নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু এখন মহাকালের রথে -----------------------
শিবলী প্রথম আলোকে বলেন, আজও তানপুরা নিয়ে তাঁর বড় ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, গত বছরের ৮ জুলাই মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: আমিন ।
২| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪০
শেরজা তপন বলেছেন: রবীন্দ্রসংগীতের ধ্রুপদী এই মহান শিল্পীকে চির বিদায় ...
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: বিদায় ।
৩| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৮
শেরজা তপন বলেছেন: শুনলাম; তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে!
ব্যক্তিজীবনে হয়তো সুখী ছিলেন না- তারা কোন ভাই সংসার পাতেন নি সম্ভবত।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৯
শাহ আজিজ বলেছেন: কালকেই বেরুবে সঠিক খবর ।
৪| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৫
কামাল১৮ বলেছেন: তার মৃত্যু অপ্রত্যশিত।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৯
শাহ আজিজ বলেছেন: আমি খুব অবাক হয়েছি ।
৫| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার বন্ধুজন ছিলেন?
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: জী , শান্তিনিকেতনেই আমাদের বন্ধুত্তের শুরু ৮২ সালে ।
৬| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩১
মাজহার পিন্টু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫১
শাহ আজিজ বলেছেন: আমিন ।
৭| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৪
সোনাগাজী বলেছেন:
জীবনটাকে মুল্য দিলেন না।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: কি অভিমান ছিল জানা যায়নি ।
৮| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: তার এ ধরনের মৃত্যু কখনোই প্রত্যাশিত ছিলো না। বহু বছর আগে কোন এক পরীক্ষার কেন্দ্র পড়েছিলো সঙ্গীত মহাবিদ্যালয়ে। স্যার আমাদের "বাচ্চা" বলে সম্বধোন করতেন পরীক্ষার হলে। অনেক হাস্যরসের বেশ কিছু স্মৃতি মনে পড়ছে। উনার আত্মার শান্তি কামনা করছি।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: তাই হোক আজকের কামনা ।
৯| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খবরটা বিচলিত করলো খুব। মানুষ আসলে জনতার ভিড়েও আশ্চর্যরকম জনবিচ্ছিন্ন।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: আমি ব্যস্ত ছিলাম আরেকটি অনুষ্ঠানে । ঘরে ফিরে শুনি সাদি চলে গেছে।
১০| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৩:২৭
আলামিন১০৪ বলেছেন: সাদি মহাম্মদ কি বিবাহিত ছিলেন?
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: না দুই ভাইয়ের কেউই বিয়ে করেননি ।
১১| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৩:৫২
মিরোরডডল বলেছেন:
কেউ জানে না কার মনের ভিতর কি হয়ে যাচ্ছে!
নিভৃতে স্বেচ্ছামৃত্যু!
আনএক্সপেক্টেড!!!
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: অপ্রত্যাশিত ।
১২| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৮
নাহল তরকারি বলেছেন: একজন মানুষের মনে কত কষ্ট থাকে.......।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫২
শাহ আজিজ বলেছেন: এই কষ্টগুলোকে আমি কাউনট করিনা । একজন দেশশ্রেষ্ঠ গায়কের এই দুঃখ অভিমান নিতান্তই বাল্যখিল্যতা ।
১৩| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩২
ধুলো মেঘ বলেছেন: উনার ভাই না হয় নিজেকে 'নারী' ভাবতেন। কিন্তু উনি তো বেশ পুরুষালী কন্ঠের অধিকারী ছিলেন। উনি কেন বিয়ে করেননি?
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১
শাহ আজিজ বলেছেন: এই অত্যন্ত ব্যাক্তিগত প্রশ্ন কখনও করা হয়নি ।
১৪| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩১
রানার ব্লগ বলেছেন: শিল্পীরা অভিমানী হয় । এরা অভিমান পুষে রাখে । একদিন তার প্রকাশ ও ঘটিয়ে ফেলে । তখন আর কোন উপায় থাকে না সেই অভিমানের কথা শোনার বা তার জন্য কিছু করার ।
১৫| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের এক বন্ধু আমাদের একটা গ্রুপে তার সম্পর্কে লিখেছেন :
The family had a long sacrificing tale to tell. His father was killed on 23 Mar 1971 by Pakistani Hanadar, the mother jumped off the building and broke two legs , the house was burnt to ashes. The house faced the grudge as it was the hub for pre-movement political meeting.
Since then, the long and arduous journey of the ailing mother started to raise his 9 children. And she did it with enormous courage and mental strength until her death last year at the age of 96 . Last 15 years, she was on wheelchair.
এ পরিবারের এ তথ্যটা জেনে শ্রদ্ধায় এমনিতেই শির অবনত হয়ে এলো।
১৬| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আহারে আহারে---
১৭| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৫
ফারহানা শারমিন বলেছেন: এদেশের বেশিরভাগ গুণীজনের মৃত্যুর পর সবার মনে পরে, যে এতোদিন তাঁরা বেঁচে ছিলেন।
১৮| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৭
কোলড বলেছেন: Rumour has it he was a closet homo. Or was it his brother?
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।