নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে অবরুদ্ধ আনসার সদস্যরা।
রবিবার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৪
শাহ আজিজ বলেছেন: এটা মানিক । ওর বিচি ছাড়িয়ে নিয়েছে ।
২| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪০
কামাল১৮ বলেছেন: গুলি দেয়া হয়েছে জীবন বাচাতে।খেলা করতে দেয়া হয় নাই।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫
শাহ আজিজ বলেছেন: কে শুনে কার কথা ।
৩| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪
কামাল১৮ বলেছেন: সকল কাজে ছাত্রদের নাক গলানো বন্ধ করতে হবে।যেটা ইউনুস সাহেব স্পষ্ট করে বলেছেন।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৬
শাহ আজিজ বলেছেন: ওদের শরীর এখন গরম ।
৪| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্ররা আসার পর এখন দেখি আনসার দু'হাত জোড় করে মাফ চাইছে।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭
শাহ আজিজ বলেছেন: ছাত্ররাই দেখিয়ে দিল ।
৫| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২০
আঁধারের যুবরাজ বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য আনসারলীগের কিছু দুস্কৃতিকারীদের অপচেষ্টা। বাউন্ডেলের মতো মানুষ শুধু ব্লগেই দেখা যায় না , আনসারদের মধ্যেও রয়েছে !
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮
শাহ আজিজ বলেছেন: কত রকম ষড়যন্ত্র হচ্ছে ।
৬| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৩
ডার্ক ম্যান বলেছেন: আনসারের হাতে এখন অস্ত্র তো থাকার কথা না।
এ ঘটনার রেশ আরও অনেকদূর যাবে। ছাত্রদের দিয়ে আনসার দমন খারাপ ফল আনবে। ভেবে দেখুন, আনসার কিন্তু সাধারন পরিবারের সন্তান। এদের অনেকে বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করে।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০
শাহ আজিজ বলেছেন: যারা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ডিউটি করছিল তারাই হয়ত গুলি চালিয়েছে ।
৭| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০২
এক্সম্যান বলেছেন: বিষয়টা অমানবিক। দেশের একটা বড় অংশ বন্যায় প্লাবিত, লাখ লাখ মানুষ জীবন সংকায় আছে সেই সময়ে দাবী-দাওয়া ঝামেলা করাটা কতটা যৌক্তিক তা বোঝার ক্ষমতাও আনসারদের নাই। ওদের উচিৎই হয়নাই দেশের এই ক্রান্তিলগ্নে এভাবে অবোরোধ করা।
আর ভাই তোরা লাস্ট ১৫ বছর কই ছিলি যে এখনই সব দাবী পুরন করতে হবে? দেশটাকে একটু দাড়াতে দে তারপর যৌক্তিক ভাবে আলোচনা কর।
নিউজে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস রিলিজও দিয়েছেন, তাতে বলেছেন তাদের দাবী নিয়ে কাজ করা হবে। তার পরেও ওনারা সরেন নাই, কাউকেই সচিবালয় থেকে বের হতে দ্যান নাই। ফলাফল মাইর।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১
শাহ আজিজ বলেছেন: আরে ভাই মাইরের উপ্রে ওষুধ নাই ।
৮| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহত ৩৫ জন ছাত্র ঢামেকে চিকিৎসারত।
দাবি মানার পরও আনসারদের কিছু অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। এদেরকে পেছন থেকে কেউ ইন্সটিগেট করছে বলে মনে হচ্ছে। সেনাবাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বন্দি আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করলেই ইন্ধনদাতাদের নাম বেরিয়ে আসবে। পরাজিত ও স্বাধীনতার বিপক্ষ শক্তিরা এখন যে-কোনো প্রকারেই দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। এটাও তার একটা অংশ হতে পারে। বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই দাবি-দাওয়ার মিছিল হচ্ছে, এটা পরাজিত শক্তির ইন্ধন হওয়া অস্বাভাবিক না।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩
শাহ আজিজ বলেছেন: কোথাও পড়লাম স্বেচ্ছাসেবক লীগের কেউ আনসারে ঢুকেছিল , সেইই লিড দিয়েছে ।
৯| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
