নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে সারিবদ্ধ গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এগুলো কেন লাইনে দাঁড়িয়ে আছে জানেন?
এটা সোহরাওয়ারদি উদ্যানে কোন মেলার প্রবেশ অপেক্ষমাণ জনতার ভিড় নয় । এটা টি এস সিতে বন্যার্তদের জন্য ত্রান সংগ্রহের জন্য ঢাকাবাসীর সাড়ার অভুতপূর্ণ দৃশ্য ।
এগুলো ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণের গাড়ি। টিএসসিতে ছাত্ররা বন্যার্তদের জন্য ত্রাণ এবং ফান্ড কালেকশন করছে। এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার অতিরিক্ত ভীড়েও কেউ বিরক্ত হচ্ছে না। সবাই একে অন্যের সহযোগিতায় হাত বাড়াতে পেরে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছে। পাল্টে গেছে পাল্টে দাও বাংলাদেশ ।
ঈশ্বর আমাদের সহায় হোন
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: এই বয়সটাই পরিসেবার জন্য উত্তম । ৭১ সাল আমি আই সি আর সির হয়ে রিলিফ বিতরনে কাজ করেছি । এই কাজে নেশা আছে ।
২| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: জনতার আবেগকে ভালো কাজে লাগাতে হবে।
২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৮
শাহ আজিজ বলেছেন: সেটাই তো ভাঁড় নেতারা বোঝেনা ।
৩| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৮
কামাল১৮ বলেছেন: মানুষের প্রতি মানুষের এই সহমর্মিতা দেখে ভালো লাগছে।
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৭
শাহ আজিজ বলেছেন: ছাত্ররা অসাধারণ কর্ম বীর ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৮
নতুন বলেছেন: আমরা আবেগী জাতী। আমাদের আবেগ ঠিক মতন কাজে লাগাতে পারলে সব কিছুই করা সম্ভব।