নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দুর্গন্ধযুক্ত মোজা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮




একদল আড্ডাবাজ লোক একখানে আড্ডা দিত । আস্তে আস্তে তারা খেয়াল করল একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে । আবিস্কার হল তাদেরই বন্ধুর পায়ের মোজা থেকে দুর্গন্ধটি আসছে । তারা চাদা তুলে বন্ধুকে মোজা কিনে দিল । সবাই ভাবল এবার বাচা গেল । কিন্তু ওই বন্ধুর পাশের বন্ধুটি খেয়াল করল গন্ধ পুরোপুরি যায়নি । সবাই ক্ষেপে গিয়ে বন্ধুকে তালাশি নিয়ে তার পাঞ্জাবির পকেটে সেই ক্যাতকেতে মোজা পেল ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নতুন মন্ত্রী সভায় বিদেশ মন্ত্রী হলেও তিনি লোকাল বিষয়ে মন্তব্য করে সবাইকে হাসাচ্ছেন । সবাই মিলে তার মোজা আর আন্ডারওয়ার খুলে চেক করলে রহস্য ভেদ হবে ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা জাতিকে ভালো থাকতে দেবেন না, যত দজ্জাল আছে, উনি ধরে এনে জাতির মাথায় বসায়ে দেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: এই লোকটির পূর্ববর্তী আচরন সবাই জানে । সরকার প্রধান কি বিদেশি কূটনীতিকদের হাসাতে চাইছেন ? ভাল আয়োজন ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

জ্যাক স্মিথ বলেছেন: উনার পকেটে'ও কি তাহলে পুরোনো মোজা পাওয়া গেল?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , তাইই ঘটেছিল ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: মহা বিরক্তিকর একটা মাল!!!
কিন্তু হেরে বুঝাই ক্যামনে ? সে তো ভাবে তার মত কামেল লোক দুনিয়াতে নাই,এত মজা করে জ্ঞানী জ্ঞানী কথা আর কেউ বলতে পারে না। মানুষ টিভি চ্যানেল ঘোরায় শুধু ওরে আর কাদেররে দেখলে। এই দুই লোকের জন্য আওয়ামী লীগের প্রতিদিন ১ লাখ করে ভোট কমে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: =p~ সহি বাত কিয়া হ্যায় আপ্নে ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

কামাল১৮ বলেছেন: মন্ত্রীকে সরাতে হবে না শেখ হাসিনাকে সরাতে হবে।মন্ত্রী নিয়োগ গেন শেখ হাসিনা।আগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খারাপ ছিলো না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

কলাবাগান১ বলেছেন:
২০২৪ এশিয়ান সুটিংয়ে কি যে ভদ্রলোকের হাতে বাংলাদেশের ব্রোন্জ পদক এর ট্রফি- উনিই খেলোয়াড় ছিলেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: হুম সত্য কথা । এরা বড়ই নির্লজ্জ এবং বেহায়া ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: এদের প্রফেশনালিজমের যথেষ্ট অভাব রয়েছে। দুঃখিত শুধু কথা বলতে পারা ছাড়াও আজকের দুনিয়ায় স্যুট-টাই পড়া ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পদটি আর্ন্তজাতিক অঙ্গনে বেশ বেমানান যদিও বাঙালীর স্যুট-টাই পড়ার জ্ঞানও বেশ সীমিত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

শাহ আজিজ বলেছেন: আমি বুঝিনা যে এই লোকটিকে কি হিসাবে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হল ?

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মুজার গন্ধ অনেক দিন পর্যন্ত থেকে যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: হুম , কাউকে বিরক্ত করতে হলে তার ঘরে পুরাতন বহুল ব্যাবহার করা মোজা লুকিয়ে রাখতে হবে

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

শ্রাবণধারা বলেছেন: দুর্গন্ধযুক্ত মোজার সাথে এই লোকটির তুলনা খুব যথার্ত হয়েছে। এই লোকটির কথা শুনলেই প্রবল ঘৃণা হয়।

কিছু দিন আগে একগাদা খাবার নিয়ে একটা টেবিলে এই লোকের একটা ছবি ভাইরাল হয়েছিলো। দেখে মনে হয়েছিলো বিরাট বড় একটা রাক্ষস বটে। লঙ্কাপুরীতে রাবনের রাজদরবার থেকে কোন একভাবে বাংলাদেশের মন্ত্রীসভায় চালান হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১

শাহ আজিজ বলেছেন: হা হা হা =p~

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক উদাহরণ। পররাষ্ট্রমন্ত্রী হবে দেশের প্রতিনিধি। তাঁকে হতে হবে, স্মার্ট, ইংরেজিতে দক্ষ, বিশ্ব রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল। লোকের কী অভাব পড়েছে শেখ হাসিনার যে, এসব পোস্টে দীপু মনি, হাসান মাহমুদদের নিয়োগ দেয়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: সহমত তালগাছ ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা হাস্যকর মন্ত্রণালয়। যত কমেডিয়ানদেরকে বাছা হয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: মন্দ বলেননি । আগেরটাও বেশ জোকার ছিল ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: হাসান মাহমুদ অযোগ্য অদক্ষ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

শাহ আজিজ বলেছেন: ওর উস্কে দেবার মত ক্ষমতা ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.