অস্বাধীন মানুষ বলেছেন: আর নয় আনসারা হলো আমাদের জন্য একটা ক্যান্সার।আনসারের চাকুরী কিন্তু চুক্তিভিত্তিক। তারা জেনেশুনে কাজে যোগদান করেছিল । যেখানে সরকারি চাকুরির জন্য শত শত পোলাপাইন জীবন দিয়েছিল তখন কোথায় ছিল এখন তারা আসছে সরকারি চাকুরি করতে । আনসারের সাথে চুক্তি বাতিল করে মেধার ভিত্তি তে নিয়োগ দেওয়া উচিত। বিশেষ করে যারা দেশের ক্রাইসিসও বুঝে না তাদের চাকুরী করার কোনও অধিকার নেই।তারা জালিমদের দোষর হিসাবে কাজ করেছে। ছাত্র আন্দোলনের সময় তারা কোথায় ছিল ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আনসার নামক ক্যান্সারদের ভালো মতো চিকিৎসা করুন।
২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭
শাহ আজিজ বলেছেন: জানি , কাজ পেলে ওরা কর্মস্থলে যোগ দেয় এবং যে কদিন কাজ করবে তার বেতনটুকু পাবে । এর মধ্যে এরিয়া অফিস তাদের কমিশনটুকু কর্তন করে। আমি আনসার হ্যান্দেল করেছি । ভয়ানক কষ্টের জীবন ।
১০| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: কুত্তালীগ বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করেছে। এরা পয়সা দিয়ে আনসারদের একটা অংশকে উস্কে দিয়েছে। কঠিন ভাবে তদন্ত করে সবগুলোকে শাস্তি দেওয়া দরকার।
১১| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ২:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: আনসারদের আন্দোলন শেষে দলবদ্ধভাবে তাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে।
১২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৫
এম ডি মুসা বলেছেন: শান্তিপূর্ণ ভাবে করতে পারতো
১৩| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৬
এম ডি মুসা বলেছেন: আমাদের দাবি ৩৫ বয়স চাকরি এটা বাকি আছে। আন্দোলন না উপদেষ্টা কে চিঠি দেওয়া জরুরি। আশাকরি বাস্তবায়ন করে দেবেন।
১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৫২
আলামিন১০৪ বলেছেন: সব সরকারী চাকুরী চুক্তিভিত্তিক করতে হবে, বেতন ৫ গুণ করতে হবে , জনবলের সংখ্যা কমিয়ে আনতে হবে- এতে বোধ হয় দুর্নীতি কমবে
১৫| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৩
নতুন বলেছেন: আপসোসলীগ সব রকমের চেস্টা করবে সরকারকে চাপে রাখতে।
তাদের দাবীগুলি বিবেচনা করা হবে সেটা নিয়ে কথা বলেছেন উপদেস্টারা। তারপরেও যদি ঘেরাও, গুলি করে তবে তাদের পেছনে আফসোসলীগ থাকা খুবই সাভাবিক।
আর যেখানে তাদের আনসার প্রধান বলছেন যে এই ঘেরাওয়ে কিছু আনসার জড়িত, সেটা অবশ্যই আফসোস লীগের কাজ।
১৬| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০
বাউন্ডেলে বলেছেন: পল্লী বিদ্যুতের ৪৫ হাজার কর্মচারী আজ থেকে বাউন্ডেলে হয়ে যাচ্ছে। দাদন ব্যবসায়ী ও তার গুন্ডা বাহিনী কি করে - দেখা যাক ।
১৭| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: পল্লী বিদ্যুতের ৪৫ হাজার কর্মচারী আজ থেকে বাউন্ডেলে হয়ে যাচ্ছে।
এই সরকারের আশাতে এই মানুষগুলির কি কস্ট বেড়েছে যে তারা এখন বাউন্ডেলে হয়ে যাচ্ছে?
তাদের বর্তমান সমস্যা কি হাসিনা সরকার যাবার ফলেই শুরু হয়েছে? না কি এই সমস্যা আগেও ছিলো?
পল্লী বিদ্যুতের প্রতিটা অফিসেইতো আওয়মীলীগের নেতাকর্মী ছিলো, গত ১৬ বছর তাদের কোন অভিযোগ ছিলো না কিন্তু এখনই তাদের কস্ট বেড়ে গেলো?
১৮| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১০
রাসেল বলেছেন: যতটুকু বুঝলাম, আনসার বাহিনী দায়িত্বরত অবস্থায় ছিল না, এমতাবস্থায় তারা কিভাবে অস্ত্র চালনা করতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার আনসারদের দাবির ব্যাপারে কোনো ভূমিকা না পালন করাই স্বাভাবিক । তবে কেন আনসার বাহিনী দাবি নিয়ে গেল ?
২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০০
শাহ আজিজ বলেছেন: যারা দায়িত্বে ছিল তারা আর্মস নিয়ে এসেছিল সাথে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭
বাউন্ডেলে বলেছেন: চরম বিসৃংখলা ।
আদালতে হামলায় আহত কয়েদী আইসিইইউতে। মারাও যেতে পারেন রাতে।