আরেকটি কোথায় তার খবর নেই ।

মনটা খুব খারাপ হয়ে আছে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতির জীবনের সাথে ওদের জীবনের মানও সামানুপাতিক

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: সবার আদর কেড়েছিল ওরা । আহা কেউ যদি নিয়ে পালতো ওদের । মাদি কুকুর বলে কেউ নেয়নি । মর্দা কুকুর দশটি নিয়ে গেছে ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

নয়ন বড়ুয়া বলেছেন: দুঃখজনক। কোন প্রাণী মারা গেলেই যেখানে খারাপ লাগে, সেখানে বাচ্চা মারা গেলে তিনগুণ খারাপ লাগে...
খেলার বয়সী সময়েই একটু যত্নের অভাবে এই হাল...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: সম্ভবত মোটর বাইকের চাপায় আহত এবং মৃত্যু । কারন ও মোটর বাইক সারানোর মধ্যেই পড়ে ছিল । আমি ওকে কোলে তোলার সময় কোন আওয়াজ নেই কোন অভিযোগ নেই ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: খবরটায় মন খারাপ হয়ে গেলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আমাদের দুঃখে সাথী হওয়ার জন্য ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩০

কামাল১৮ বলেছেন: আমাদের গাড়ী চালকরা মানুষকেই মানুষ মনে করে না।কুকুরের জন্য তাদের দয়ামায় থাকবে কোথা থেকে।কবে যে আমরা মানুষ হবো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: মোটরসাইকেল চালকরা সব জঙ্গি হয়ে গেছে ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: দুঃখ লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

শাহ আজিজ বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.