নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মায়েরা ঠিক এভাবেই আমাদের আগলে রাখত না কি?
মা চলে গেছে মহাকালের পথে কিন্তু রেখে গেছে অযুত স্মৃতি আর পরশ ।
০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , তাই বটে ।
২| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আমার মায়ের সাথে আমার বনিবনা হয় না।
ফলাফল ঝগড়া হয়ে যায়।
০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩১
শাহ আজিজ বলেছেন: তুমি সুপুত্র নও ।
৩| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মা এমনই ছিলেন।
০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৪
শাহ আজিজ বলেছেন: আমার মা ও এমনটি ছিলেন ।
৪| ০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের গ্রামের মায়েরা সন্তানদের কষ্ট দেখে বড় কষ্টে থাকেন; কিন্তু কিছু করার মতো অবস্হানে থাকেন না,
০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শাহ আজিজ বলেছেন: হুম , ওখানেই যত দুঃখ ।
৫| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪২
স্প্যানকড বলেছেন: আমার মা আছে তাই আমার জগৎ হাসে । ভালো থাকুক সকল মায়েরা আপনিও ভালো থাকবেন সব সময়
০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২২
শাহ আজিজ বলেছেন: আমি ব্যাক পেইন নিয়ে যন্ত্রনায় আছি । ক্লাস সেভেন পর্যন্ত মায়ের সাথে ঘুমাতাম । তারও আগে আমার বা পা মায়ের গায়ে তুলে দিয়ে ঘুমাতাম । সেই মা অনেক যন্ত্রনা ভোগ করে মহাকালের পথে ছুটলেন । বাবার কবরে শুইয়ে দিলাম ২০০১ সালে । মা বুটের হালুয়া খুব ভাল বানাতেন । শবেবরাত এলেই হালুয়ার কথা মনে পড়ে । আর মনে পড়ে হাস ভুনা আর সেমাই পিঠার কথা-------------------
৬| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩৫
মিরোরডডল বলেছেন:
আমি প্রতিবারই না বলে বাসায় যাই, সারপ্রাইজ দিতে ভালো লাগে।
মধ্যরাতে নক নক নক, মাকে ঘুম থেকে তুলি।
এভাবে হুট করে যাবার জন্য প্রতিবার মা বকা দেয়, শাসন করে।
কিন্তু দেখা মাত্রই তার মুখের যে হাসিটা, ওটা দেখার জন্য আমি বার বার ফিরে যাই।
মায়ের মুখ মনে পড়লেই অস্থির লাগে।
মনে হয় আবার কবে যাবো মায়ের কাছে!
পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক।
০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭
শাহ আজিজ বলেছেন: মায়েরা এত কষ্ট করে গড়ে পেলে পুলে মানুষ করেন ছেলেপিলেদের । সঙ্গত কারনে ছেলেপিলেরা দূরে সরে যায় , যেতে হয় । মা এবং সন্তানরা ভাল থাকুক , অমলিন থাক ওই হাসি ---------------------
৭| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫১
এম ডি মুসা বলেছেন: এটাই মা।