নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। দ্বন্দ্ব মেটাতে চান জয়

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৭





হাসিনার পতনের পর থেকেই বিএনপির সঙ্গে পুরনো সব দ্বন্দ্ব মেটাতে প্রস্তাব করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয়ের এমন প্রস্তাব নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন- আমরা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সৌহার্দ্য, ভালোবাসা এবং সুসম্পর্কের রাজনীতি করতে চাই। কিন্তু একই সময়ে জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয়। আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে। আজকে আওয়ামী লীগকে তার গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দেশের রাজনীতি, অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে, তার জন্য তাকে তো জবাবদিহি করতে হবে। তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি- যেকোনো দলের যেকোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে, সেভাবে করবে।

বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করে গত ৮ আগস্ট জয় রয়টার্সকে বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক।গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে জয় আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে একমত না-ও হতে পারি। তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে। আর আমরা সব সময়ই আপস করার উপায়ও খুঁজে বের করতে পারি।

এসব বিষয় নিয়ে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি। দেশ চালাতে গেলে কিছু ভুল হয়, কিন্তু সেই ভুল দেশ ও মানুষকে ক্ষতি করেনি। মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে, সংসদীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলে আয়নাঘরের সঙ্গে তাকে তুলনা করা হয়। হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল, যা দেশের অর্থনীতি, রাজনীতির কোনো ক্ষতি করেনি। এ নিয়ে একটা প্রজেকশন করার চেষ্টা করা হয়। এটা একটা ষড়যন্ত্র। একটা দলকে হেয় করার জন্য, তার অর্জনকে খাটো করার জন্য। নির্বাচন হোক- তাহলে জনগণই বেছে নেবে কোন দলটা ভালো কোন দলটা ভালো না, কোন নেতা খারাপ, নির্বাচনেই প্রমাণ হবে। কিন্তু চাপিয়ে দেওয়া- এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে- সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হোক।মির্জা ফখরুল বলেন, নির্বাচনে যে আসবে তাকে গ্রহণ করতে হবে। আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি, যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে? পারবেন না দেখাতে। আওয়ামী লীগের করা সব আইনই গণতন্ত্রের বিপক্ষে গেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করলে সেটা গ্রস ইনজাস্টিস হবে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের স্বাধীনতার চেতনা, অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ সব ধ্বংস করেছে। একজন বিচারপতিকে মানুষ মারছে, আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতাদের ডিম ছুড়ছে কারণ মানুষের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ। বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপলে হবে না। বিএনপি দেশে সবচেয়ে ভালোটা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। আওয়ামী লীগ সব পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল, আমরা সব চ্যানেল-পত্রিকা চালু করেছি। হাওয়া ভবনে কাউকে আটকে রাখা হয়েছে, কাউকে নির্যাতন করা হয়েছে? একটা প্রমাণ দিন। সুতরাং বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ‘ইনজাস্টিস টু আস’।




জুমবাংলা ডট কম

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: জার্মানীর বা হিটলারের ফ্যাসিস্ট দল কি এখন রাজনীতি করে? তাহলে অওয়ামী লীগ-কে ফখরুল সমর্থন দিচ্ছে কিভাবে? কথায় বলে সব রসুনের এক গো..। আপনারাও এই সত্যের বাইরের কেউ নন। বি.এন.পি. আর আওয়ামী লীগ দেশের কল্যাণে পারতপক্ষে কাজ করে নি। এক টাকার উন্নয়ন দিয়ে দু'টাকা নিজ পকেটে ভরেছে। আওয়ামী লীগ তার সকল মাত্রা ছাঁড়িয়ে গেছে সুতরাং তাদেরকে নতুন করে আর ডেকে আনার চেষ্টা না করাই ভালো। শেষে আমও যাবে সাথে ছালাও।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: এইটাই বাংলাদেশের রাজনৈতিক ফিলসফি , রাজনিতিতেতে না বলে কিছু নেই ।

২| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৮

কামাল১৮ বলেছেন: এই সরকার মৌলবাদীদের ক্ষমতায় আনার চেষ্টা করছে।তাইতো জামাত বিএনপিকে বলছে জালিম।যাঁদের সাথে তাদের দীর্দি দিনের সম্পর্ক ছিলো।কিন্তু এখন আর জামাতের বিএনপির প্রয়োজন নাই।তাদের পক্ষে সরকার আছে।সরকারের দুই ছাত্র নেতা ও আসিফ নজরুল জামাত সমর্থক।দিনে দিনে স্পষ্ট হবে। ঢাবির ভিসি নির্বাচনে বিএনপির প্রার্থী বাদ গেছে জামাতের প্রাথী নির্বাচিত হয়েছেন।
রাজনীতিতে শেষকথা বলে কোন কথা নাই।তাই বিএনপি আওয়ামী ঐক্য হলে আশ্চর্য হবার কিছু নাই। এরশাদকে হটাতে তারা ঐক্যবদ্ধ ছিলো।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম দলে বলে জামায়াত চুনোপুঁটিদের সাথে একটা আশা দেখছে । আমিও সন্দেহ বান এদের নিয়ে । যাক যা হবে তা মেনে নিতে হবে ।

৩| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৬

কিরকুট বলেছেন: এই ছাগলটা কে কিছুদিন মুখে টেপ লাগিয়ে কোন খোয়াড়ে বেধা রাখা যায় না?

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: ট্রাই করে দেখাও বেটা । কেমন টেপ লাগাও ।

৪| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: জয় চুপ থাকলেই আওয়ামীলীগের মঙ্গল।
সে বলতে শুরু করলেই ভুলভাল বকে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: আওয়ামি লীগের ভাগ্যে এবার শিকে ছিঁড়বে না , নিশ্চিত ।

৫| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: ট্রাই করে দেখাও বেটা । কেমন টেপ লাগাও ।

জানি জনাব, পারবো না, তাই তো বৃথা আশফালন করছি। #:-S

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: :-B :-B

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: দরবেশ ডি বি তে বলেছে বিলিয়ন ডলার রেহানা আর জয়কে দিয়েছে , ব্যাস এখানেই ধরা খেয়ে যাবে ।

৬| ৩১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওর মা মনে হয় জানে না যে ছেলে এই সব বলে বেড়াচ্ছে। মা কখনও এই ধরণের কথা বলতো না।

৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: ওর হোগায় বুটের লাথি ।

৭| ৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

রানার ব্লগ বলেছেন: অধিক কথায় বুদ্ধিনাশা !!

৩১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: ও তো প্লে বয় হিসাবে খ্যাতিমান । ও টাকা আর ভ্যাজাইনা ছাড়া আর কিছু চেনে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.