নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। রূপনগরে বৃষ্টি নেই

০২ রা মে, ২০২৪ রাত ৯:৪০



খুব কষ্ট পাচ্ছি বৃষ্টি হীনতায় । যেই শুনলাম ঢাকার কোথাও কোথাও বৃষ্টি হয়েছে অমনি হিংসায় শরীর জ্বলে গেল । ঈশ্বর এত নিষ্ঠুর । দিও একটু খানি বৃষ্টি । আমরা আরও গাছ লাগাব কথা দিচ্ছি , দিব্যি তোমার ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৪ রাত ১০:১৩

এম ডি মুসা বলেছেন: আমাদের এখানে ও বৃষ্টি নেই সকল বৃষ্টি সৌদি আরবে চলে গেছে

০৩ রা মে, ২০২৪ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: বৃষ্টিও কি উমরাহ করতে গেল ??!!

২| ০২ রা মে, ২০২৪ রাত ১০:১৫

এম ডি মুসা বলেছেন: বৃষ্টি আমার পালিয়ে গেছে মরুর বুকে
আমরা এখন খরায় পুড়ে কাঁদি দুঃখে
মাটি গুলো তপ্ত রোদে ঘাম ঝরেছে গায়,
র্বাংলা এখন মরু হলো মরুর যত্ন পায়।

০৩ রা মে, ২০২৪ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: যাক দুঘণ্টা বাদেই ঝুম বৃষ্টি ।

৩| ০৩ রা মে, ২০২৪ রাত ৩:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: আশা করছি ইতোমধ্যে জ্বলুনি কিছুটা কমেছে :P

০৩ রা মে, ২০২৪ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: এই লেখা পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে দামিনী কাপিয়ে ঈশ্বর তার সব জল ঢেলে দিলেন আর বললেন এই নে শাহ সাহেব এবার ভেজ ইচ্ছামত ।

৪| ০৩ রা মে, ২০২৪ রাত ৩:৫৭

কামাল১৮ বলেছেন: রূপনগর বাসীকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়তে লেগে যান।বৃষ্টি না আসা পর্যন্ত নামাজ বন্ধ করা যাবে না।পাঁচদিন লাগুক বা দশদিন লাগুক।গ্যারান্টি দিচ্ছি ভিজে বাড়ী ফিরবেন।

০৩ রা মে, ২০২৪ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: নামাজ আর লাগেনাই এমনিতেই ঝুম বৃষ্টি নেমে গেছে ফরিয়াদ আরশে পৌঁছানোর আগেই । এত বজ্রপাত হয়েছে যে ভয় লাগছিল দালান না ভেঙ্গে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.