নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। চীনা চান্দ্রৎসব

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০





ফেব্রুয়ারির ৮ তারিখে অমাবস্যা কেটে নতুন চাঁদ মুখ দেখালেই শুরু হবে চীনা নতুন বছরের শুরু । এবার ড্রাগন সাল শুরু হয়েছে । রাত ১১ টার পরেই শুরু হবে নানা কিসিমের বাজি পোড়ানোর ক্ষন । কত ট্রিলিয়ন বাজি পুড়বে তা কারোই জানা নেই । গত সপ্তাহ থেকে বিশেষ ট্রেন , বাস আর প্লেন দিয়ে কোটি মানুষ তাদের গ্রামের বাড়িতে গেছেন । লক্ষ মানুষ গেছে বেড়াতে নানা দেশে । চীনের লং ড্রাইভে কোটি গাড়ির লাফ ঝাপ টুরিস্ট স্পট গুলোতে বেড়াতে । ধনী চীনের এ এক মহোৎসব । কাল সন্ধ্যায় চিয়াওজি বানিয়ে খেয়েছে সবাই । কোন হোটেলে জায়গা খালি নেই নাচ গান উতসবে । অনেক আগে আমরা এর স্বাদ নিয়েছি সাদা মাটা পরিবেশে । উচ্চ অ্যালকোহলের ছোট পাত্র মুখে ঢেলে বলতে হয় কান বেই মানে খালি পাত্র । আমরাও বলি চিয়ার্স ।
























মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

এম ডি মুসা বলেছেন: রাজকীয় সবকিছু, সাধারণ লেভেলের জনগণ েএই উৎসব করতে পারে ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১১

শাহ আজিজ বলেছেন: হুম করে , এখানে তো সাধারন মানুষের ছবি দিয়েছি ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

কামাল১৮ বলেছেন: এখানে প্রচুর চীনা আছে।কদিন থেকেই দেখছি সাঁজ সাঁজ রব।আমাদের আগের রানীর প্রতিনিধি চিলো একজন চাইনিজ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: ওরা নিশ্চয়ই খুব আনন্দে মেতেছে !!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার আগের অফিসে চাইনিজদের থেকে কাপড় নিতাম। চাইনিজ নববর্ষে ওরা বিশাল ছুটি কাটাত, আর আমরা বিশাল মুসিবতে পড়ে যেতাম। অবশ্য ওরা নববর্ষ নানা রঙিন ছবি শেয়ার করত। ভালো লাগত দেখতে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: কোথায় ছিল আগের অফিস ? ৪০ বছর আগে ১ দিন ছুটি কাটাত এখন উন্নত চীনে ১৫ দিন মিনিমাম আর মাক্সিমামের খবর জানা নেই ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মেঠোপথ২৩ বলেছেন: লুনার নিউ ইয়ারের শুভেচ্ছা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: শিন নিয়ান খুয়ায় ল ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার অফিস ছিল মিরপুর ডিওএইচএস। বায়িং হাউজ। কাপড় সব চায়না থেকে নিতাম। ওরা ১০-১৫ দিন ছুটি কাটাত। আমারও যাবার কথা ছিল চায়না, করোনার কারণে আর যাওয়া হয় নি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: সুযোগ পেলে ঘুরে আসবেন , ভাল্লাগবে ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:




আমেরিকার চীনারা চলতে, ফিরতে, বসতে, উঠতে, সব সময় খেতে থাকে; বিরক্তিকর।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: তাইতো ওদের কেউ কেউ বেঢপ মোটা ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

নয়ন বড়ুয়া বলেছেন: চিয়ার্স...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: কান বেই ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

ধুলো মেঘ বলেছেন: আচ্ছা, এইটা যদি লুনার ইয়ার হয়, তাহলে প্রত বছর ১১ দিন করে এগিয়ে আসার কথা। আমি তো গত ১০ বছর ধরেই চাইনিজ নিউ ইয়ার ফেব্রুয়ারিতে হতে দেখছি। ব্যাপারটা কি?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: এটা একজন চীনা ভাল বলতে পারবে । আমি কখনো জানতে চেষ্টা করিনি । গুগল করুন ।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে ভালো লাগল।
চাইনিজ খাবার আমার তেমন পছন্দ নয়। মোমো আমি কোনোদিন খাই নাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

শাহ আজিজ বলেছেন: খাইয়া দেখ একবার ।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন: ব্যংককে আমাদের ঘরের পাশে থাইরা চীনা ড্রাগন বর্ষে ড্রাগন নিয়ে আনন্দ মিছিল করছে শাহ আজিজ ভাই। আপনার ছবিগুলো খুব সুন্দর। আমার অনেক বার এই উৎসব সশরীরে দেখার সৌভাগ্য হয়েছে ব্যাংককে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: ইউ আর লাকি জুন ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

অনামিকাসুলতানা বলেছেন: জাপানে অনেক চাইনিজ আছে, কিন্তু এখানে এই উৎসব নিয়ে কোন মাতামাতি দেখি না

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: জাপানে চীনারা কাজ কামের ধান্ধায় থাকে । টাকাই সব সুখের উৎস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.